ধীর গতিতে নামছে বন্যার পানি, আবারও বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা সিলেট জুড়ে
২৮ জুন ২০২৪, ০৬:৪৯ পিএম | আপডেট: ২৮ জুন ২০২৪, ০৬:৪৯ পিএম

সিলেটে ধীর গতিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির এখনো নিমজ্জিত কিছু এলাকা। তাছাড়া কুশিয়ারা নদীর একটি পয়েন্টে পানি বিপদসীমার ওপরে অবস্থান করছে। এ অবস্থায় ফের সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে আবারও বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বন্যা পরিস্থিতির অবনতি হলে তা মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা প্রদান করেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
আজ সকাল থেকেই সিলেটের আকাশ মেঘলা হয়ে আছে। বিকেল থেকে বিভিন্ন উপজেলায় আবার বৃষ্টি শুরু হয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ অল্প ছিল। বিশেষ করে জেলার দক্ষিণ তীরবর্তী জনপদগুলোতে পানি বেড়েই চলেছে। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেন্চুগন্জ এলাকায় এখনো বেশিরভাগ পানিতে তলিয়ে গেছে। একটু পানি নামতে না নামতেই আবার বৃষ্টিপাত এ জনপদের বাসিন্দাদের বিপদ সংকুল করে তুলেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলাসহ কিছু এলাকা এখনও প্লাবিত। এ অবস্থায় নতুন করে বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির ফের অবনতি হওয়ার আশঙ্কা করছেন তারা।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় ৩২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিনি জানান, আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সিলেটে ভারি থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস থাকলেও হালকা বৃষ্টিপাত হয়েছে সিলেটে বিভিন্ন স্থানে।
এদিকে ভারতের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায়বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪২ মিলিমিটার ।
সিলেটের পাউবোর নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, আজ শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া জেলার সব কটি নদ-নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে ও ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হলে আবারও বন্যা পরিস্থিতি আবারও অবনতি হতে পারে।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আলাপকালে জানান, ভারি বর্ষণের পূর্বাভাস পেয়ে সিলেটের প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তাছাড়া বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রতিটি উপজেলায় ডেডিকেটেড কর্মকর্তা ও ইউনিয়নে একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

শেখপাড়ায় লোডশেডিং

ভারতের পানি আগ্রাসন ও ফারাক্কা লং মার্চ

ফ্রোজেন সোল্ডার কি? কেন হয় এবং প্রতিকার কি?

ফ্যাসিজমের ধারক ও বাহক শিল্পীরা কী জবাব দেবেন

কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত

দাবি আদায়ের নামে ঘেরাও-অবরোধের প্রবণতা অগ্রহণযোগ্য

কবিতা

পর্ণির বিড়াল

সমকালীন রাজনৈতিক বাস্তবতার অসামান্য শিল্পস্মারক

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত

ইউক্যালিপটাস ও আকাশমনি রোপণ-উত্তোলন-বিক্রয়ে নিষেধাজ্ঞা

৩৩ খাল রক্ষণাবেক্ষণ-সবুজায়নে কাজ করবে ডিএনসিসি নির্ধারিত স্বেচ্ছাসেবকরা

দেশে-বিদেশে কনসার্ট নিয়ে ব্যস্ত ন্যানসি

নিষিদ্ধ দলের নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

অ্যাম্বার হার্ডের যমজ সন্তানের বাবা কে?

জিয়া উদ্দিন আলমের নতুন নাটক ‘বন্দি’

শাড়ির মডেল হলেন নাদিয়া

আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে : মির্জা আব্বাস

প্রকাশিত হচ্ছে নেমেসিসের নতুন অ্যালবাম ভিআইপি

ছাগলনাইয়া পৌর শহরে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান