পতাকা অবমাননার মামলা- বিএনপি নেতাকে বহিস্কারে আধিপত্যবাদ বিরোধী শিবিরে চরম বিস্ময় ক্ষোভ
০২ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম
স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ইসকন সংগঠকসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে বিএনপি নেতা মো. ফিরোজ খানের দলীয় পদ হারানোর ঘটনায় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মহলে চরম বিস্ময় ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোন প্রকার কারণ দর্শানো নোটিশ কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বিএনপির চট্টগ্রাম মহানগরী ৫নং মোহরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদ থেকে ফিরোজ খানকে অব্যাহত দেওয়া হয়। এই ঘটনায় বিএনপির তৃণমূলেও চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। তবে দলীয় শৃঙ্খলার কারণে কেউ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোন অভিমত দিতে চাইছেন না। তবে তারা ফিরোজ খানের পক্ষেই আছেন বলে জানিয়েছেন আলাপচারিতায়।
দলের তৃণমূলের নেতারা বলছেন-ছাত্র-জনতার রক্তের উপর যে অর্ন্তবর্তিকালীন সরকার গঠিত হয়েছে তাকে অকার্যকর করতে ফ্যাসিবাদের দেশি-বিদেশি দোসরেরা নানামুখি চক্রান্ত অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে। আর এই সবকিছুর নেপথ্যে আধিপত্যবাদি ও হিন্দুত্ববাদী ভারতের বিজিপির ইন্ধন রয়েছে। তাদের মিডিয়ায় বাংলাদেশর বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে বিশ্ব ব্যাপী মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। এদেশে সংখ্যালঘু নির্যাতনের কল্প-কাহিনী প্রচার করা হচ্ছে।
দেশের ভেতরেও একটি গোষ্টী এই অপতৎপরতায় লিপ্ত। তারা কথায় কথায় আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। শুধু তাই নয়, এই গোষ্ঠী আমাদের রক্তে কেনা জাতীয় পতাকার অবমাননা করতেও কুন্ঠা বোধ করেনি। একজন দেশপ্রেমিক সচেতন নাগরিক হিসাবে ফিরোজ খান জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে মামলার বাদি হয়েছেন। এটি তার অপরাধ নয়, দেশপ্রেমিক শক্তি তার এই ভূমিকাকে সমর্থন করে।
গত বুধবার রাতে নগরীর কোতোয়ালী থানার বাদী হয়ে ইসকনের সাংগঠনিক সম্পাদক ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন ফিরোজ খান। ওই মামলায় দুই হিন্দু যুবককে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। মামলায় আসামিদের বিরুদ্ধে নগরীর নিউমার্কেটের জিরো পয়েন্টে স্বাধীনতা স্তম্ভে বিগত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপরে সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী ইসকনের গেরুয়া পতাকা উড়ানোর মধ্যদিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্বকে অস্বীকার করার অভিযোগ তথা রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।
মামলার দুইদিন পর শুক্রবার ফিরোজ খানকে অব্যাহতি দেওয়া হয়। চান্দগাঁও থানার সভাপতি মো. আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে মো. ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ফিরোজ খানকে দেয়া চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
জানা গেছে, দলীয় সিদ্ধান্ত মেনে নিলেও এই ঘটনায় চরমভাবে হতাশ হয়েছেন ফিরোজ খান। তবে তিনি এ বিষয়েও দলের হাইকমান্ডের কাছে অবস্থান ব্যাখ্যা করার প্রস্তুতি নিচ্ছেন। তার আগে তিনি প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিডিইউ-কে গবেষক তৈরির শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করা হবে: ভিসি
কুষ্টিয়ায় অভিযানে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
বছরে গড়ে ১২-১৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচার হয়েছে: ড. ইফতেখারুজ্জামান
ফেনীতে হত্যা মামলার আসামী যুবলীগকর্মী কামাল গ্রেফতার
দেড় হাজার কোটি মাইল দূরে জেগে উঠল ভয়েজার-১
খাদ্য মন্ত্রণালয়ের নতুন নীতিমালায় মিল মালিক ও ব্যবসায়ীরা সন্তুষ্ট
কুমড়োর নৌকায় ৪৫.৬৭ মাইল ভ্রমণ করে বিশ্ব রেকর্ড
ইরাবের নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক সালমান
বিশ্বে প্রতি ৪ দিনে খুন হন একজন সাংবাদিক
মার্কিন নির্বাচনে বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও কমলার কী নীতি?
রাজবাড়ীতে লেবু বাগান থেকে স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টারের উপর হামলা ও পিটিয়ে জখম
‘রেমিট্যান্স বাড়াতে প্রয়োজন আরবি শিক্ষা’ - ড. মোহাম্মদ আব্দুল মজিদ
জমকালো আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসবঃ 'ফাতেমা রানীর তীর্থযাত্রা'
লক্ষ্মীপুরে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে দগ্ধ শ্রমিক
সংঘর্ষ এড়াতে বিএনপির দু'পক্ষের সমাবেশ স্থগিত করল প্রশাসন
সোনার বাংলাদেশ ও সমৃদ্ধিশালী সমাজ গঠনে জামায়াতে ইসলামী দলের বিকল্প নেই
'নিজ জন্মভূমিতে অপমানিত হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর'
বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
স্লুইজ গেট, ভেঁড়িবাঁধ সংস্কার করলে কৃষি উৎপাদন বাড়বে