"ছাত্র-জনতার গণবিপ্লবের পর জামায়াতের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে"-মতিউর রহমান আকন্দ
১৪ অক্টোবর ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৫ এএম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের এবং নেতৃত্ব দেবে জামায়াতে ইসলামী। ছাত্র-জনতার গণবিপ্লবের পর জামায়াতের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে, জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম আয়োজিত জামায়াতে ইসলামী জেলা শাখার রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে। ইসলাম বিরোধী শক্তির মোকাবিলা করতে জামায়াতের জনশক্তি বৃদ্ধি করতে হবে। দশ কোটি জনশক্তি তৈরি করতে পারলে আগামী দিনের নির্বাচন হবে জামায়াতে ইসলামীর নির্বাচন। তবেই বাংলার জমিনে বিপ্লব হবে। যারা জামায়াত নেতাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই ট্রাইবুনালেই রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা আমীর আবদুল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হকের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা নায়বে আমীর কামরুল হাসান মিলন, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক জেলা আমীর অধ্যাপক জসিম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি মাহবুব ফরাজী। এসময় জেলা ও মহানগর নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সকল রাজনৈতিক দলের দিক থেকে মুখ ফিরিয়ে জনগণ এখন জামায়াতে ইসলামীর দিকে অগ্রসর হচ্ছেন। আগামী দিনের বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে এমন কোনো দল নেই যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল না। চার দলীয় জোট সরকারের আমলে জামায়াতের দুইজন নেতা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন কিন্তু ওয়ান ইলেভেন ও আ’লীগের আমলের সরকারের দুর্নীতি দমন কমিশন জামায়াত নেতাদের কোনো দুর্নীতি খুঁজে পায়নি। এই কারণেই বাংলাদেশের মানুষ জামায়াতের দিকে আকৃষ্ট হচ্ছেন। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে জামায়াত রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মতিউর রহমান আকন্দ বলেন, সারাবিশ্বের মানুষ এখন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে। ইসলাম নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না। পৃথিবীতে কোনো কট্টর মতবাদ যদি থাকে তাহলে সেটি হলো সেকুলারিজম। ইসলামে এমন দৃষ্টান্ত নেই। ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। যারা জামায়াত নেতাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই ট্রাইবুনালেই রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার করা হবে।
ড.সামিউল হক ফারুকী বলেছেন, জুলাইয়ের ছাত্র জনতার গণ-বিপ্লবে আমাদের প্রকৃত বিজয় হয়নি। এই বিজয় আমাদের বিজয় অর্জনের পথকে প্রশস্ত করেছে। অবাধে দ্বীনের দাওয়াত দেয়ার সুযোগ হয়েছে। দ্বীন কায়েম করতে হলে ঘরে ঘরে জনশক্তি তৈরি করতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, লগি-বইঠার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ তার পথ হারিয়েছে। আমাদের আন্দোলনের টার্গেট আল্লাহর সন্তুষ্টি অর্জন। এখন থেকে রুকনদের পরিকল্পিতভাবে কাজ করার জন্য পরামর্শ দেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদারীপুরে গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে জনজীবন স্থবির
দুমকীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা
দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ
'বরবাদ' সিনেমা শতকোটির গন্ডি পেরিয়ে যাবে! কি বললেন শাকিব?
রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মা ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত
দোয়ারাবাজারে ভারতেীয় সীমান্তে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স
রাজশাহীতে নেসকোর ভৌতিক বিল বন্ধসহ নানারকম হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ
শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
যুবদলের উদ্যোগে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা
এমাজউদ্দীন আহমদের গ্রহণযোগ্যতা ছিল সর্বজনীন
বাংলাদেশে সা'দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ
দোয়ারাবাজারে ভ্যানের ধাক্কায় শিশু নিহত
গারো পাহাড়ের পানি হাতায় ঘুরতে এসে ভোগা নদীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
সিলেট-তামাবিল চার লেন উন্নতিকরণে অনিয়ম-দূর্নীতির অভিযোগ
১০ বছর আগে উধাও মালয়েশিয়া বিমানের নতুন করে খোঁজ শুরু
৯/১১-র ধাঁচে রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের, বন্ধ বিমানবন্দর
আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান
পাকিস্তানে তল্লাশিচৌকিতে সশস্ত্র হামলা, নিহত ১৬ সেনা