সিলেট-সুনামগঞ্জে বন্যার অবনতি, উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছেই

Daily Inqilab শফিউল আলম

১৭ জুন ২০২৪, ০৬:৪৮ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৪, ০৬:৪৮ পিএম



সিলেট ও সুনামগঞ্জ জেলায় চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। তাছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাও বন্যার মুখে। অন্যদিকে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলাসহ বিভিন্ন নদ-নদীর পানি ক্রমেই বাড়ছে। উত্তর জনপদেও আকস্মিক বন্যার পদধ্বনি দেখা দিয়েছে। দেশের প্রধান নদ-নদীসমূহের উৎসস্থলে উত্তর-পূর্ব ভারতে অতি বর্ষণের কারণে উজান থেকে নেমে আসছে ঢল-বান। তাছাড়া দেশের অভ্যন্তরে বিশেষত উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে অতি বৃষ্টির ফলে এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
পবিত্র ঈদুল আজহার এই সময়ে বন্যা কবলিত ও বন্যার মুখোমুখি এলাকাসমূহের মানুষের নানামুখী দুর্ভোগ, উদ্বেগ তৈরি হয়েছে। আজ সোমবার বিকাল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে সিলেট বিভাগের প্রধান নদ-নদীসমূহের পানি ক্রমাগত বৃদ্ধির দিকেই ছিল। সিলেট অঞ্চলে ৩টি নদী ৪টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদী দু’টি পয়েন্টে, কুশিয়ারা এবং সারিগোয়াইন নদী একটি পয়েন্টে বিপদসীমার ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে।
সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে এবং সুনামগঞ্জে পানি আরও বেড়ে গিয়ে বিপদসীমার ২০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিগোয়াইন নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপদসীমার ১৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে এবং মারকুলি পয়েন্টে বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জ জেলার নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটছে। মৌলভীবাজার জেলাও বন্যার মুখোমুখি রয়েছে।
অন্যদিকে উত্তরাঞ্চলের অন্যতম প্রধান নদী তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিস্তার উজানে উত্তর-পূর্ব ভারতের সিকিম রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ভারতের উজান থেকে ধেয়ে আসছে ঢল-বানের পানি। আজ বিকাল পর্যন্ত তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বৃদ্ধির দিকেই ছিল। এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদের পানিও বৃদ্ধি পাচ্ছে। আজ বিকাল পর্যন্ত তিস্তা নদীর পানি আরো বৃদ্ধি পেয়ে ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার যথাক্রমে ৪৭ ও ৪৪ সে.মি. নিচে কাছাকাছি অবস্থানে রয়েছে। তাছাড়া বাড়ছে ধরলা ও দুধকুমার নদীর পানি।
পানি উন্নয়ন রোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের নদ-নদীর প্রবাহ পরিস্থিতি ও পূর্বাভাস বুলেটিনে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আজ জানান, ব্রহ্মপুত্র ও যমুনা নদের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বৈশি^ক আবহাওয়া সংস্থাসূহের তথ্যানুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল (বিশেষত সিলেট অঞ্চল) ও এর কাছাকাছি উজানে এবং আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় উত্তরাঞ্চল ও এর সংলগ্ন উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ^রী, যাদুকাটা, ঝালুখালী, মনু, খোয়াই নদীসমূহের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কতিপয় স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ জেলার কতিপয় স্থানে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে চলমান বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। মৌলভীবাজার জেলার কতিপয় নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। কতিপয় স্থানে বিপদসীমা অতিক্রম করে সংলগ্ন নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
নদ-নদীর প্রবাহ পরিস্থিতি সম্পর্কে পাউবো জানায়, পাউবো’র পর্যবেক্ষণাধীন ১১০টি স্টেশনের মধ্যে ৬৭টিতে পানি বৃদ্ধি পায়, ৩২টিতে হ্রাস এবং ২টিতে পানি অপরিবর্তিত রয়েছে। বন্যা কবলিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলা।
আজ সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পাউবো উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করেছে সুনামগঞ্জে ৩৬৫ মিলিমিটার, সিলেটে ২৮৫ মি.মি., জাফলংয়ে ২৫২ মি.মি., সুনামগঞ্জের লরেলগড়ে ২২৮ মি.মি., সিলেটের লাটুতে ১৭৫ মি.মি., দখিনাবাগে ১৬২ মি.মি., কানাইঘাটে ১৩৭ মি.মি., শেওলায় ১৩৪ মি.মি., জকিগঞ্জে ১৩৩ মি.মি., লালাখালে ৭৮ মি.মি.।
ওই একই সময়ে উজানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১২৬ মি.মি., পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ১২৭ মি.মি., কোচবিহারে ৯২ মি.মি., আসামের গোয়াহাটিতে ৭০ মি.মি.।
পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে পূর্বাভাসে জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলা ইতোমধ্যে বন্যা কবলিত হওয়ার পাশাপাশি মৌলভীবাজার জেলাও বন্যার ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে রংপুর বিভাগ তথা দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদী সংলগ্ন চারটি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম আকস্মিক বন্যা কবলিত হতে পারে। মেঘাললের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হলে সিলেট ও সুনামগঞ্জ জেলা দ্রুত বন্যা কবলিত হয়। সেখানে ভারী বর্ষণ হচ্ছে। আগামী ৫ দিনের মধ্যে চেরাপুঞ্জিতে গড়ে একশ’ থেকে দুইশ’ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সাথে অভ্যন্তরে আগামী ৫ দিনে সিলেট ও এর সংলগ্ন এলাকায় ৩শ’ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানা গেছে।
গত ১২ জুন থেকে থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে অতি ভারী বর্ষণ হচ্ছে। এর ফলে উত্তর সিকিমের অনেক জায়গায় ভূমিধস এবং তাতে প্রাণহানি হয়েছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। যেহেতু ভারতের সিকিম তিস্তা নদীর অববাহিকার উজানের অংশ, সেখানে ভারী বর্ষণ হলে তার প্রভাব সরাসরি তিস্তা নদীতে পড়ে। তিস্তা নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় বেড়ে গেলে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর নি¤œাঞ্চল বন্যায় প্লাবিত হয়।
অন্যদিকে আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার পর্যন্ত ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের উজানের অতি বৃষ্টির সঙ্গে অভ্যন্তরীণ মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের নি¤œাঞ্চল বন্যা কবলিত হয়েছে। দেশের উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ১০ দিনের পূর্বাভাসে জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদের পানির সমতল আগামী ১০ দিনে অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলতি জুন মাসের শেষ সপ্তাহের দিকে বিপদসীমা অতিক্রম করতে পারে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মুক্ত জীবনে জুলিয়ান অ্যাসাঞ্জ, ফিরেছেন তার জন্মভূমি অস্ট্রেলিয়ায়

মুক্ত জীবনে জুলিয়ান অ্যাসাঞ্জ, ফিরেছেন তার জন্মভূমি অস্ট্রেলিয়ায়

বৃষ্টি কমছে, কমছে নদ-নদীর পানি দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি, সিলেটে বিভিন্ন খাতে ক্ষতির পরিমাণ আপাতত ৮ শত কোটি!

বৃষ্টি কমছে, কমছে নদ-নদীর পানি দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি, সিলেটে বিভিন্ন খাতে ক্ষতির পরিমাণ আপাতত ৮ শত কোটি!

ভারতকে করিডোর দিয়ে শেখ হাসিনা খাল কেটে কুমির এনেছেন: রিজভী

ভারতকে করিডোর দিয়ে শেখ হাসিনা খাল কেটে কুমির এনেছেন: রিজভী

মহাসড়ক বিভাগের সচিব হিসেবে আরও এক বছর থাকছেন আমিন উল্লাহ নুরী

মহাসড়ক বিভাগের সচিব হিসেবে আরও এক বছর থাকছেন আমিন উল্লাহ নুরী

যুক্তরাষ্ট্রকে কি শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সমালোচনা করার মূল্য দিতে হচ্ছে : প্রশ্ন দ্য ডিপ্লোম্যাট

যুক্তরাষ্ট্রকে কি শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সমালোচনা করার মূল্য দিতে হচ্ছে : প্রশ্ন দ্য ডিপ্লোম্যাট

দু’পক্ষের মারামারির পর মাদ্রাসায় আগুন, নারীসহ আহত ৭

দু’পক্ষের মারামারির পর মাদ্রাসায় আগুন, নারীসহ আহত ৭

আইএসডি’র উদ্যোগে কার্নেগি মেলন রোবোটিক্স সামার ক্যাম্প আয়োজিত

আইএসডি’র উদ্যোগে কার্নেগি মেলন রোবোটিক্স সামার ক্যাম্প আয়োজিত

পরিকল্পনার অভাবে ইউরোপের শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ সংবাদ সম্মেলনে রাবিড নেতৃবৃন্দ

পরিকল্পনার অভাবে ইউরোপের শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ সংবাদ সম্মেলনে রাবিড নেতৃবৃন্দ

বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতি ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে : পরিবেশমন্ত্রী

বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতি ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে : পরিবেশমন্ত্রী

মোদি সরকারকে চ্যালেঞ্জ জানানোর প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

মোদি সরকারকে চ্যালেঞ্জ জানানোর প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

ভারতের সাথে রেল করিডোর চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে কুঠারাঘাত : গণঅধিকার পরিষদ

ভারতের সাথে রেল করিডোর চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে কুঠারাঘাত : গণঅধিকার পরিষদ

আরিফুল ইসলাম জেনেভায় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি

আরিফুল ইসলাম জেনেভায় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি

পাকিস্তানে গণতন্ত্রকে সমর্থন করার প্রস্তাব পাস মার্কিন সংসদে

পাকিস্তানে গণতন্ত্রকে সমর্থন করার প্রস্তাব পাস মার্কিন সংসদে

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, মাঝ-আকাশেই বিস্ফোরিত

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, মাঝ-আকাশেই বিস্ফোরিত

‘পাকিস্তানে সন্ত্রাসীদের অর্থ দিচ্ছে ভারত’

‘পাকিস্তানে সন্ত্রাসীদের অর্থ দিচ্ছে ভারত’

বুড়িগঙ্গা নদীতে ১৫৬ ড্রাম ভর্তি পেট্রোল-ডিজেল বহনকারি ট্রলারে বিস্ফোরণ, তিন শ্রমিক নিখোঁজ

বুড়িগঙ্গা নদীতে ১৫৬ ড্রাম ভর্তি পেট্রোল-ডিজেল বহনকারি ট্রলারে বিস্ফোরণ, তিন শ্রমিক নিখোঁজ

আইনের শাসন পাওয়া প্রত্যেক জনগণের অধিকার বগুড়ায় ন্যায় কুঞ্জ উদ্বোধনকালে বললেন- প্রধান বিচারপতি

আইনের শাসন পাওয়া প্রত্যেক জনগণের অধিকার বগুড়ায় ন্যায় কুঞ্জ উদ্বোধনকালে বললেন- প্রধান বিচারপতি

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ডিস্টিলারি থেকে ১৩ হাজার লিটার ডি এস (ডিনেচার্ড স্প্রিট) উধাও, তদন্ত কমিটি গঠন

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ডিস্টিলারি থেকে ১৩ হাজার লিটার ডি এস (ডিনেচার্ড স্প্রিট) উধাও, তদন্ত কমিটি গঠন

চলতি সপ্তাহেই নিলামে উঠছে ডায়নার আইকনিক নীল গাউন, হ্যান্ডব্যাগ, জুতো

চলতি সপ্তাহেই নিলামে উঠছে ডায়নার আইকনিক নীল গাউন, হ্যান্ডব্যাগ, জুতো

দুমকী জনতা কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত-৫

দুমকী জনতা কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত-৫