বায়তুশ শরফ দরবার একটি শিরক ও বেদায়াতমুক্ত দরবার-তরিকায়ে কাদেরিয়ার মাধ্যমে বায়তুশ শরফ জাতি গঠনে ভূমিকা রাখছে
১৫ অক্টোবর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১২:০৬ এএম

রাহবরে বায়তুশ শরফ আল্লামা শাইক মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, বায়তুশ শরফ দরবার একটি শিরক ও বেদায়াতমুক্ত দরবার। রসুল সঃ এর অনুসরণ ও বড়পীর আবদুল কাদের জিলানী রাহ. এর তরিকায় আদব-কায়দা ও মানব সেবার শিক্ষা দিয়ে বায়তুশ শরফ সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখছে।
তিনি বলেন, রসুল সাল্লাহু আলাইহি ওসাল্লাম হলেন শেষ নবী এবং হাবিবুল্লাহ। নবীজীর জীবনী হাজার বছর ধরে লেখা হবে। নবীজীর জীবনীই সর্বকালের সকলের জন্য অনুসরণীয় আদর্শ। হযরত আবদুল কাদের জিলানী রাহ. ছিলেন নবীজীর বংশধর এবং নবীজীর আদর্শ অনুসারী। সুশিক্ষা, মানব সেবা, এবং মানবতার সঠিক পথ প্রদর্শনের সকল দিক ও বিভাগে তাঁর নির্দেশনা বিদ্যমান।
তরিকতের চার তরিকার মধ্যে তরিকায়ে কাদেরিয়া তরিকায়ে আলিয়া বা উঁচু তরিকা। ইমাম আবু হানিফা রাহ. ও ইমাম ইবনে তাইমিয়ার মত বড় বড় ইমামরা কাদেরিয়া তরিকার অনুসারী ছিলেন।
ফাতেহা এ ইয়াজদাহুম উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে আয়োজিত দুই দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলে পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা শাইখ মুহাম্মদ আবদুল হাই নদভী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, তরিকতের মুল শিক্ষা হল আদব কায়দা ও ভদ্রতা শিক্ষা দিয়ে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা। বায়তুশ শরফে মানব সেবার পাশাপাশি তরিকত চর্চার মাধ্যমে একজন মানুষকে
সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে।
তিনি আরো বলেন, রাসূলে করীম (সাঃ) এর সুন্নাহ ও আদর্শ অনুসরণ আমাদের একান্ত কর্তব্য। তাঁর প্রতি ভালোবাসা ও মহব্বত প্রদর্শন কেবল তার অনুসরণের মধ্য দিয়ে সম্ভব। আমরা এখন নতুন বাংলাদেশে স্বাধীনভাবে নিশ্বাস নিতে পারছি। এখন প্রিয় নবীর আদর্শের আলোকে নতুন ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব।
আমাদের পীর মুরশিদের মহান অবদান এ মহান সুন্নাহর আলোকে শিক্ষা, দীক্ষা ও মানব সেবার ব্যাপক খেদমত আনজাম প্রদান। তার অংশ হিসেবে কক্সবাজার বায়তুশ শরফে মাদরাসা, মসজিদ, হেফজখানা এতিমখানার পাশাপাশি সুবিশাল শাহ জব্বারিয়া একাডেমী ও কলেজ এবং চক্ষু হাসপাতাল সহ মানব সেবার সুবিশাল কর্মসূচী রয়েছে। সারা দেশে সাত শতাধিক বায়তুশ শরফ পরিচালিত প্রতিষ্ঠানে
অভিন্ন কর্মসূচী বাস্তবায়িত হয়ে থাকে।
মাহফিলে জিকরুল্লাহ, শেষ রাতে আল্লাহর দরবারে ধরনা দেয়াসহ বায়তুশ শরফের বহুমুখী কর্মকাণ্ড সম্পৃক্ত হবার জন্য তিনি উপস্থিত
সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব এম এম সিরাজুল ইসলাম এর ব্যবস্থাপনায় আয়োজিত এ মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দ্বীন দরদী মানুষ অংশ গ্রহণ করেন।
বুলবুলে বায়তুশ শরফ মাওলানা কাজী শিহাবুদ্দীন এর উপস্থাপনায় মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মামুনুর রশীদ নূরী, অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক আজহারী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা শরিয়ত উল্লাহ হোসাইনী, মাওলানা জিয়াউল করিম আনসারী, মাওলানা হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, মাওলানা ইমরানুলই হক সাঈদ, মাওলানা রিদওয়ানুল হক, ড. ওয়ালিউল্লাহ মাঈন, শফিক আহমদ নঈমী, মওলানা ওমর ফারুক, বদরুদ্দীন, মাওলানা সরওয়ার, মাওলানা আমিনুর রসুল প্রমুখ।
পীর সাহেব বায়তুশ শরফ বলেন, শৃঙ্খলা তরিকতের অন্যতম শিক্ষা। বায়তুশ শরফ দরবারে এই শৃঙ্খলা শিক্ষা দেয়া হয়। তিনি বলেন, ইছালে ছওয়াব মাহফিলে জিকির, আদব, শৃঙ্খলা, তরিকত চর্চা ও মানব সেবা শিক্ষা দেয়া হয়ে থাকে। বড় পীর হযরত আবদুল কাদের জিলানী রাহ. এর ওফাত দিবসে ইছালে ছওয়াব মাহফিলের মাধ্যমে মানব সেবা ও তরিকত চর্চার মাধ্যমে সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রেখে চলেছে বায়তুশ শরফ দরবার।
কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে, কলেজ, মাদরাসা, হাইস্কুল, এতিমখানা, মসজিদ ও চক্ষু হাসপাতালসহ ১০ টি প্রতিষ্ঠান। আর সারা দেশে বায়তুশ শরফ পরিচালিত প্রতিষ্ঠানের সংখ্যা হল ৭ শতাধিক।
মঙ্গলবার বাদ ফজর বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এমএম সিরাজুল ইসলামের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

চীন-ভারত-ব্রিটেন-জাপান ও ইইউসহ কার ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে ভারতের অতি প্রতিক্রিয়ার অন্তরালে

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক রিভিউ করছে : প্রেস সচিব শফিকুল আলম

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

যে কারণে স্টারলিংক বাংলাদেশে গেম চেঞ্জার হতে যাচ্ছে

সন্তান জন্মের ১ ঘন্টা পর পুলিশ সদস্যের দাফন

মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু

মার্কিন উপ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধির ফোনালাপ

সুপেয় পানির সংকট দূরীকরণে নোয়াখালীতে পদযাত্রা

শতাধিক ভ্যান ও মোটরসাইকেল নিয়ে গণসংযোগে মাহিন সরকার

রাজধানীতে ধর্ষণের হুমকির প্রতিবাদ করায় ভাই-বন্ধুসহ তরুণীকে মারধর

ছাত্রলীগের মিছিলের পর সিলেটের সাবেক মেয়রের বাসায় হামলা-ভাঙচুর

গাজায় নিহত আরও প্রায় ৮০, জাতিসংঘের ক্লিনিকে হামলায় নারী ও শিশুসহ নিহত ২২

বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র

নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬

শেখ হাসিনাকে ভারতে তার মাতৃভূমিতে পাঠিয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান--- বরকত উল্যা বুলু

কিশোরগঞ্জে শহরে বাসার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু