ঢাকা   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | ৯ কার্তিক ১৪৩১

ফরিদপুরের পদ্মায় চলছে ইলিশ মাছ ধরার মহা উৎসব আইনশৃঙ্খলা বাহিনীর নিরব নিথর।

Daily Inqilab ফরিদপুর জেলা সংবাদদাতা

২৪ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পিএম

 

 

ফরিদপুরের পদ্মায় চলছে ইলিশ মাছ মারার মহৎসব। আইনশৃঙ্খলাবাহিনী লোকেরা নিরব নিথর। ফরিদপুর - মুন্সিগঞ্জ- রাজবাড়ী এলাকার পদ্মায় চলছে ইলিশ ধরার মহা উৎসব। তেমনি নদীর তীরে ও চড়ে চলছে বিক্রির উৎব।

সরকারিভাবে মা ইলিশমাছ সহ প্রকার ইলিশ মাছ ধরার ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলেও কেউ মানছে না কারো কথা।

পাশাপাশি উল্লেখিত, জেলাগুলোর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ও পুলিশের কোন প্রকার নজরদারি লক্ষ্য করা যায়নি। উপরন্তু ফরিদপুর সিএন্ডবিঘাট এলাকার নৌ পুলিশের ভুমিকা নিয়ে উঠছে নানান কথা।

জেলাবাসী বলছেন, পদ্মায় চলে ইলিশ মারার উৎসব। আর পদ্মার মাঝের চড়ে বা মাঝখানে চলছে ইলিশ বিক্রীর উৎসব।

এ সংবাদদাতা গতকাল(২৪ অক্টোবর) এবং গত পরশু (২৩ অক্টোবর) পর পর দুই দিন ফরিদপুর সদর থানার ডিগ্রিরচড় ইউনিয়নের ১/২ নং ওয়ার্ডের পদ্মার দুর্গম এলাকা এবং নর্থচ্যানেল ইউনিয়নের ৩/৪ ওয়ার্ডের পদ্মা চড়ের দূর্গম এলাকার কবিরপুর, বড় পাঙ্গাশীয়া,ছোট পাঙ্গাশীয়া পদ্মা বেষ্টিতে এলাকায় দেখতে ইলিশ মারার ভিন্ন ভিন্ন চিত্র।

ডিগ্রীচড়ের ২ নং ওয়ার্ড শেষাংশ এবং ১ নং ওয়ার্ডের পদ্মা চড়ের শেষ অংশে সরেজমিনে গিয়ে দেখাযায়, পদ্মা নদীর মাঝখানে শতাধিক জেলে ছোট বড় ইলিশের জাল ফেলে মাছ ধরার মহা উৎসবে মেতে আছেন।

কেউ নতুন জাল নদীতে ফেলেছেন। কেউ ইলিশ সহ জাল টেনে তুলছেন কেউবা আবার মনের আনন্দে নিজের কন্ঠে গান তুলে ছোট বড় জাল নদীতে ফেলেছেন। কেউ ছবি তোলা দেখে ইঞ্জিনের পাওয়া বাড়িয়ে পালানোর বান করছেন।

নদীর দুই তীরেই লক্ষ্য করা গেছে মৎস্য শিকারীদের ও পাইকারদপর অপেক্ষা। মৎস্য পাইকাররা নদীর পাড়ে মাছ নেওয়ার জন্য অপেক্ষা করছেন বহুজন।

অপরদিকে, যারা রাত জেগে পদ্মাকে নিজেদের নদী মনে করে রাতভর মাছ মারছেন তারা পদ্মার তীরে ওঠে নতুন জাল সাজিয়ে তুলছেন। কেউবা মাছ ধরতে গিয়ে ছেঁড়া জালে নতুন বুনন দিচ্ছেন।

পাশাপাশি পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের সদরপুর অংশে এবং চরভদ্রাসন উপজেলার বিপরীত পাশে দেখা গেছে ইলিশ মাছ মারার মহোৎসব। সেখানেও আইন-শৃঙ্খলা বাহিনীর তথা নৌ- পুলিশের কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

সেখানেও মৎস্য শিকারীরা তাদের মনের আনন্দে ইলিশ মাছ শিকার করছেন, সম্পূর্ণ নিজেদের মনে করে। কোন বাঁধা ছাড়াই।জেলেদের কাছে মনে হয়েছে এই পদ্মা তাদের নিজেদের বাড়ির খাল।

তাই পদ্মায় মাছ মারতে কারো ভিতরে কোন ডর ভয়ে কাজ করেনি। প্রকাশ্যে দিনের বেলা মুন্সিগঞ্জ এর বিপরীত শিবচরের কাঠালবাড়িয়ার ঘাট। শিবচরের গাবতলীর ঘাট। সদরপুরের নারিকেল বাড়িয়ার ঘাট। সদরপুরের চন্দ্রপাড়া এলাকা পাশাপাশি।

সদরপুরের শয়তান খালি এলাকা দেখা গেছে শতাধিক মৎস্য শিকারীদের পদাচরণ।

কেউ মাছ ধরে পদ্মার পাড়ে আসছেন। কেউ মাছ কিনতে পদ্মার তীরে যাচ্ছেন। সেখানে নারী পুরুষেরও উপস্থিতি দেখা গেছে অনেক।

মাছ ধরা এবং মাছ বিক্রি জন্য হঠাৎ ইলিশের হাট বসায় উৎসুক জনতা বলাবলি করছেন এমন বাজার সারা বছর থাকলে খুব ভাল হয়। কারন খাজনা চাঁদা, পুলিশের জামেলা কিছুই নেই।

পদ্মার চরের বালু এবং কাশবনের মাঝখানে বসছে ইলিশের বেচা বিক্রির উৎসবের হাট।
। ইলিশ মাছের ক্রেতা- বিক্রেতা কারোর মনেই কোন দ্বিধা ছিল না। নাই আইনশৃঙ্খলা বাহিনীর কোন ভয়।
অপরদিকে, ফরিদপুর অংশের রাজবাড়ী জেলার বিপরীত পাশ মানিকগঞ্জ ল্যাসরাগঞ্জের পদ্মার পাড়ে ইলিশ মাছ মারার মহা উৎসবও দৃশ্যমান ছিল। সেখানে ও ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কোন উপস্থিতি।

জেলেরা সেখানেও মনের আনন্দে মাছ ধরছেন, পদ্মায়। মাছও বিক্রি করেছেন প্রকাশ্যে কোন বাধা ছাড়াই। সেখানেও পুলিশের কোন উপস্থিতি লক্ষ্য করা যায় নাই।
কেউ কেউ বলছেন,, এমনি ভাবে নির্বিঘ্নে যদি মাছ মারা যায়, তাহলে সরকারি ভাবে ডিমওয়াল ইলিশ মাছ বা মা মাছ অথবা কোন প্রকার ইলিশ মাছ শিকার করা যাবে না। এর নিষেধাজ্ঞা দেওয়ার দরকার ছিল কি?

সরকারি ভাবে ২০ দিন ইলিশ মাছ শিকার করা বা ইলিশ মাছ না ধরার ঘোষণা দেয়ায় সরকার মৎস শিকারী বা জেলদের প্রনোদনা হিসেবে ২০ দিনের বীপরীতে শত শত জেলে পরিবার কে ৩০ কেজি করে চাল দিয়েছেন।

জেলেরা সরকারের বেধে দেওয়া আইন ততো সময়ই মেনেছন
সরকারের প্রনোদনার ৩০ কেজি চাল ঘরে তুলতে যতোক্ষণ সময় লেগেছে।

প্রনোদনার চাল ঘরে রেখেই নৌকা ও জাল নিয়ে নেমে পড়ছে ইলিশ মাছ শিকারে পদ্মায়।

সরেজমিনে প্রতিবেদন কালে নর্থচ্যানেল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কবিরপুর পদ্মা চড়ের তথা ফাকের হাটের বাসিন্দা মোঃ সুরুজ মাতুব্বর ইনকিলাব কে বলেন, আগে জেলেরা দুই একদিন থেমে থেমে পদ্মায় মাছ মারলেও সরকারি ভাবে ইলিশ মাছ মারার নিষেধাজ্ঞা দেওয়ার পর জাইলারা দিন রাতই পদ্মায় মাছ মারছেন।

এ সংবাদদাতা সাথে কথা হয়, নর্থ চ্যানেল তিন নং ওয়ার্ডের মোহাম্মদ লাবলু ও তোতা ব্যাপীর সাথে। তারা উভয় ইনকিলাবকে বলেন, রাতদিন পদ্মায় চলছে প্রকাশ্যে ইলিশ নিধন, আজ পুলিশ বাহিনীর কোন তৎপরতা নাই এ যেন এক মগের মুল্লুক।

ফরিদপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জের নৌ ফাঁরির পুলিশরা আসে শুধু টাকা নিতে কাউকে নিষেধ করতে আসেননি। একথাই বললেন প্রত্যক্ষদর্শীরা।

