টাঙ্গাইলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মারুফের পরিবারকে অনুদান অনুষ্ঠানে এক ইউপি চেয়ারম্যানকে বক্তব্য দেয়ার অভিযোগে বিক্ষোভ ও ইউএনও'র শাস্তি চেয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে অবস্থান করে বিক্ষোভ করে। এসময় আন্দোলনের মুখে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মারুফের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের আয়োজন করা হয়। আয়োজিত ওই অনুষ্ঠানে নিহত মারুফ হত্যা মামলার আসামী সদর উপজেলার করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান মজনু অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। অনুষ্ঠান চলার এক পর্যায়ে চেয়ারম্যান খালেকুজ্জামান মজনু বক্তব্য দেয়। বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসলে অনুষ্ঠান প্রত্যাহার করে তারা। এসময় তারা ইউএনও’র পদত্যাগের দাবি জানান। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিযে জড়ো হয়ে অবস্থান নিয়ে ইউএনও’র পদত্যাগের দাবিতে আন্দোলন করেন। পরে জেলা প্রশাসক তাৎক্ষনিক বিভাগীয় কমিশনার বিষয়টি অবগত করেন। তার কিছুক্ষণ পরেই ইউএনও’র প্রত্যাহারের আদেশ আসে। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী উপস্থিত হয়ে সকলের সামনে দু:খ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।
এরপর শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহীদ মার্চ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পৌর উদ্যানে গিয়ে শেষ করে। এসময় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, আলামিন ও ফাতেমা রহমান বিথি প্রমূখ।
এদিকে ঐতিহাসিক শহীদি মার্চ উপলক্ষে টাঙ্গাইলের ভুঞাপুর ও ধনবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্ররা মিছিল ও সমাবেশ করেছে। দুপুরে ধনবাড়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বের হয়ে ঢাকা জামালপুর সড়কে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ধানবাড়ী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে গিয়ে মিছিলটি সমাপ্ত করে।
এসময় বক্তব্য প্রদান করে, উপজেলা সমন্বয়ক সুমন হাসান, শৈবাতুল ইসলাম আদিত্য, কাকন প্রমুখ।
একই সময় ভুঞাপুরে শহীদি মার্চ উপলক্ষে মিছিল ও নিহতদের স্মরণে দোয়া ও আলোচনাসভা হয়। এতে শিক্ষার্থী প্রতিনিধি তৌহিদুল ইসলাম তন্ময়, অনুপম, সাগর, আসিফ, মোহাইমিনুল প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানান, ওই ইউএনওকে তাৎক্ষনিক প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যশোরে শিক্ষার্থীদের অভিযানে ভেজাল মবিলের গোডাউনের সন্ধান, লাখ টাকা জরিমানা
যশোরে শিক্ষাপ্রতিষ্ঠানের অডিটের বিরুদ্ধে ঘুষগ্রহণের অভিযোগ, টাকা ফেরৎ চেয়ে শিক্ষকদের স্মারকলিপি
ইউএনবি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমানুল্লাহ খানের ইন্তেকাল
পক্ষে বিপক্ষে অভিযোগ : গুরুতর আহত ৫
শিক্ষকের লাশ নিয়ে বিক্ষোভ
আন্দোলনে গুলিবর্ষণকারী নেত্রকোনার বারহাট্টা উপজেলা আ.লীগ সভাপতি খোকন কল্যানপুরে গ্রেফতার
কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালীতে কোস্টগার্ডর অভিযান
যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি মালেকের বাড়িতে হামলার ঘটনায় সিলেটে মামলা
দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ না হতেই কারাগারে প্রেরণ
গেঞ্জির পেছনে নাম দেখে সনাক্ত হয় দগ্ধ কামালের লাশ
দেশের শিক্ষা ব্যবস্থাকে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে ঢেলে সাজাতে হবে
আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করবে বাংলাদেশ
নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর
প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির ১১ সদস্যের
গণঅভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে অস্থিরতা ও দীর্ঘসূত্রিতা কোনটাই কাম্য নয় -এবি পার্টি
গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে : তথ্য উপদেষ্টা
ওরসের নাম ভাঙিয়ে কিছু কুচক্রি মহল দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ও মাজারের পবিত্রতা বিনষ্ট করতে পারে
মাওলানা হাজী ইউছুফের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন
গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হলে পড়াশুনার ব্যাপক মানোন্নয়ন হবে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী