অভাবের যন্ত্রণা সহ্য না করতে পেরে আত্মহত্যা, নেট-দুনিয়ায় আলোড়ন
২৯ জুন ২০২৪, ০২:২৭ পিএম | আপডেট: ২৯ জুন ২০২৪, ০২:২৭ পিএম

ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে এবং সন্তানের মুখে খাবার তুলে না পারার ব্যর্থতায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন (৪৩) খোকন মণ্ডল নামে এক যুবক। সম্প্রতি বরিশালে এ ঘটনা ঘটে।
জানা যায়, তার বাড়ির তিন দিন ধরে চুলায় জ্বলেনই কোনো আগুন। অভাব অনটনের সংসারে ঘরে ছিল না কোনো খাবার। একদিকে পরিবারের দারিদ্রতা ও অন্যদিকে নিজের অসুস্থতা অভাবের কারণে আদরের মেয়েকে পরের বাড়িতে কাজ করতে দেন তিনি। স্থানীয় দোকানের বাকি না দিতে পারা ও আদরের সন্তান পরের বাড়িতে কাজ করতে পাঠানো নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এসব হতাশায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানান তার স্ত্রী ও মেয়ে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ ২৫ বছর ধরে স্ত্রী ও দুই মেয়ে নিয়ে বরিশালের কাউনিয়ায় ভাড়া বাসায় থাকতেন খোকন মন্ডল। করতেন কাঠমিস্ত্রির কাজ। কাঠমিস্ত্রি হিসেবে বেশ সুনামও রয়েছে তার। কিন্তু বছর খানেক আগে শরীরে রক্তশূন্যতা দেখা দিলে কাজ করতে অক্ষম হয়ে পড়ে খোকন মণ্ডল। আগে থেকেই টানাটানি সংসার, আর মরার ওপর খাড়ার গাঁ হয়ে দাঁড়ায় তার অসুস্থতা। বেশ কিছুদিন ধরেই তিনি কাজে যেতে পারছিলেন না। স্থানীয়রা অনেক সময় তাকে চাল-ডাল দিয়ে সহযোগিতা করেছেন। তবে তা পর্যাপ্ত ছিল না। এ নিয়ে বেশ হতাশায় তিনি আত্মহত্যা করে বলে জানান স্থানীয়রা।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল সমালোচনা। অনেকই ধনী, আবার কেউ সরকারের কঠিন সমালোচনা করেছেন।
মোহাম্মদ সালাউদ্দিন জসিম নামে একজন ফেসবুকে লিখেছেন, খোদার গজব পড়ুক কোটিপতিদের ওপর। যারা প্রতিবেশীদের খোঁজ রাখে না। অবশ্য, আমি-আপনিও আল্লাহর কাছে এ বিষয় নিয়ে জবাব দিতে হবে। তিন চারবেলা আমরা পেটপুরে খাই, আর এদিকে প্রতিবেশী না খেয়ে মরে। এর চেয়ে জঘন্য কাজ আর কি হতে পারে।
আফরিন আমির নামে একজন লিখেছেন, সিঙ্গাপুরের মানুষ না খেয়ে মরে এই প্রথম শুনলাম। সুমন মণ্ডল নামে একজন লিখেছেন, এটা বাংলাদেশের উন্নয়ন। আলোর কেজি ৬০ টাকা, কাঁকরোলের কেজি ৮০ টাকা এগুলো দেশের উন্নয়ন। আর পারছে না এসব সহ্য করতে মানুষ।
মনি আকতার নামে একজন লিখেছেন, দেশের দরিদ্র নাকি শেষ হয়ে গেছে। সরকারের লোকেরা বলে এ দেশে নাকি কোনো গরীব নেই। তাহলে এরা কারা। সব কিছুতে এত দাম, যে টাকা বেতন পায় তা দিয়ে ঠিকমতো খাইতে পারি না। তার ভেতর বাচ্চাদের লেখাপড়া তো আছেই। সবকিছুতে এত দাম বাড়াইছে সরকার যা বলে বুঝানো যাবে না। বাবারা বলতে পারে না এসব, এমনভাবে লুকিয়ে দুনিয়া ছেড়ে তারা চলে যায়। এর দায় কি রাষ্ট্র নিবে না।
ইসমাঈল ফেনী নামে একজন লিখেছেন, এখন কেউ ভাতের জন্য মরে না। অভাবে আত্মহত্যা করে প্রমাণ করলেন খোকন মণ্ডল। মানুষ কতটা বিপদের মধ্যেই আছে এটাই তার প্রমাণ।
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নামে একজন লিখেছেন, যে দেশে খাদ্যের জন্য মানুষ আত্মহত্যা করে, সে দেশের অবস্থান কোনো নেতার কাছে থেকে শোনার প্রয়োজন হয় না। বাস্তবেই মানুষ অনেক সমস্যায় আছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

ব্যাংককে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে ধসে নিহত ৫

কুরস্ক মুক্ত করছে রাশিয়া

সংসদে যান সেখানেই হবে মূল সংস্কার : নাহিদকে ফারুক

ইতিমধ্যে বাজারে ছেড়েছে ৪০ লাখ টাকা

ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশ কমেছে ২৫ ভাগ

আইন শৃঙ্খলার উন্নতিতে আরো কঠোর হতে হবে খেলাফত মজলিস

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবিতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

ধর্মীয় ও নৈতিক শিক্ষাই সমাজকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে

গণমিছিল স্থগিত করেছে বামপন্থী সংগঠনগুলো

‘রমজান আসে কুপ্রবৃত্তিকে দমন করে মানুষকে পরিশীলিত করতে’

বন্দরে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় বিএনপি নেতার গাড়ি চালক গ্রেফতার

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

দুই সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ইবি ছাত্রদলের গণইফতার

গাবতলীর কাগইল ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে মোরশেদ মিল্টন

আইনের শাসন বিশ্বাস করি বলেই আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করতে পেরেছি

সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

পাকিস্তানে কেন হামলা চালাচ্ছে বালোচ লিবারেশন আর্মি?

বরিশালে ১৪ লাখ শিশুকে সাফল্যজনক ভাবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হল

সংবিধান সংস্কার করতে হবে গণপরিষদের মাধ্যমে: নাহিদ