ঈশ্বরগঞ্জে কলেজের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
২৭ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।
জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল কবীর নিয়োগীকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। সরানোর কারণ হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়-‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী ২০১৯’ এর বিধান অনুযায়ী এক বছরের বেশি সময় কারও ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালনের সুযোগ নেই। পরে ওই চিঠিতে জ্যেষ্ঠতার ক্রমানুসারে কলেজের সহকারী অধ্যাপক সহিদুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব প্রদান করা হয়। এ ঘটনার পর গত ১ অক্টোবর কলেজ পরিচালনা পর্ষদের নতুন একটি কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন হয়ে আসে। সেই কমিটির আহবায়ক হন পার্শবর্তী নান্দাইল উপজেলার একটি মাদ্রাসার অধ্যক্ষ আবদুস ছালাম। তিনি নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি জামায়াতের রাজনীতির সাথে জড়িত। ওই কমিটি সভা করে গত ৩ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে খায়রুল কবীর নিয়োগীকে ফিরিয়ে আনেন।
অন্যদিকে আগের আহবায়ক কমিটি বাতিল করে গত ২০ অক্টোবর নতুন করে আরেকটি কমিটি অনুমোদিত হয়ে আসে। সেই কমিটিতে আহ্বায়ক করা হয় ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মঞ্জরুল হক হাসান। সেই কমিটি বাতিলের দাবিতে রোববার দুপুরে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা।
এ বিষয়ে অধ্যক্ষ খায়রুল কবীর নিয়োগী বলেন, কলেজ থেকে নতুন কমিটি গঠনের কোনো প্রস্তাব জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়নি। কী করে ওই কমিটি সেখান থেকে অনুমোদিত হয়ে এসেছে তা কলেজ বা এলাকার কেউ জানেন না। কলেজের যে কম্পিউটার রয়েছে সেটিতে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো তথ্য পাঠাতে হলে কলেজের এই কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। যার পাসওয়ার্ড কেবল তিনিই জানেন। যে কারনে এঘটনায় ক্ষুদ্ধ হয়ে পড়েন এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা। তাঁরা আজ রোববার কলেজের একটি শ্রেণিকক্ষে মিলিত হয়ে প্রতিবাদ সভা করেন। সভা শেষে কমিটি বাতিলের দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
তিনি আরো বলেন, কলেজে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্যে সকল শিক্ষককে নির্দিষ্ট সময়ে কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেন। এ নির্দেশের কারণে ময়মনসিংহের বসবাসকারী শিক্ষকেরা যারা বিভিন্ন ব্যবসায় নিয়োজিত রয়েছেন তাঁরা বিপাকে পড়েন। এ কারণে তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেন।
এবিষয়ে বর্তমান কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মঞ্জরুল হক হাসান বলেন, -'জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী ২০১৯’ এর বিধান অনুযায়ী এক বছরের বেশি সময় কারও ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালনের সুযোগ নেই। তাই নিয়ম অনুযায়ী উনাকে সরিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তারপর থেকে বিষয়টি নিয়ে তিনি কিছু শিক্ষার্থী ও বহিরাগতদের নিয়ে এমন করছেন বলে জানতে পেরেছি। এই বিষয়টি নিয়ে আমি পরে কথা বলবো।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, কলেজের কমিটির বিষয় নিয়ে আমার কিছু করার নেই। ওই কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করা হয়েছে। এটা বাতিল করতে হলে ওখানেই যেতে হবে। তবে বিষয়টি নিয়ে যদি আইনশৃঙ্খলার কোন অবনতি হয় তাহলে একটা ব্যবস্থাতো নিতেই হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার