দীর্ঘ ৮ বছর পর নিজ এলাকা করিমগঞ্জে সংবর্ধনায় ড. ওসমান ফারুক
৩০ অক্টোবর ২০২৪, ০৬:৪০ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৪০ পিএম
বিএনপির ভাইসচেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বলেছেন, রাজনীতি করা আমার জন্মগত অধিকার। কিন্তু এ কারণে আপনি সরকারি অবিচারের শিকার হতে পারেন না। বিগত সরকার যারা নিজেদের গণতান্ত্রিক সরকার বলে দাবি করে, তাদের অন্য কি উদাহরণ আছে আমি জানি না, আমি নিজে উদাহরণ আপনাদের দিয়ে গেলাম। রাজনৈতিক দল হিসাবে শুধু স্লোগান, বক্তৃতা না, আপনাদের মাঝে এমন একটি শক্তি সৃষ্টি করতে হবে যেন আপনাদের কোন কর্মী বা নেতাকে যদি অন্যায়ভাবে কিছু করে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। শুধু এমপি, মন্ত্রী তাদের পিছনে জিন্দাবাদ, সেই স্লোগানের কোনো দরকার নেই, সে স্লোগান সবার হৃদয়ে আছে। কিন্তু যেই স্লোগানটা সব সময় রাখতে হবে যে যেকোনো নাগরিক কিংবা নির্দোষ নাগরিককে কোনো কারণে যদি কোনো কারণে শাসনযন্ত্রে নিষ্পেষণ করা হয়, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমি সেটাকে মনে করি একটি নতুনধারার রাজনীতির বিশ^াস। সবকিছুই যে রাজনৈতিক উদ্দেশ্যে হবে তা না, জনস্বার্থে, জনগণের স্বার্থেও কাজ হতে হবে। দীর্ঘ ৮ বছর পর নিজ এলাকা কিশোরগঞ্জের করিমগঞ্জে আগমন উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় ড. এম ওসমান ফারুক এসব কথা বলেন। বুধবার দুপুরে করিমগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। দীর্ঘ ৮ বছর পর নিজ এলাকায় ড. ওসমান ফারুকের প্রত্যাবর্তনকে ঘিরে উপজেলাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বুধবার বেলা পৌনে ১টায় করিমগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সংবর্ধনাস্থলে ড. এম ওসমান ফারুক পৌঁছুলে সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। কানায় কানায় পূর্ণ হওয়া বিশাল আয়তনের বিদ্যালয় মাঠ ওসমান ফারুক, ওসমান ফারুক ধ্বনিতে মুখরিত হয়। সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার পরও বিশাল বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা সংবর্ধনাস্থলে হাজির হন। অনুষ্ঠান শুরু হওয়ার পর নেতৃবৃন্দের বক্তব্যের সময় ওসমান ফারুক আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাকে বার বার চোখ মুছতে দেখা গেছে। এছাড়া ওসমান ফারুক বক্তব্য রাখার সময় তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে বলতে গিয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, পাঁচ বছর সাত মাস আমি দেশের বাইরে কাটিয়েছি। কোনো অপরাধ ছিলো না আমার, এখনো নেই। এটি শুধু এক ব্যক্তিকে দোষ দেয়ার বিষয় না, এ সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রকে দোষ দেয়ার বিষয়। রাষ্ট্রযন্ত্রের নির্দেশেই তারা সেটি করেছিলো। একটি কথাই তারা শুধু সব সময় চাউর করতো যে আমেরিকাতে আমি বিশ^ব্যাংকে ছিলাম, আমার অনেক বন্ধুবান্ধব আছে, লোক আছে, তাদের আমি ইনফ্লুয়েন্স করি। ড. এম ওসমান ফারুক আরো বলেন, বিএনপি একটি অত্যন্ত মানবধর্মী দল, কল্যাণমুখী দল, মানুষের সেবামুখী দল। জিয়াউর রহমান সাহেব আমাদের যে নীতি দিয়ে গেছেন, সেটা হলো- মানুষের সেবা করার জন্য। আমাদের জনগণের উন্নতি, জনগণের সেবা, অন্যায় প্রতিরোধ করা, এসবের দিকে মনোযোগ দিতে হবে। ড. ওসমান ফারুক বলেন, আমার রাজনীতির একটি মূলমন্ত্র হলো, বিরোধী দলও আমার সমস্ত সম্মান পেতে পারে। আমি তা করেছিলাম। তার প্রতিদানে আমি অবাক হয়ে গেলাম। আমি কোন অন্যায় করিনি এরপরও আমাকে হত্যা করার চিন্তা করা হয়েছিলো। আমি দেশে ফিরেছি, দেশেই থাকবো। আপনাদের সাথেই থাকবো। আপনাদের কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা করবো। উপজেলা বিএনপির বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ও এডভোকেট জালাল মোহাম্মদ গাউস, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ ড. এম ওসমান ফারুকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগের পরিকল্পনা জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর বাসভবনে হয়েছিলো উল্লেখ করে চুন্নু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাবেক সমন্বয়ক এম সানাউল হকের বিচার দাবি করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে : প্রধান উপদেষ্টাকে ভলকার টুর্ক
'মেয়ের জন্য হলেও নতুন করে সংসার বাঁধতে চায় বাঁধন'
আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে: আমিনুল হক
ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো
ইসলাম দেশ ও মানবতাবিরোধী কোন চক্রান্ত মেনে নেয়া হবে -পীর সাহেব চরমোনাই
বেশিরভাগ ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না হওয়ায় মানুষ আইনি সুফল থেকে বঞ্চিত
‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে’
কুষ্টিয়ায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নামাজে জামাতের সময় কাতার সোজা করা প্রসঙ্গে?
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইসলামী ব্যাংকের ১০০ কোটি টাকা লোকসান
আন্তজেলা অটো চার্জার ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক!
টেকনাফে দেশীয় এলজি এবং ৪ রাউন্ড গুলিস উদ্ধার, ৩ রোহিঙ্গা আটক
দোয়ারাবাজারে কৃষক লীগের যুগ্ম আহবায়ক মিন্টু গ্রেফতার
উত্তরায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেফতার ১৪
পিবিআইয়ের তদন্তে রাবেয়া হত্যার রহস্য উন্মোচিত, গ্রেপ্তার ৩
হুমকির প্রতিবাদে নন্দন পার্কের অংশীদারদের সংবাদ সম্মেলন
ফ্যাসিবাদ আ.লীগ সরকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে : রফিকুল ইসলাম
সকাল-বিকেল ৪ ঘণ্টা ট্রাফিকের দায়িত্বে থাকবে প্রশিক্ষিত ছাত্ররা : উপদেষ্টা আসিফ মাহমুদ
আধুনিক বিশ্ব বৈষম্য ও অপরাধের সংজ্ঞা নির্ধারণেই ব্যর্থতার পরিচয় দিয়েছে - খেলাফত আন্দোলন