ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

পতনের পরও মাঠে রয়েছে আ’লীগ-- নানা ইস্যুতে ফেসবুকে সক্রিয়

Daily Inqilab ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পিএম

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইতিহাসে স্মরণকালের মহাবিপর্যয় ঘটলেও অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য এখনও সক্রিয় দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে এ উপজেলায় এখনও কোন মামলা না হওয়ায় তাদের মনোভাব রয়েছে চাঙ্গা। আওয়ামী লীগের নেতারা সরকারি বিভিন্ন অফিসে নানা তদবির করতেও দেখা গেছে। প্রতিবিপ্লবের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এমন বিশ্বাসে এখনও অটল নেতাকর্মীরা। সেই বিশ্বাস থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নানা বার্তা ফেসবুকে প্রচার করছেন তারা।

তাছাড়া উপজেলা বিএনপির গ্রুপিংকে কাজে লাগিয়ে দলীয় নানা দ্বন্দ্বসহ বিভিন্ন ইস্যুভিত্তিক ঘটনাকে উসকে দেয়ার লক্ষ্যে ফেসবুকে নিজ ও ভূয়া আইডি দিয়ে তা প্রচার করছে। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের কিছু নেতার সাথে স্থানীয় নেতারা যোগাযোগ করে তৃণমূল পর্যায়ে উসকানিমূলক নানা বার্তা, ভূয়া নিউজ ছড়িয়ে দেয়ার জন্য উৎসাহ জোগাচ্ছে। একই সাথে ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের মাঠপর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয় রয়েছেন বলে একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়।

এদিকে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, ঈশ্বরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উসকানি দিয়ে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে সুফল নিতে চেয়েছিল আওয়ামী লীগ। কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তাদের ফাঁদে পা না দেওয়ায় সেটাতে সুবিধা করতে পারেনি।

সম্প্রতি বিদেশে অবস্থান করা সহযোগী সংগঠনের এক নেতার সাথে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রকাশ পায়। ওই অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, তিনি বাংলাদেশের কাছে আছেন, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারেন। ওই বার্তাটি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর মধ্যে বিরাট উৎসাহ যোগায়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গা ঢাকা দেওয়া অনেক নেতারা প্রকাশ্যে আসেন। এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারের বিপক্ষে নানান বিষোদগার প্রকাশ করে তা প্রচার শুরু করে। এমনকি শেখ হাসিনা যে এখনো প্রধানমন্ত্রী রয়েছে তা প্রচার করে ইস্যু বানাতে চাইছে। এসব অডিও ভিডিও বার্তায় উৎসাহিত হয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ গ্রহণকারী ছাত্রদের ওপর চড়াও হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরফান উদ্দিন জানান, উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ না করতে এক ধরনের থ্রেড দিচ্ছে ছাত্রলীগের নেতারা।

এ বিষষয়ে ছাত্র সমন্বয়ক ইমরান হাসান মিলন বলেন, সাধারণ ছাত্ররা কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন হতে দেবে না। তিনি বলেন, শেখ হাসিনা যে অডিও-ভিডিও বার্তা দিচ্ছেন তা পরিকল্পিত। নির্বাচন সামনে রেখে এর মাধ্যমে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার উপায় বের করছে।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর নানা ইস্যু তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। দীর্ঘদিন শাসন করা আওয়ামী লীগের অধিকাংশই বিশ্বাস করছে- তারা আবার যেকোনো সময় ক্ষমতায় চলে আসবে। এ জন্য তারা নানা উসকানিতে পা রাখছে। কিন্তু আসলে এটা কোনোভাবেই সম্ভব নয়। শেখ হাসিনার দুঃশাসন এ দেশের মানুষ কখনোই ভুলবে না। আওয়ামীলীগ নিজেরাই তাদের প্রত্যাখ্যান করছে। সেটা ভোটের মাধ্যমে তারই প্রমান করেছে। তাদের সাজানো ভোটের নাটকে দলীয় প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করেছে। তার চেয়েও বড় কথা শেখ হাসিনা পালিয়ে গেছে। যে দলের নেত্রী কর্মীদের কথা না ভেবে পালিয়ে যায়, সেই দলের নেতাদের লজ্জা হওয়া উচিত। আমরা আজ দেশ নতুন করে স্বাধীন পেয়েছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ও দেশের মানুষ স্বৈরাচার মুক্ত একটি দেশ পেয়েছে। এই স্বাধীন দেশের মাটিতে এ দেশের মানুষ আর কোনো ষড়যন্ত্র হতে দিবে না।

 

উপজেলা জামায়াতে ইসলামির আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বলেন, আওয়ামী লীগ এখন ডেথ ইস্যু। ক্ষমতায় টিকে থাকার জন্য বিগত তিনটি নির্বাচনে প্রকাশ্যে নৌকায় সীল মেরে নিজ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছে। কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে কোন স্বৈরশাসক ই টিকে থাকতে পারে নাই। আওয়ামী লীগ তার শেষ প্রমাণ। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পলায়নের পর হতাশা গ্রস্থ নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য নবকৌশল ও ষড়যন্ত্রে লিপ্ত। বিপ্লবী জনতাকেও বিপ্লব অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, সম্প্রতি শেখ হাসিনা বললেন, চট করে দেশে ঢুকে পড়বেন। এসব বলে কর্মীদেরকে আর জাগিয়ে রাখা যাবে না।। আর যদি দেশে আবারও অরাজকতা তৈরির চেষ্টা করা হয় এদেশের জনগণ সেটি শক্ত হাতে মোকাবেলা করবে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনিসংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ কে এম হারুন-অর রশিদ বলেন, গত ৪ ও ৫ আগস্ট আমার পৌর বাজারে অবস্থিত পুরাতন গো-হাটায় আমার মার্কেটের ৪৪টি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে ২৬ আগস্ট একটি এজহার দাখিল করি। অদ্যাবধি থানার কোন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি মামলাটিও রেকর্ড হয়নি। আমার মনে হচ্ছে লোকাল প্রশাসন থেকে ন্যায় বিচার আমি পাবো না।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, এখন পর্যন্ত আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক কোন মামলা হয়নি। একটি অভিযোগ পেয়েছি সেটি যাচাই বাচাই করে রেকর্ড করা হবে। ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডার বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে