ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লায় সিএনজি ভাড়া দ্বিগুণ থেকে তিন গুণ ভোগান্তিতে যাত্রীরা

Daily Inqilab ইনকিলাব

১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ পিএম

 

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ। স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য কিছুতেই কমছে না বলে অভিযোগ করেছেন অসংখ্য মানুষ। ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লায় দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া নিচ্ছেন সিএনজি ড্রাইভাররা। বুড়িচং ব্রাহ্মণপাড়ায় পহেলা বৈশাখ থেকে জিবি মুক্ত ঘোষণা করা হলেও সাধারণ মানুষের কোন উপকার হয়নি। বরং ঈদকে কেন্দ্র করে কিছু অসাধু সিএনজি ড্রাইভার কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া অথবা ব্রাহ্মণপাড়া থেকে চান্দলা,মিরপুরের ভাড়া দ্বিগুন থেকে তিনগুণ পর্যন্ত গুনতে হচ্ছে। এখন নির্ধারিত ভাড়ায় কোন সিএনজি চলেনা।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লার নিধারিত ভাড়া ৫০ টাকা এবং চান্দলা ২০ টাকা এবং মিরপুর ৪০ টাকা। কিন্তু ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা মুখী অধীক যাত্রী থাকায় এরই সুযুগে অসাধু সিএনজি ড্রাইভাররা তারা তাদের ইচ্ছামত দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া বাড়িয়ে নিচ্ছে। যাত্রীদের মধ্যে কেউ প্রতিবাদ করলে তাদেরকে কোন সিএনজি নিচ্ছেনা। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের যেতে হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন স্বপরিবারে যারা কুমিল্লা যাচ্ছেন। অতিরিক্ত গড়মে শিশু এবং মহিলারা রাস্তায় দাড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে যাওয়া ছাড়া তাদের কোন উপায় থাকেনা।

 

সপরিবারে কুমিল্লা যাওয়া যাত্রী খোরশেদ আলম বলেন, বউ বাচ্চা নিয়ে বাধ্য হয়ে রিজার্ভ ৫০০ টাকা দিয়ে যাচ্ছি। রাস্তায় দাড়িয়ে থেকে কি করবো, শেষ পর্যন্ত এটাকা দিয়ে যেতে হবে।

 

এ ব্যাপারে সিএনজি ড্রাইভার মিজানুর রহমান বলেন সবাই ভাড়া বাড়িয়ে নিচ্ছে আমি কি করবো তাই আমিও নিচ্ছি।

 

চান্দলা গ্রামের সিএনজি চালক হাবিব বলেন, আমি ব্রাহ্মণপাড়া থেকে চান্দলা সিএনজি চালাই। আজকে ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লার যাত্রী বেশি হওয়ায় এবং ভাড়া দ্বিগুণ হওয়ায় আমি কুমিল্লার যাত্রী বেশি নিচ্ছি।

 

এ ব্যাপারে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান জানান, ঈদের সময় হয়তো বাড়তি ভাড়া নিতে পারে। এখন অতিরিক্ত ভাড়া নেওয়াট অন্যায়। যারা অতিরিক্ত ভাড়া নেয় তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম বলেন, আজও আমি অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে পাঁচটি সিএনজিকে আটক করে রেখেছি। যে সিএনজি ড্রাইভার অতিরিক্ত ভাড়া আদায় করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণপাড়া সিএনজি স্টেশনে আমার লোকজন দেওয়া আছে তারা সার্বক্ষণিক দেখাশোনা করছে। অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধারা অব্যাহত থাকবে।

 

 

ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে হতদরিদ্রের মাঝে ঘর উপহার

মোঃ আবদুল আলীম খান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ও বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সৌজন্যে দুটি ঘর উপহার প্রদান করা হয়। ১৮ মার্চ ( বৃহস্পতিবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সৌজন্যে এ দুটি ঘর উপহার প্রদান করেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ডঃ এস এম জাহাঙ্গীর আলম। ঘর দুটি উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম।

 

এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ডঃ এস এম জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধু স্যাটেলা

ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লায় সিএনজি ভাড়া দ্বিগুণ থেকে তিন গুণ ভোগান্তিতে যাত্রীরা

মোঃ আবদুল আলীম খান

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ। স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য কিছুতেই কমছে না বলে অভিযোগ করেছেন অসংখ্য মানুষ। ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লায় দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া নিচ্ছেন সিএনজি ড্রাইভাররা। বুড়িচং ব্রাহ্মণপাড়ায় পহেলা বৈশাখ থেকে জিবি মুক্ত ঘোষণা করা হলেও সাধারণ মানুষের কোন উপকার হয়নি। বরং ঈদকে কেন্দ্র করে কিছু অসাধু সিএনজি ড্রাইভার কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া অথবা ব্রাহ্মণপাড়া থেকে চান্দলা,মিরপুরের ভাড়া দ্বিগুন থেকে তিনগুণ পর্যন্ত গুনতে হচ্ছে। এখন নির্ধারিত ভাড়ায় কোন সিএনজি চলেনা।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লার নিধারিত ভাড়া ৫০ টাকা এবং চান্দলা ২০ টাকা এবং মিরপুর ৪০ টাকা। কিন্তু ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা মুখী অধীক যাত্রী থাকায় এরই সুযুগে অসাধু সিএনজি ড্রাইভাররা তারা তাদের ইচ্ছামত দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া বাড়িয়ে নিচ্ছে। যাত্রীদের মধ্যে কেউ প্রতিবাদ করলে তাদেরকে কোন সিএনজি নিচ্ছেনা। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের যেতে হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন স্বপরিবারে যারা কুমিল্লা যাচ্ছেন। অতিরিক্ত গড়মে শিশু এবং মহিলারা রাস্তায় দাড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে যাওয়া ছাড়া তাদের কোন উপায় থাকেনা।

 

সপরিবারে কুমিল্লা যাওয়া যাত্রী খোরশেদ আলম বলেন, বউ বাচ্চা নিয়ে বাধ্য হয়ে রিজার্ভ ৫০০ টাকা দিয়ে যাচ্ছি। রাস্তায় দাড়িয়ে থেকে কি করবো, শেষ পর্যন্ত এটাকা দিয়ে যেতে হবে।

 

এ ব্যাপারে সিএনজি ড্রাইভার মিজানুর রহমান বলেন সবাই ভাড়া বাড়িয়ে নিচ্ছে আমি কি করবো তাই আমিও নিচ্ছি।

 

চান্দলা গ্রামের সিএনজি চালক হাবিব বলেন, আমি ব্রাহ্মণপাড়া থেকে চান্দলা সিএনজি চালাই। আজকে ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লার যাত্রী বেশি হওয়ায় এবং ভাড়া দ্বিগুণ হওয়ায় আমি কুমিল্লার যাত্রী বেশি নিচ্ছি।

 

এ ব্যাপারে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান জানান, ঈদের সময় হয়তো বাড়তি ভাড়া নিতে পারে। এখন অতিরিক্ত ভাড়া নেওয়াট অন্যায়। যারা অতিরিক্ত ভাড়া নেয় তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম বলেন, আজও আমি অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে পাঁচটি সিএনজিকে আটক করে রেখেছি। যে সিএনজি ড্রাইভার অতিরিক্ত ভাড়া আদায় করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণপাড়া সিএনজি স্টেশনে আমার লোকজন দেওয়া আছে তারা সার্বক্ষণিক দেখাশোনা করছে। অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধারা অব্যাহত থাকবে।

 

 

ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে হতদরিদ্রের মাঝে ঘর উপহার

মোঃ আবদুল আলীম খান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ও বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সৌজন্যে দুটি ঘর উপহার প্রদান করা হয়। ১৮ মার্চ ( বৃহস্পতিবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সৌজন্যে এ দুটি ঘর উপহার প্রদান করেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ডঃ এস এম জাহাঙ্গীর আলম। ঘর দুটি উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম।

 

এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ডঃ এস এম জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে প্রতিটি ডাইরেক্টর তাদের নিজ এলাকায় হত দরিদ্রের মাঝে ঘর উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এরই উপহার হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে মুখলেসুর রহমান ও জামশেদ আলম কে দুটি ঘর উপহার প্রদান করা হয়। এসময় তিনি আরও বলেন বঙ্গবন্ধু সেটেলাইটের সৌজন্যে এ উপহার প্রত্যেক বছর অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর প্রতীক আব্দুল ওহাব, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী,

মুক্তিযুদ্ধা আবদুস সাত্তার মোল্লা, সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডার নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নোয়াব মিয়া, শামসুল আলম মালু, সাদেক মিয়া মেম্বার, আবু সাইদ, কামাল হোসেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইলিয়াস ভূঁইয়া, মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ জামশেদ আলীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

ইটের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে প্রতিটি ডাইরেক্টর তাদের নিজ এলাকায় হত দরিদ্রের মাঝে ঘর উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এরই উপহার হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে মুখলেসুর রহমান ও জামশেদ আলম কে দুটি ঘর উপহার প্রদান করা হয়। এসময় তিনি আরও বলেন বঙ্গবন্ধু সেটেলাইটের সৌজন্যে এ উপহার প্রত্যেক বছর অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর প্রতীক আব্দুল ওহাব, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী,

মুক্তিযুদ্ধা আবদুস সাত্তার মোল্লা, সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডার নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নোয়াব মিয়া, শামসুল আলম মালু, সাদেক মিয়া মেম্বার, আবু সাইদ, কামাল হোসেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইলিয়াস ভূঁইয়া, মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ জামশেদ আলীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফুলক্রুগের গোলে ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে দিল বরুশিয়া ডর্টমুন্ড

ফুলক্রুগের গোলে ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে দিল বরুশিয়া ডর্টমুন্ড

জোড়া গোলে নাসেরকে ফাইনালে তুললেন রোনালদো

জোড়া গোলে নাসেরকে ফাইনালে তুললেন রোনালদো

ফেরার আগে মুস্তাফিজের 'মেডেন'ও জেতাতে পারলনা চেন্নাইকে

ফেরার আগে মুস্তাফিজের 'মেডেন'ও জেতাতে পারলনা চেন্নাইকে

কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার

আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার

কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

মানবপাচার-অবৈধভাবে মরদেহ দাফন, সবকিছু বিবেচনায় নেবে ডিবি

মানবপাচার-অবৈধভাবে মরদেহ দাফন, সবকিছু বিবেচনায় নেবে ডিবি

হারাম রিজিক খেয়ে ইবাদত কবুল হবেনা-পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা আব্দুল হাই নদবী

হারাম রিজিক খেয়ে ইবাদত কবুল হবেনা-পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা আব্দুল হাই নদবী

মোদির ভারতে এবার মসজিদের ভেতরে ইমামকে পিটিয়ে হত্যা, ক্ষোভ সর্বত্র

মোদির ভারতে এবার মসজিদের ভেতরে ইমামকে পিটিয়ে হত্যা, ক্ষোভ সর্বত্র

ফরিদপুরের শ্রমিক হত্যার দায় প্রশাসনকেই নিতে হবে : প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ

ফরিদপুরের শ্রমিক হত্যার দায় প্রশাসনকেই নিতে হবে : প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ

শিক্ষকরাই আগামী দিনের স্মার্ট নাগরিক গড়ার কারিগর : শিল্পমন্ত্রী

শিক্ষকরাই আগামী দিনের স্মার্ট নাগরিক গড়ার কারিগর : শিল্পমন্ত্রী

৫ মে হেফাজতের জাতীয় শিক্ষা সেমিনার, সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫ মে হেফাজতের জাতীয় শিক্ষা সেমিনার, সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইরানি নারীদের অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়

ইরানি নারীদের অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়

বঞ্চিত মেহনতী-শ্রমিক জনতাই ফ্যাসিবাদী এই সরকারের পতন ঘটাবে- এবি পার্টির আলোচনা সভায় বক্তারা

বঞ্চিত মেহনতী-শ্রমিক জনতাই ফ্যাসিবাদী এই সরকারের পতন ঘটাবে- এবি পার্টির আলোচনা সভায় বক্তারা

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬

টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬

চলমান আন্দোলন বিএনপির একার সংগ্রাম নয়, সকলের : মির্জা ফখরুল

চলমান আন্দোলন বিএনপির একার সংগ্রাম নয়, সকলের : মির্জা ফখরুল

হাসপাতালে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

হাসপাতালে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

রাজশাহীর মোহনপুরে সড়ক দূর্ঘটনায় বাইক আরোহী নিহত

রাজশাহীর মোহনপুরে সড়ক দূর্ঘটনায় বাইক আরোহী নিহত

ধান উৎপাদনে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : পরিবেশমন্ত্রী

ধান উৎপাদনে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : পরিবেশমন্ত্রী