শেরপুরের বন্যা পরিস্থিতি: উজানের উন্নতি, ৩ জনের প্রাণহানি, পানি বন্দি হাজারো পরিবার!
০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পিএম
শেরপুর সীমান্তাঞ্চলের ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার বন্যা পরিস্থিতির উজানে সামান্য উন্নতি হলেও নিন্মাঞ্চলের বহু এলাকা প্লাবিত হয়েছে। নালিতাবাড়ী উপজেলায় নয়াবিল ইউনিয়নের খালিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী ও অঙ্গাতনামা ২ জনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পানিবন্দি মানুষ গবাদিপশুসহ মানবেতর জীবন যাপন করছেন। পানিবন্দী হয়েছে তিন উপজেলার অন্তত কয়েক হাজার পরিবারের ২০থেকে ৩০ হাজার মানুষ। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী ভোগাই ও চেল্লাখালীসহ তিন উপজেলার পাহাড়ি নদীর বাঁধ ভেঙে ও নদীর পাড় গড়িয়ে পানি উপচে পড়ে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মহারশী, ভোগাই, চেল্লাখালিসহ ভারত থেকে নেমে আসা পাহাড়ি নদীসমূহের পানি বাড়তে শুরু করে। রাতে পানির তোড়ে নিন্মাঞ্চল প্লাবিত হয় এবং বহু হাঁস মুড়গি ও মাছ ভেসে যায়। বিভিন্ন নদীর বাঁধ ভেঙে ও উপচে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করে। নদীগুলোর তীরবর্তী কয়েক হাজার বাসাবাড়িতেও জলাবদ্ধতা দেখা দেয়। এতে ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাতেই নিন্মাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে কাজ শুরু করেছেন প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীগণ। ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) জানিয়েছেন, পানিবন্দী মানুষকে নিরাপদে সরিয়ে আনতে প্রশাসন তৎপরতা চালাচ্ছে। উদ্ধারকাজের জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। প্রশাসনের কাছে পর্যাপ্ত শুকনো খাবারের মজুদ রয়েছে। অপর দিকে ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার কয়েক হাজার পরিবার পানিবন্দী ও রাস্তা ডুবে যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে ধান খেত, ভেসে গেছে বহু মৎস্য খামার ও পুকুরের মাছ, হাঁস মুরগী। পানি উঠে উপজেলা সদরসহ বিভিন্ন হাট- বাজারের ব্যবসা-প্রতিষ্ঠানে। এতে ক্ষতিগ্রস্থ হয় অনেক ব্যবসায়ী। উপজেলা নির্বাহী অফিসারগণ বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তারা বলেন, পানিবন্দী পরিবারের তালিকা করা হচ্ছে। সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। অনেক ঘরবাড়ি, ফসলি জমি, সবজি ক্ষেত, মৎস্য খামার, পুকুর, পোল্ট্রি খামার সহ বিভিন্ন মালামাল পানিতে ডুবে ক্ষতিগ্রস্থ হয়েছে। লোকজন গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন। মৎস্য খামারী ও পুকুর মালিকগণ বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে মৎস্য খামার ও পুকুরে মাছের চাষ করেছিলাম। বন্যায় পুকুর ও খামারের মাছ ভেসে গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তাগণ বলেন, প্রায় সব মৎস্য খামার ও পুকুর পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে মৎস্য চাষিগণ। উপজেলা কৃষি অফিসারগণ বলেন, তিন উপজেলার হাজার হাজার হেক্টর জমির আমন ধান ও শত শত হেক্টর সবজি খেত ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও সবজি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময় যত যাচ্ছে নিন্মাঞ্চলে পানি ততই বৃদ্ধি পাচ্ছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বন্যাকবলিত এলাকায় বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শেরপুর -৩ আসনের অত্যন্ত জনপ্রিয়, তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও শেপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল গতকাল শনিবার দিনব্যাপি ঝিনাইগাতী উপজেলার বন্যাকবলিত এলাকায় নৌকাযোগে গিয়ে দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের পক্ষ থেকে শুকনো খাবারসহ এাণসামগ্রী বিতরণ করেছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশে সা'দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ
দোয়ারাবাজারে ভ্যানের ধাক্কায় শিশু নিহত
গারো পাহাড়ের পানি হাতায় ঘুরতে এসে ভোগা নদীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
সিলেট-তামাবিল চার লেন উন্নতিকরণে অনিয়ম-দূর্নীতির অভিযোগ
১০ বছর আগে উধাও মালয়েশিয়া বিমানের নতুন করে খোঁজ শুরু
৯/১১-র ধাঁচে রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের, বন্ধ বিমানবন্দর
আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান
পাকিস্তানে তল্লাশিচৌকিতে সশস্ত্র হামলা, নিহত ১৬ সেনা
বড়দিনের ধর্মীয় ইতিহাস ও তাৎপর্য
ঝিকরগাছায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫
হিলিতে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ
বদলগাছীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পুঁজিবাজারে অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের দায় আছে: অর্থ উপদেষ্টা
সা'দ অনুসারী কতৃক হত্যা-তান্ডবের বিচার দাবীতে কটিয়াদীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
এক সময় কোরআন ও হাদিসের আলোকে কথা বলা দুরহ ছিল: অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল
নিম্নচাপের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, বৃষ্টি ও শীতে জনজীবনে চরম ভোগান্তি
মিয়ানমারে বিদ্রোহীদের দখলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি