আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচলে বিঘœ, পরিবহণ শ্রমিকদের ভোগান্তি
২৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ পিএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পিএম
পদ্মা-যমুনায় দ্রæতগতিতে পানি হ্রাসের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে দেখা দিয়েছে নাব্যতা সংকট। এতে স্বাভাবিকভাবে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘœ ঘটছে। এ নৌরুটে চলাচলরত ফেরিগুলোকে হাফ লোড নিয়ে চলাচল করতে হচ্ছে। দফায় দফায় ডুবো চরে আটকে যাচ্ছে ফেরি।ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এ নৌরুটে ফেরি পারাপার হতে আসা পণ্যবাহী ট্রাক চালক ও হেলপারদেরকে।
বিআইডবিøউটিসি'র আরিচা অফিস সুত্রে জানা গেছে, আরিচা-কাজিরহাট নৌরুটের মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটের অদুরে এ নাব্যতা সংকটের সৃষ্টি হয়েছে ।ফলে হাফলোড নিয়ে চলাচল করার পরও ডুবোচরে আটকে যাচ্ছে ফেরিগুলো। স্বাভাবিক লোড নিয়ে একটি ফেরি চলাচলের জন্য ৯/১০ ফুট পানির গভীরতার প্রয়োজন হয়। আরিচা ঘাটের অদুরে প্রায় দেড় থেকে দুইশ’ ফুট এলাকা জুরে ড্রেজিং করে পানির গভীরতা ঠিক রাখলেও চ্যানেলটি শুরু বা ন্যাড়ো হওয়ায় ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি শাহ আলী এবং রবিবার দিবাগত রাত ২টায় কাজিরহাট থেকে আরিচা আসার পথে ধান সিড়ি নামের ফেরিটি ডুবোচরে আটকে যায়। কর্তৃপক্ষ দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পর উক্ত ফেরিটি সোমবার সকাল ৭টায় ডুবোচর থেকে নামাতে সক্ষম হয়। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি ধান সিড়ি আরিচা থেকে কাজিরহাট যাবার পথে আবার ডুবোচরে আটকে যায়। গত রবিবার থেকে এভাবে ডুবোচরে ধাক্কা খেয়ে খেয়ে অনেক ঝুকি নিয়ে ফেরিগুলো চলাচল করছে। দ্রæতগতিতে প্রয়োজনীয় ড্রেজিং না করলে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে উক্ত নৌরুটের ফেরি চলাচল।
নাব্যতা সংকটের কারণে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে হাফ লোড নিয়ে ফেরি সার্ভিস চালু রেখেছে। ফলে একটি ফেরি ১৫/১৬টি পণ্যবাহী ট্রাকের স্থলে ৮/৯টি যানবাহন নিয়ে চলাচল করছে। এতে একদিকে যেমন ঘাটে পারপার হতে যানবাহন শ্রমিকদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অপরদিকে বিআইডবিøউটিসির রাজস্ব আয়ও কম হচ্ছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দুটি ফেরি চলে যাওয়ার পরও রাস্তায় ২০/২৫টি পণ্যবাহী পরিবহন ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছে। এ সময় ঢাকা থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক মো.হানিফ মিয়া ও আবু বক্কর জানান, তারা ১০/১১ ঘন্টা আগে ঘাটে এসেও পার হতে পারেনি।
ট্রাক চালক আমজাত হোসেন জানান, রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১২টায় আরিচা এতে সিরিয়ালে থাকি। সোমবার সকাল ১০টাতেও মিলেনি আমার সিরিয়াল। সোমবার সকালে ফেরি ১ ট্রিপ নিয়ে যাওয়ার পরও আমার সিরিয়াল পায়নি। যানিনা কখনও নদী পার হবে। এখানে গাড়ির সিরিয়াল আগে নিতেও নাকি টাকা লাগে। গাড়ি চাপ কমাতে দ্রæত নদী ড্রেজিং করে ফেরি চলাচল স্বাভাবি করা দরকার।
বিআইডবিøউটিসি’র মেরিন আফিসার মাইনুল ইসলাম বলেন, যেখানে স্বাভাবিকভাবে ফেরি চলাচলের জন্য উক্ত নৌ চ্যানেলের গভীরতা সাড়ে ৯/১০ ফুট এবং ৬শ’ থেকে ৭শ’ ফুট চওড়া দরকার। সেখানে আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা ঘাটের অদুরে চ্যানেলটি সুরু বা ন্যারো হওয়াতে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। একটু এদিক-সেদিক হলেই ফেরিগুলো ডুবোচরে আটকে যাচ্ছে। যে চ্যানেল আছে এটি আরো চওড়া হওয়া দরকার বলে তিনি মনে করছেন।
বিআইডবিøউটিসি’র ম্যানেজার বাণিজ্য আবু আব্দুল্লাহ বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে মোট ৫টি ফেরি চলাচল করছে। নাব্যতা সংকটের কারনে এসব ফেরি হাফ লোড নিয়ে যাতায়াত করছে। আগে যেখানে একটি ফেরি ১৫/১৬টি যানবাহন লোড নিয়ে চলাচল করেছে এখন সেখানে একটি ফেরি ৯/১০টি গাড়ি বোঝাই করে চলাচল করছে। তাও আবার দফায় দফায় ডুবোচরে ফেরিগুলো আটকে যাচ্ছে। এ নৌরুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল অনেক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এতে একদিকে যেমন বিআইডবিøউটিসি’র রাজস্ব ঘাটতি হচ্ছে অপরদিকে তেমন যানবাহন শ্রমিকদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডবিøউটিএ’র ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. হাছান আহম্মেদ বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটের যমুনায় দ্রæত গতিতে পানি কমছে। নাব্যতা ঠিক রাখতে দিন-রাত ৪/৫টি ড্রেজার দিয়ে চ্যানেল খননের কাজ চলছে। চ্যানেল ঠিক রাখতে পুরো শুস্ক মৌসুম জুড়েই আমাদের এ খনন কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক