হিট এলার্ট অব্যাহত : রাঙ্গামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০, চট্টগ্রামে ৩৯.৭ ডিগ্রি
১৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পিএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পিএম
বৈশাখ মাস দিয়েই পঞ্জিকার পাতায় গ্রীষ্মকাল শুরু। আজ রোববার সেই পয়লা বৈশাখেই গ্রীষ্মের আগমনী জানান দিয়েছে তীব্র রোদের তেজ। দিনে-রাতে প্রায় সারা দেশে উচ্চ তাপদাহ অব্যাহত থাকে। সেই সঙ্গে বিশুদ্ধ পানির সঙ্কট এবং বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। ঈদে নাড়ির টানে শহর-নগর ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়িতে যাওয়া মানুষের কষ্ট-দুর্ভোগ অসহনীয়। অবিরাম অনাবৃষ্টি, খরতাপে পুড়ছে শহর-বন্দর-নগর, গ্রাম-গঞ্জ-জনপদ। দিনভর ঠা ঠা রোদে পুড়ে খাক হচ্ছে ফলমূল, ফসলি জমি, সবজি ক্ষেত, মাঠ-ঘাট-প্রান্তর।
সর্বত্র দিন ও রাতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উচ্চ খরতাপে দ্রুত শরীর কাহিল ও অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। আজ রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সীতাকু-ে ৩৯.৭ ডিগ্রি সে.। যা স্মরণকালের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আজ সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ৫ দিনে দেশের কোথাও বৃষ্টির ফোঁটাও পড়েনি। দিনভর তীর্যক সূর্যের কড়া তেজে রাস্তাঘাট সড়কে মাঠে-ঘাটে যেন বাতাসে মরুর আগুনের হল্কা।
এদিকে আবহাওয়া বিভাগের জারিকৃত তাপপ্রবাহের সতর্কতা অব্যাহত রয়েছে। আবহাওয়া বিভাগ (বিএমডি) সর্বশেষ জারিকৃত তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট এলার্টে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসমূহের উপর দিয়ে মৃদু (তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সে.) তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। হিট এলার্ট বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আরও জানান, গতকাল শনিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আজ রোববার চট্টগ্রাম অঞ্চলে রাঙ্গামাটিতে ৪০ ডিগ্রি সে. দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছাড়াও দেশের অন্যত্র উল্লেখযোগ্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলÑ চট্টগ্রামের সীতাকু-ে ৩৯.৭, চট্টগ্রামে (পতেঙ্গা) ৩৭.৫, পাবনা ও বরিশালের খেপুপাড়ায় ৩৯, বান্দরবান ও চুয়াডাঙ্গায় ৩৮.৮, রাজশাহী ও কুষ্টিয়ায় ৩৮.৫, এমনকি সমুদ্র সৈকত শহর কক্সবাজারেও ৩৮ ডিগ্রি সে.। দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল সর্ব উত্তর জনপদের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ২০.৪ ডিগ্রি সে.। রাজধানী ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৭.৫ এবং সর্বনি¤œ ২৬.৪ ডিগ্রি সে.।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৫.৭ এবং সর্বনি¤œ তাপমাত্রা ১.৯ ডিগ্রি সে. বেশি।
আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রংপুর ও নীলফামারি জেলসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
রাজশাহী, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চৈত্রের শেষ দিনগুলোর মতোই আজ পয়লা বৈশাখে প্রায় সারা দেশে দিনভর প্রখর রোদের তেজ এমনকি রাতেও গরমের তীব্রতা বেড়েই চলেছে। নেই কোথাও ছিঁটেফোঁটা বৃষ্টি। চারদিকে খাঁ খাঁ রোদ্দুর। অসহ্য ভ্যাপসা গরমে-ঘামে মানুষ হাঁপাচ্ছে। শ্রমিক কর্মজীবী দিনমজুর দিনে এনে দিনে খাওয়া মানুষের যাতনা অশেষ। উচ্চ তাপদাহে অনেকেই সর্দি-কাশি-জ¦র, গলাব্যাথা, ডায়রিয়া, চর্মরোগ, হিট ট্রোক, শরীরে পানিশূন্যতাসহ নানা রোগব্যাধিতে অসুস্থ হয়ে পড়ছে।
স্বস্তির বৃষ্টির আশায় মানুষ চাতক পাখির মতোই আকাশ পানে তাকিয়ে আছে। বৃষ্টির দেখা নেই। আবহাওয়া পূর্বাভাসে আপাতত বৃষ্টির কোন সুখবর নেই। বরং অনেক জায়গায় তাপমাত্রা বৃদ্ধি এবং তাপপ্রবাহ বিস্তারের আভাস দেয়া হয়েছে।
আবহাওয়া বিভাগের আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্তসহ পরবর্তী ৭২ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রাজশাহী, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এমনকি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে আগামী বুধবার ২৪ ঘণ্টায়: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এর পরের ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতেরর সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, তরুণীসহ আহত ৭
সবজি দেখে লিখলো খাতায়
আবারও শীতের কবলে সৈয়দপুর
লাকসাম আল-আমিন ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ব্রিকসে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সউদী আরব
বেক্সিমকোর শ্রমিকদের গণসমাবেশ
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার
তথ্য উপদেষ্টার সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের
সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকগণকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা
সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
আবাহনীর ৬ মিনিটের ঝড়ে এলোমেলো ফকিরাপুল
পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান ট্রাম্প
ইসলামি দলগুলোর ঐক্য চায় জামায়াতের আমির ও চরমোনাই পীর
শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প
বাগবাড়ীতে ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত