শার্শায় সাবেক এমপি শেখ আফিলসহ আ. লীগের ২০ নেতাকর্মীর নামে হত্যাচেষ্টা মামলা, আটক ৫
২৮ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পিএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পিএম
যশোর-১ শার্শা আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ আওয়ামী লীগের ২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মামলার অন্যান্য আসামিরা হলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন তোতা,আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান অহিদ, দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শার্শা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, যুবলীগ নেতা শার্শার উত্তর বুরুজবাগান গ্রামের শাহাদত হোসেনের দুই ছেলে জাকির হোসেন ও উজ্বল হোসেন, শ্যামলাগাছি গ্রামের সেলিম হোসেনের ছেলে তুহিন হোসেন, কাজিরবেড় গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে আনারুল ইসলাম আনার, শ্যামলাগাছি গ্রামের মৃত রহমত উল্লার দুই ছেলে- রফিকুল ইসলাম ও তরিকুল ইসলাম ঝন্টু, নাভারণ রেলবাজার স্টেশনপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, শার্শা গ্রামের মতিয়ার কাজীর ছেলে শিল্পি কাজী, শার্শা গ্রামের মৃত আবু তালেবের ছেলে আল আমিন রুবেল, শ্যামলাগাছি গ্রামের শামছুর রহমানের ছেলে রুবেল ড্রাইভার, স্বরুপদাহ গ্রামের বজরে আলীর ছেলে মো. লাল্টু, শার্শা গ্রামের জহুর কাজীর ছেলে মো. রাজন, স্বরুপদাহ গ্রামের আব্দুল মালেকের ছেলে তবিবর রহমান তবি ও চটকাপোতা গ্রামের ওসমান গনির ছেলে তোতা মিয়া ওরফে চাকমা তোতা। গত ৫ আগস্টের পর থেকে আসামিরা পালিয়ে রয়েছে বলে জানা গেছে।
মামলায় বাদী উল্লেখ করেন, চলতি বছরের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন শার্শা বিএনপি নেতৃবৃন্দ। ওইদিন নেতৃবৃন্দ উপজেলার কামারবাড়ি মোড়ে কর্মসূচিতে যোগদান করার জন্য উপস্থিত হলে আগে থেকে ওঁৎপেতে থাকা মামলার আসামিরা বিএনপি নেতৃবৃন্দের ওপর হামলা করে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সাবেরুল হক সাবু ও শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহিরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র, হকিস্টিক, লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রাখে। এই অভিযোগে দীর্ঘ ৬ মাস পর রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওয়াছি উদ্দিন বাদী হয়ে শার্শা থানায় হত্যা প্রচেষ্টা এ মামলাটি দায়ের করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির আব্বাস বলেন, শার্শায় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ ২০জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়েছে। এ পর্যন্ত ৫ জনকে আটক করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক