রাজবাড়ীতে সুন্দরবন ও মধুমতি ট্রেন পৌনে এক ঘন্টা আটকে রেখে ছাত্রদলের বিক্ষোভ
০৩ নভেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম
মোঃ নজরুল ইসলাম,
বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রত্যাহারের খবরে উত্তাল হয়ে পড়েছে রাজবাড়ী। রাজবাড়ীতে খুলনাগামী সুন্দরবন ও ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন আটকে রেখে বিক্ষোভ করছে জেলা ছাত্রদল।
রবিবার বেলা সোয়া ১১টার দিকে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে লাইনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। পরে তারা বিক্ষোভ মিছিল করে ১ নম্বর প্লাটফর্মে থাকা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে রেললাইনে বসে বিক্ষোভ করে।
এ সময় তারা স্টেশনের দায়িত্বরত স্টেশন মাষ্টারের সঙ্গে দেখা করে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী থেকে প্রত্যাহার করে নেওয়া হলে দলমত নির্বিশেষে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়ে ট্রেন লাইন থেকে সরে আসলে প্রায় পৌনে ১ ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
এদিকে বিক্ষোভের কারণে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ২০ মিনিট এবং মধুমতি এক্সপ্রেস ট্রেন নিদ্দিষ্ট সময়ে চেয়ে ৩৫ মিনিট পরে ছেড়ে যায়।
অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ১৫ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ীর উপর দিয়ে চলাচলরত ঢাকাগামী বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রত্যাহারের খবরে রাজবাড়ীতে ধারাবাহিক ভাবে বিক্ষোভ শুরু হলেও ট্রেন তুলে নেওয়ার কোন কোন চিঠি বা পরিপত্র এখনো পায়নি স্টেশন কর্তৃপক্ষ।
জানাগেছে, ২০২৩ সালের ১ ও ২ নভেম্বর রাজবাড়ী উপর দিয়ে চলাচল শুরু করে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দুটি। অল্প সময়ে ঢাকায় যাওয়া আসার সুযোগ হয় রাজবাড়ী বাসীর জন্য। অল্প টাকা ও অল্প সময়ে ঢাকা যেতে পেরে এ অঞ্চলের চাকুরীজীবি, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপকারে আসছিল।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, এ ট্রেন চলাচলের কারণে রাজবাড়ীর মানুষ অনেক উপকার পেয়েছেন। দ্রুত সময়ের মধ্যে অনেকে ঢাকায় গিয়ে জরুরী কাজ শেষ করে আসতে পারতো। কিন্তু হঠাৎ শোনা যাচ্ছে ১৫ নভেম্বর থেকে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী দিয়ে আর চলাচল করবে না। এটা খুবই দুঃখজনক, যা রাজবাড়ী ছাত্রদল তথা রাজবাড়ীর জনগণ মানবে না। তাই আজ ট্রেন আটক আন্দোলনে নেমেছেন। ট্রেন তুলে না নেওয়া হয় সে বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং স্টেশন কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরবেন বলে আশ্বস্থ করেছেন। দাবি মেনে না নেওয়া হলে রাজবাড়ী সকল মানুষ নিয়ে আন্দোলনে নামবেন। কোন ভাবেই বেনাপোল ও সুন্দরবন ট্রেন তুলে নেওয়া যাবে না।
উল্লেখ্য, গত শনিবার রাতে একই দাবিতে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ফরিদপুরের ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় বিক্ষোভকারীরা প্রায় পৌনে ১ ঘন্টা ট্রেন আটকে রাখে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসিকে নিয়ে বড় পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করতে তৈরি আছি: হাছান মাহমুদ
দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না : যুবদল সভাপতি
ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি শাজাহান খান
আলোকচিত্রশিল্পী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত স্থগিত
সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ মহাসম্মেলন কাল
ব্র্যাক ব্যাংকের ৩০,০০০ কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক
ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণায় জোর দিতে স্থানীয় সরকার উপদেষ্টার পরামর্শ
ব্রাহ্মণপাড়ায় জেলেকে পিটিয়ে হত্যা
কুয়াকাটায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
কলারোয়ায় হাজার হাজার ছাগলের মৃত্যু
হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদ
শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯
লোহাগাড়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বন্দরগুলোর অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : নৌপরিবহন উপদেষ্টা
পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ধামরাইয়ে পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা
ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স
যশোরে বিএনপি নেতার আদালতে আত্মসমর্পণ
যশোর শহরজুড়ে রাস্তার পাশে ময়লার ভাগাড়