ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩ জনের নাম-পরিচয় পাওয়া গেছে বাড়তে পারে মৃতের সংখ্যা
১৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০৬:৪১ পিএম
ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে কানাইপুরের দিকনগর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও পরবর্তীতে তাদের নাম-পরিচয় পাওয়া গেছে। বারতে পারে মৃত্যুের সংখ্যা।
পরিচয় পাওয়া নিহত ১৩ ব্যক্তি হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সত্তরকান্দা এলাকার মৃত. আঃ ওহাব মোল্যার স্ত্রী মোসা. মর্জিনা বেগম (৭০), একই গ্রামের তারা মোল্যার ছেলে মো. মিলন মোল্যা (৫৫), মিলন মোল্যার ছেলে মো. রুহান (০৮), মিলন মোল্যার অপর ছেলে মো. আবু জিসান (০৩), মিলন মোল্যার স্ত্রী সুমি বেগম (৩০), আলফাডাঙ্গা উপজেলার চর সহস্রাইল এলাকার মৃত রশিদ খানের ছেলে তবিবুর খান (৫৫), একই উপজেলার
কুসুমদী এলাকার সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৩৫), বেজীডাঙ্গা গ্রামের নান্নু মোল্লার স্ত্রী জাহানারা বেগম (৪০), মিল্টন শেখের মেয়ে নুরানী (০২), হিতাডাঙ্গা এলাকার আলেক সরদারের স্ত্রী শুকুরন নেছা (৭০), সৈয়দ নিয়াদ আলীর মেয়ে কহিনুর বেগম (৬০) ও ইব্রাহিমের স্ত্রী
সূর্য বেগম (৪০)।
পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। এ ছাড়া আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, 'যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।'
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।’
দুর্ঘনা কবলিত স্হান মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী জনাব, আব্দুর রহমান (এমপি), সড়ক পদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদিকুল ইসলাম, হাইওয়ের মাদারীপুর জোনের পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদায়নপ্রাপ্ত), মোঃ শাহিনুল আলম খান, পুলিশ সুপার ফরিদপুর মোঃ মোর্শেদ আলমসহ পদস্থ সকল কর্মকর্তা দুর্ঘটনাস্হল পরিদর্শন করেছেন। তবে এই সড়ক দুর্ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছেন, ঘটনা স্হানের বসতু মোঃ ইসমাইল, রাশিদা বেগম,মরিয়ম খাতুন, শফিকুল ইসলাম ইনকিলাব কে বলেন, এই জায়গাটি আমাদের এলাকার একটি বিপদ জনক এলাকা। এই জায়গাটা মাঝে মাঝেই সড়ক জুড়ে টিউমারের মত রাস্তার মাটিও পিচঢালা সড়ক উপচে উঠে সড়ক ফেটে গিয়ে সড়কের এক পাশে টিউমারের মত জেগে কৃত্রিম বিট তৈরী হয়। আবার একাংশে মাঝারি গর্তের সৃষ্টি হয়। ফলে দূরপাল্লার ও স্হানীয় ছোট বড় সকল যানবাহন আঁচড়ে পড়ে।
ফলে কখন ছোট দুর্ঘটনা কখন বড় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্হানে বাড়ী মোঃ রফিকুল ইসলাম ইনকিলাব কে বলেন আমার বয়স ২৬ বছর। ১৫/১৬ বছর যাবৎ দেখতেছি এখানে সড়ক দুর্ঘটনায় ঘটে। মাসে ১০/১২ টা। বছরে, ৬০/৭০ ও ঘটে। এই নিয়ে সংশ্লিষ্ট কারোর কোন মাথা ব্যাথা নাই। মোঃ লাল মিয়া বয়স ৬০ বছর তিনি ইনকিলাব কে বলেন বদরপুর বনবিভাগের অফিস আর কানাইপুর তেঁতুল তলা তথা প্রায় সোয়া কিলোমিটার সড়কে এমন কোন দিন নাই যে ছোট খাট দুর্ঘটনা ঘটে না। এই সড়কটুক দিন দিন হয়ে উঠছে মৃত্যু কুপ। স্হানীয় ইট ভাটা শ্রমিক মোঃমজুবায়ের ইনকিলাব কে জানান গত রোজা থেকে ঈদের আগের দিন পর্যন্ত ২৫/২৬ মটরসাইকেল টুর্ঘটনা ঘটেছে। বহু নারী বৃদ্ধ, কিশোর শিশু গুরুতর আহত হয়ে বাড়ী ফিরছেন। প্রত্যদর্শী মরিয়ম বিবি ইনকিলাব কে বলেন আমার মনে হয় এখানকার রাস্তাটুক একটু চাপা, আবার একটু বাকাও, রাস্তা মাঝে মাঝে ভাঙ্গা থাকে গর্ত হয়। কারা যেন হটাৎ এসে ছাওয়াল মেয়ের মত রাস্তার টিউমারের মাথা কামায়। আবার তারা চলি যায়। কি কবো ফাহি ঝহির রাস্তা করেও তারাতারি নষ্ট ও হয় তারাতারি। ঘটনার সময় আমি ঘরে ছিলাম বের হয়ে দেখি পিক গাড়িটা মানুষ জন নিয়ে বড় গাড়ির তলে ডুইয়া গেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন
ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল
সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার
পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত
ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত