ফুলপুরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্র চালু, এলাকা পরিদর্শনে ইউএনও
০৫ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম
দুই দিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নসহ আশপাশের বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ইতোমধ্যে বৃষ্টি ও ঢলের পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, অনেক ফিশারি এবং কয়েক হাজার একর জমির ফসল। বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি। মানুষের ঘর বাড়িতে ঢলের পানি ঢুকে পড়ায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা। বন্যার সম্ভাবনা বিবেচনায় নিয়ে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র চালু করেছে প্রশাসন। সেই সাথে অতিবৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফুলপুর উপজেলার ক্ষয়ক্ষতির যেকোনো তথ্য গ্রহণ/প্রেরণের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
বন্যার সম্ভাবনা বিবেচনায় নিয়ে আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি ও নদীতে পানির অবস্থা শনিবার বিকালে সরেজমিনে পরিদর্শন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, রেড ক্রিসেন্ট ও ক্লীন সোসাইটি স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টার পর থেকে ফুলপুরেও পানি বাড়ছে। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের আগাম জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, সরকারী বেসরকারী সব সেক্টরসহ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আসন্ন বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিম্ন এলাকার মানুষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও পুনর্বাসনের জন্য নৌকা ও ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। রাজঘাট এলাকায় একটা বেড়িবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হলে স্থানীয়দের সহযোগিতায় উহা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে।যদি কেউ পানিবন্দি হয়ে থাকে তাহলে তাকে সাথে সাথে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে অতিবৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফুলপুর উপজেলার ক্ষয়ক্ষতির যেকোনো তথ্য গ্রহণ/প্রেরণের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে।এছাড়াও প্রায় ৩২টি বিদ্যালয়ের ভবন খালি করে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বয়স্ক, শিশু ও মহিলাদেরকে আগেভাগে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবকসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা আগাম প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান
পাকিস্তানে তল্লাশিচৌকিতে সশস্ত্র হামলা, নিহত ১৬ সেনা
বড়দিনের ধর্মীয় ইতিহাস ও তাৎপর্য
ঝিকরগাছায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫
হিলিতে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ
বদলগাছীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পুঁজিবাজারে অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের দায় আছে: অর্থ উপদেষ্টা
সা'দ অনুসারী কতৃক হত্যা-তান্ডবের বিচার দাবীতে কটিয়াদীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
এক সময় কোরআন ও হাদিসের আলোকে কথা বলা দুরহ ছিল: অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল
নিম্নচাপের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, বৃষ্টি ও শীতে জনজীবনে চরম ভোগান্তি
মিয়ানমারে বিদ্রোহীদের দখলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি
মাহফিল থেকে ফেরার পথে ফুলগাজীতে বাস উল্টে আহত ২১
একমাস ধরে চলছে সড়কের গাছ কর্তন, জানেনা প্রশাসন
যানবাহন চালনার ক্ষেত্রে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে : খুবি উপাচার্য
চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার
কিশোরগঞ্জ হাওরের অলওয়েদার সড়কের সমস্যাগুলো সমাধান করা হবে: ফাওজুল কবির খান
মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
এবিসির প্রতিবেদন: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়