ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১

কিশোরগঞ্জে তীব্র তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

Daily Inqilab কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম

 

ভাদ্র শেষ চলছে আশ্বিন । তবুও কমছে না তাপমাত্রা। সারা কিশোরগঞ্জ জুড়ে বইছে তীব্র দাবদাহ। আবহাওয়া অফিস বলছে, এ দাবদাহ চলতে পারে আরো বেশ কিছু দিন। সূর্যের প্রখর তাপের জেরে সারা জেলা-জুড়ে বায়ু ও পানি বাহিত রোগের প্রকোপ বেড়েছে।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ও শিশু ওয়ার্ডে গত বৃহস্পতিবার ও রবিবার সরেজমিনে গিয়ে রোগীর প্রচন্ড ভিড় দেখা যায়। চিকিৎসা নিতে আসা রোগী বা স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগই সর্দি-জ্বর, ডায়রিয়া, খিঁচুনি, পেটের সমস্যা, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ত্বকের সমস্যায় আক্রান্ত।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ইনকিলাবকে বলেন, প্রচণ্ড গরমের কারণে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসাসেবার কোনো ত্রুটি নেই। তবে রোগীর চাপ বাড়ছে। ডায়রিয়ার প্রাদুর্ভাব এখনও তেমনভাবে দেখা দেয়নি। জেলায় এখনও ডায়রিয়া নিয়ন্ত্রণেই রয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছে। হাসপাতালগুলোতে কলেরা স্যালাইন, খাবার স্যালাইন ও অন্য প্রয়োজনীয় ওষুধ সামগ্রী পর্যাপ্ত মজুদ রয়েছে।

বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী কিছুটা বেড়েছে। বেশির ভাগ অসুস্থ মানুষ বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা বলছেন, বয়স্ক মানুষ অথবা যারা দীর্ঘদিন ধরে অসুখে ভুগছে, তারাই কেবল হাসপাতালে আসছে চিকিৎসার জন্য।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈমা ও ডা. রাসেল রবিবার দিন ইনকিলাবকে বলেন, এই শিশু ওয়ার্ডে ৫৬ টি বেডের বিপরীতে রোগী ভর্তি হয়েছেন ২০০ ছুঁই ছুঁই। আশঙ্কা করা হচ্ছে, সামনের দিনগুলোতে রোগীর সংখ্যা অনেক বাড়তে পারে। কারণ তাপদাহ দীর্ঘ হলে বায়ু ও পানি বাহিত রোগবালাই স্বাভাবিকভাবেই বেড়ে যায়।

তারা আরো বলেন, তীব্র দাবদাহের এই সময়ে মাথা চক্কর দেওয়া, বিবমিশা বা বমি বমি ভাব, নিস্তেজ হয়ে পড়া, মূর্ছা যাওয়া, বিভ্রান্ত হয়ে পড়া, পেশি সংকুচিত হওয়া, মাথা ব্যথা, প্রচন্ড ঘাম হওয়া, ক্লান্তি এসব সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া তীব্র রোদে হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ছে। এই এখন তীব্র রোদের মধ্যে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া সবচেয়ে ভালো। বিশেষ করে বয়স্ক ও শিশুরা এ সমস্যায় বেশি ভুগে থাকে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছেলের জন্য চিকিৎসা নিতে আসা মূল সতাল এলাকার মুফিদ আল হাসান ইনকিলাবকে জানান, দুই দিন ধরে আমার ছেলের জ্বর ছিল। ওষুধ খেয়েও কমছে না। হাসপাতালে আসার পর কিছু পরীক্ষা করতে দিয়েছে। সঙ্গে কিছু ওষুধ লিখে দিয়েছে। মুফিদ আল হাসান আরো জানান, ‘আমার পাশের বাসার পরিচিত একজনেরও একই অবস্থা।’

বেশি গরমের সময় বাইরে গেলে যেসব সমস্যা হতে পারে তার একটি হচ্ছে হিট স্ট্রোক। বিশেষজ্ঞরা বলেন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইটের কিছু বেশি। এটি ১০৪ ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি হলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এ সমস্যায় তাৎক্ষণিক চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজে কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকগণ ইনকিলাবকে বলেন, প্রচন্ড গরমে মানুষের বিভিন্ন ধরনের অসুখ, সর্দি-কাশি, জ্বর হচ্ছে। এর সঙ্গে হিট স্ট্রোকের ঝুঁকিও যুক্ত হয়েছে। যারা দীর্ঘ সময় রোদে থাকে তাদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। এ ছাড়া বয়স্ক এবং ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন ক্রনিক রোগে আক্রান্তদের ঝুঁকিও খুব কম নয়। প্রচন্ড গরমে পানিশূন্যতা দেখা দিতে পারে। সেদিকে লক্ষ রাখতে হবে। শরীরে পানির পরিমাণ স্বাভাবিক রাখতে লবণ মিশ্রিত পানি, বিশেষ করে স্যালাইন খেলে ভালো হয়। বেশি গরমের সময় ব্যায়াম বা ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে যাওয়াই ভালো। আর যাঁদের কায়িক পরিশ্রম করতেই হয় তাঁরা যেন কিছুক্ষণ পর পর বিশ্রাম নেন। তবে বেশি গরমে বাইরে বের না হওয়াই ভালো। যদি কাজের প্রয়োজনে বাইরে বের হতেই হয়, তাহলে আরামদায়ক কাপড় পরে ও ছাতা নিয়ে বের হতে হবে। এ ছাড়া গরমে শিশু ও বয়স্কদের ব্যাপারে বাড়তি সতর্কতা নিতে হবে।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন ইনকিলাব বলেন, ‘গত কয়েক দিনের গরমে ডায়রিয়া, ঠান্ডা-জ্বর, নিউমোনিয়াসহ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে শিশু রোগীর চাপ বহির্বিভাগে বেড়েছে। বহির্বিভাগে গড়ে এক হাজারের বেশি রোগী চিকিৎসার জন্য আসে। গরমের সময় এ সংখ্যা ধীরে ধীরে বাড়ে।

ডা. হেলাল উদ্দিন আরো বলেন, গরমের এ সময়ে শিশুদের স্বাস্থ্যের নানা জটিলতা দেখা দেয়। দেখা যায় গরমে ঘেমে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। অনেক শিশুর ডায়রিয়া হয়। পানিবাহিত আরো নানা সমস্যা দেখা দেয়। তাই এ সময়ে শিশুর য নেওয়া খুব জরুরী । শিশুদের বাইরে রোদে বের হতে দেওয়া যাবে না। আমাদের মেডিক্যাল টিম সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে।”

ডা. ইফফাত শারমিন পরাগ ইনকিলাবকে বলেন, শিশুদের বেশি করে ফলের শরবত, ডাবের পানি, লেবুর শরবত, স্যালাইন, গ্লকোজ এবং পুষ্টিকর রসালো ফল খাওয়ানোর পরামর্শ দেন। এতে শরীর থেকে ঘামের মাধ্যমে বের হওয়া পানির চাহিদা পূরণ হবে। এ ছাড়া বিশুদ্ধ পানি পান করতে হবে। রাস্তার পাশের অস্বাস্থ্যকর বা পচা-বাসি খাবার খাওয়া যাবে না।

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

যবিপ্রবির ভিসি হিসাবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. আব্দুল মজিদ

যবিপ্রবির ভিসি হিসাবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. আব্দুল মজিদ

অস্কারে যাচ্ছে ইরানের ‘ইন দ্য আর্মস অফ দ্য ট্রি’

অস্কারে যাচ্ছে ইরানের ‘ইন দ্য আর্মস অফ দ্য ট্রি’

চবিতে নিয়োগ পেলেন দুই প্রো ভিসি

চবিতে নিয়োগ পেলেন দুই প্রো ভিসি

নিখোঁজের ৯ ঘন্টা পর ভেসে উঠল জেলের লাশ

নিখোঁজের ৯ ঘন্টা পর ভেসে উঠল জেলের লাশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ভারতকে প্রায় ৩০০ প্রত্নসামগ্রী ফেরত দিল আমেরিকা

ভারতকে প্রায় ৩০০ প্রত্নসামগ্রী ফেরত দিল আমেরিকা

চলতি হিসাবে ১৮ হাজার কোটি টাকা ঘাটতি ৯ ব্যাংকের

চলতি হিসাবে ১৮ হাজার কোটি টাকা ঘাটতি ৯ ব্যাংকের

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বগুড়ার শিশু শিক্ষার্থী রাতুল চলে গেলো না ফেরার দেশে

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বগুড়ার শিশু শিক্ষার্থী রাতুল চলে গেলো না ফেরার দেশে

ইসরাইলি ধ্বংসযজ্ঞের প্রতীক গাজার আল-শিফা হাসপাতাল

ইসরাইলি ধ্বংসযজ্ঞের প্রতীক গাজার আল-শিফা হাসপাতাল

তালতলীতে ব্যাংকের ভিতর থেকে টাকা ছিনতাই

তালতলীতে ব্যাংকের ভিতর থেকে টাকা ছিনতাই

একাডেমিক স্বার্থকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি করবে: চবি উপাচার্য

একাডেমিক স্বার্থকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি করবে: চবি উপাচার্য

চাইল্ড পর্নোগ্রাফি দেখা অপরাধ, যুগান্তকারী রায় ভারতের সুপ্রিম কোর্টের

চাইল্ড পর্নোগ্রাফি দেখা অপরাধ, যুগান্তকারী রায় ভারতের সুপ্রিম কোর্টের

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করার উদ্যোগ নিলো শিক্ষা মন্ত্রণালয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করার উদ্যোগ নিলো শিক্ষা মন্ত্রণালয়

পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

খোঁজ মিলছে না হামাসের বর্তমান শীর্ষ নেতা সিনওয়ারের, তদন্ত চায় ইসরায়েল

খোঁজ মিলছে না হামাসের বর্তমান শীর্ষ নেতা সিনওয়ারের, তদন্ত চায় ইসরায়েল

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

ইসলামী ব্যাংকের এএমডি হিসেবে মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের যোগদান

ইসলামী ব্যাংকের এএমডি হিসেবে মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের যোগদান

ফুটসাল বিশ্বকাপে ফ্রান্সকে হারালো ইরান

ফুটসাল বিশ্বকাপে ফ্রান্সকে হারালো ইরান

হঠাৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড থেকে সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

হঠাৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড থেকে সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক দিচ্ছে শীর্ষ ব্র্যান্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট

দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক দিচ্ছে শীর্ষ ব্র্যান্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট