দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত-১০ : মোটরসাইকেলে আগুন
১৪ অক্টোবর ২০২৪, ০২:৪২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে কয়েক দফা সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দৌলতপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দৌলতখালী গ্রামের জাহিদ হোসেন ও বিএনপি নেতা জিন্নাত আলী জিন্নাহর সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল ৮টার দিকে দৌলতখালী শওকত মোড়ে দু’গ্রপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজিজত হয়ে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে কাওছার আলী, কামরুল, জিন্নাহ ও জাহিদ হোসেন সহ উভয়পক্ষের অন্তত ৭জন আহত হয়। এ ঘটনার জের ধরে দৌলতখালী গোডাউন বাজারে নিজ চেম্বারে কর্মরত অবস্থায় পল্লী চিকিৎসক মন্টু ডাক্তারের ওপর হামলা চালায় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেনের লোকজন। এসময় তাকে ধারাল ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। হামলার ঘটনার কিছুক্ষণপর সকাল ১০টার দিকে দৌলতখালী গোডাউন-বাজার এলাকার আজমত আলী সর্দার ও তার ছেলে সাগর হোসেন মোটরসাইকেল যোগে দৌলতখালী সর্দারপাড়ায় যাওয়ার পথে দৌলতখালী মাদ্রাসা মোড়ে তাদের ওপর হামলা চালায় জিন্নাত আলী জিন্নার লোকজন। হামলাকারীরা আজমত সর্দার ও তার ছেলে সাগরকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জালিয়ে দেয়। গুরুতর আহত আজমত সর্দার (৫৫) ও তার ছেলে সাগর হোসেন (২৫) এবং পল্লী চিকিৎসক মন্টু ডাক্তার (৫২) কে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার পর দৌলতখালী গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দৌলতখালী গ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দৌলতপুতখালী পূর্বপাড়া গ্রামের মসজিদ ও কবরস্থানের কমিটি বাতিল এবং টাকা রাখা নিয়ে স্থানীয় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিএনপি দু’গ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

যে কারণে স্টারলিংক বাংলাদেশে গেম চেঞ্জার হতে যাচ্ছে

সন্তান জন্মের ১ ঘন্টা পর পুলিশ সদস্যের দাফন

মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু

মার্কিন উপ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধির ফোনালাপ

সুপেয় পানির সংকট দূরীকরণে নোয়াখালীতে পদযাত্রা

শতাধিক ভ্যান ও মোটরসাইকেল নিয়ে গণসংযোগে মাহিন সরকার

রাজধানীতে ধর্ষণের হুমকির প্রতিবাদ করায় ভাই-বন্ধুসহ তরুণীকে মারধর

ছাত্রলীগের মিছিলের পর সিলেটের সাবেক মেয়রের বাসায় হামলা-ভাঙচুর

গাজায় নিহত আরও প্রায় ৮০, জাতিসংঘের ক্লিনিকে হামলায় নারী ও শিশুসহ নিহত ২২

বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র

নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬

শেখ হাসিনাকে ভারতে তার মাতৃভূমিতে পাঠিয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান--- বরকত উল্যা বুলু

কিশোরগঞ্জে শহরে বাসার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

দুই পারসেন্ট লোক নাই; পায়ের ওপর পা তুলে কথা বলে; ইউএন, ডিসি চলে তার কথায় কেন?- ফজলুর রহমান

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সা

এভারটনকে হারিয়ে লীগ শিরোপা জয়ের আরও কাছে লিভারপুল

লেস্টারকে হারিয়ে জয়ের ধারায় ফিরল সিটি