ইনকিলাবের সাথে কথা হয়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মোঃ কাবুল বেপারূর সাথে। তিনি ইনকিলাব কে বলেন, প্রতি বছর দেখেছি সরকার ইলিশ মাছ ধরার বন্ধ ঘোষণা করার সাথে সাথে সব জেলেরা জাল ছেড়ে নৌকা ঘাটে রেখে তাদের বাড়িতে অবস্থান করছে।
এখন কারো মনেই কোন ডর ভয় নাই।

ইনকিলাবের সাথে কথা হয়, মানিকগঞ্জ জেলার নেছরাগঞ্জ এলাকার মোঃ সোবাহান মুন্সির সাথে তিনি ইনকিলাবকে বলেন,, খুব অভাবে আছি। ভাই মাছ মেরে মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাই।

সরকারিভাবে যে পরিমাণ প্রণোদনা দিয়েছে তাতে সংসার কোন রকমে ২০ দিন চালানো সম্ভব নয়। তাই দায় পড়ে পদ্মায় মাছ মারতে নেমেছি। জেল ফাঁস হয় হবে।

ইনকিলাবের সাথে কথা হয়, মুন্সিগঞ্জের জেলে তোরাব আলী, সদরপুর শয়তানীর মুনাফ,চরভদ্রাসনের তালেব।সকলেই ইনকিলাব কে জানান, পয়সারও দরকার পুলিশের তাদের কোন উৎপাত নাই। তাই মাছ শিকার করে ভারী মজাও পাচ্ছি।
এই বিষয় ফরিদপুর সিএন্ডবিঘাট এলাকার নৌ ফাঁড়ির ইনচার্জ ইনকিলাব কে বলেন কোন অভিযোগই সঠিক নয়। আমরা পদ্মা থেকে উপরে উঠলেই হুট করে জেলেরা পদ্মায় নেমে পড়তে পারে।

এই বিষয়ে, ফরিদপুর জেলা মৎস কর্মকর্তা জনাব, প্রশান্ত কুমার সরকার সহ উল্লেখিত জেলার কর্মকর্তারা ইনকিলাব কে জানান,, আমাদের তরফ থেকে যথাযথভাবেই দায়িত্ব পালন করা হয়েছে। আইনশৃঙ্খলা ও শান্ত আছে।
অভিযান চালিয়ে বহু জেলে কে আটকও করা হয়েছে। বলে জেলা মৎস্য কর্মকর্তা ইনকিলাব কে নিশ্চিত করেন।

উল্লেখ্য গত ১৩ অক্টোবর, থেকে শুরু হয়ে ৩ নভেম্বর, ২০২৪ ইং তারিখ সরকারি ভাবে সকল প্রকার ইলিশ মাছ শিকার বন্ধ থাকবে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভূমিতে নাগরিক সেবা সুনিশ্চিত করতে হবে

ভূমিতে নাগরিক সেবা সুনিশ্চিত করতে হবে

বরিশাল অঞ্চলে ‘জরায়ুমুখ ক্যন্সার’ প্রতিরোধে ৫ লাখ কিশোরীকে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু

বরিশাল অঞ্চলে ‘জরায়ুমুখ ক্যন্সার’ প্রতিরোধে ৫ লাখ কিশোরীকে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু

টয়লেটের কাজ সেরে সঙ্গে সঙ্গে অজু করা প্রসঙ্গে।

টয়লেটের কাজ সেরে সঙ্গে সঙ্গে অজু করা প্রসঙ্গে।

'কেটে গেছে সকল শংকা, নিশ্চিত হয়েছে ভেন্যু, উন্মুক্ত দর্শক,আতিফের অপেক্ষা'

'কেটে গেছে সকল শংকা, নিশ্চিত হয়েছে ভেন্যু, উন্মুক্ত দর্শক,আতিফের অপেক্ষা'

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলারী আ.লীগ নেতা গ্রেফতার

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলারী আ.লীগ নেতা গ্রেফতার

প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট

তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট

সুবিদ আলী ভুইয়া ও মৃণাল কান্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুবিদ আলী ভুইয়া ও মৃণাল কান্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

রোহিঙ্গাদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

রোহিঙ্গাদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাড়ে ৩’শ রাউন্ড গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাড়ে ৩’শ রাউন্ড গুলি উদ্ধার

দীর্ঘ ৯ মাস বাদে জেল থেকে ছাড়া পেলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি

দীর্ঘ ৯ মাস বাদে জেল থেকে ছাড়া পেলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি

মিডিয়াকে হুমকি ও ঘেরাওয়ের ঘোষণার নিন্দা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়

মিডিয়াকে হুমকি ও ঘেরাওয়ের ঘোষণার নিন্দা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়

যশোর ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া মরদেহ শমসপুরের সামাদের

যশোর ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া মরদেহ শমসপুরের সামাদের

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র