ঢাকা   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১

নীলফামারীতে কত কী দেখার আছে

Daily Inqilab নীলফামারী জেলা সংবাদদাতা

০৪ নভেম্বর ২০২৪, ০১:১৮ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ০১:১৮ পিএম

প্রকৃতিতে এখন হেমন্তের হাওয়া। সামনেই শীতকাল। সময়টাকে উপভোগ্য করে তুলতে ভ্রমণপিপাসুরা বন্ধুবান্ধব ও স্বজনদের নিয়ে বেরিয়ে পড়তে পারেন। তাঁদের জন্য নীলফামারী হতে পারে উপযুক্ত জায়গা।

 

এই জেলায় ভ্রমণের বিষয়ে নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক তারিকুল আলম বলেন, ‘নীলফামারীর অতীত ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে নীলকুঠির। দর্শনীয় স্থান নীলসাগর যেকোনো প্রকৃতিপ্রেমী পর্যটককে আকৃষ্ট করবে। এখানে শীতের পরিযায়ী পাখির কলরব, নীলসাগরের নীল জল, ছায়াঘেরা এক মনোরম পরিবেশ যে কারোই ভালো লাগবে। ধর্মপালের গড়, হরিশ্চন্দ্র পাঠ, ভীমের মায়ের চুলা, চিনি মসজিদ—সবই নীলফামারীর ইতিহাসে অংশ। দর্শনার্থীদের আকৃষ্ট করতে এগুলো সংস্কার ও সংরক্ষণ জরুরি।

নীলসাগর:
সমুদ্র নয়, তবে সমুদ্রের সঙ্গে মিল রেখে ১৯৮০ সালে নামকরণ করা হয়েছে নীলসাগর। আগে এটি ছিল বিন্নাদিঘি। এর আয়তন ৯৩ দশমিক ৯০ একর। নীলফামারী জেলা শহর থেকে উত্তর–পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে গোড়গ্রাম ইউনিয়নে এর অবস্থান। নীলসাগর ঘিরে আছে বৃক্ষরাজি, তরুলতা, বেতবন ও গুল্মলতা। শীতের শুরুতে এখানে আসতে থাকে অতিথি পাখি। পাখির কলতানে মুখর হয়ে ওঠে এলাকাটি।
এই দিঘি নিয়ে জনশ্রুতি আছে, প্রায় দুই শ বছর আগে বিরাট রাজার গরুকে পানি খাওয়ানোর জন্য দিঘিটি খনন করা হয়। বিরাট রাজা যুদ্ধে নিহত হলে তাঁকে এর পারে সমাহিত করা হয়। আবার অনেকের ধারণা, ওই রাজার একমাত্র মেয়ে বিন্যাবতীর স্নানের জন্য দিঘিটি খনন করা হয়েছিল। তাঁর নামানুসারে এর নামকরণ হয় ‘বিন্নাদিঘি’। ১৯৯৮ সালে নীলসাগরকে পাখিদের অভয়ারণ্য ঘোষণা করা হয়। নীলসাগরের আশপাশের পরিবেশকে ভ্রমণপিপাসুদের চিত্তবিনোদনের উপযোগী করতে বিভিন্ন ধরনের সংস্কারকাজ করা হয়েছে।

নীলকুঠি:
ইতিহাস বলে, জেলা শহরের অদূরে নটখানায় ১৮০০ সালে নীল চাষের বৃহৎ একটি খামার ছিল। ১৮৪৭-৪৮ সালে নীল চাষে লোকসান হওয়ায় কৃষকেরা নীল চাষে মুখ ফিরিয়ে নেন। এতে নিরীহ কৃষকদের ওপর নেমে আসে নির্যাতন-নিপীড়ন। ১৮৫৯-৬০ সালে কৃষকদের ব্যাপক আন্দোলনে নীল চাষ বন্ধ হয়ে যায়। তখন এলাকা ছেড়ে নীলকরেরা পালিয়ে যান। সেই নীলখামার থেকে নীলখামারী আর বর্তমানে নীলফামারী নামকরণ হয়।
জেলা শহরের উপকেন্দ্রে সর্বমঙ্গলা নদীর তীরে শাখা ও মাছা নামের দুটি বন্দর ছিল। সেগুলো থেকে নীলকরদের মালামাল আমদানি-রপ্তানি হতো। ১৮৭৫ সালে ডোমার উপজেলার বাগডেগরায় মহকুমার প্রথম কার্যক্রম শুরু হয়। ১৮৮২ সালের ১৯ মে মহকুমা স্থানান্তর করে বর্তমান জেলা প্রশাসকের বাসভবন–সংলগ্ন ইংরেজ শাসনামলে তৈরি সুউচ্চ টিনের ভবনটিকে মহকুমার দপ্তর স্থাপন করা হয়। মহকুমা থেকে জেলায় রূপান্তরিত হয় নীলফামারী। ভবনটি এখন নীলকুঠি নামে নীলকরদের সাক্ষ্য বহন করছে। বর্তমানে এটি নীলফামারী অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত হচ্ছে।

কুন্দুপুকুর মাজার:
জেলা শহর থেকে চার কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে কুন্দুপুকুর ইউনিয়নে অবস্থিত কুন্দুপুকুর মাজার। এ অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসা সুফি হজরত মীর মহিউদ্দিন চিশতির (রা.) মাজার এটি। ৩০ একর জমিজুড়ে এখানে রয়েছে মাজার ও মাজার–সংলগ্ন পুকুর ও কবরস্থান।

ধর্মপালের গড়:
শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তরে জলঢাকা উপজেলার দেওনাই নদীর তীরের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধর্মপালের গড়। ১৯৯০ সালে এখানে খননকাজ শুরু করা হয়। ২০১৬ সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পুনঃখনন করা হলে সেখানে ধর্মপাল গড় পাওয়া যায়। ইতিহাস বলে, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পালের মৃত্যুর পর তাঁর ছেলে ধর্মপাল সিংহাসনে বসলে রাজ্য পরিচালনার জন্য জলঢাকা উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এখানে রাজধানী স্থাপন করেন। বহির্শত্রুর হাত থেকে রাজধানীকে রক্ষার জন্য চারপাশে মাটির প্রাচীর গড়ে তোলেন। তখন থেকে এই স্থানের নাম হয় ধর্মপালের গড়। এই গড় থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্ব দিকে পাল আমলের রাজধানীর ধ্বংসাবশেষ পাওয়া যায়।

হরিশ্চন্দ্র পাঠ:
জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর–পূর্ব দিকে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের একটি গ্রামের নাম হরিশ্চন্দ্র পাঠ। রাজা হরিশ্চন্দ্রের নামানুসারে এ গ্রামের নামকরণ হয় হরিশ্চন্দ্র পাঠ। রাজা হরিশ্চন্দ্র দানবীর হিসেবে পরিচিত ছিলেন। তাঁকে নিয়ে এ অঞ্চলে অনেক পালাগান, যাত্রাপালা আছে।হরিশ্চন্দ্রের শিবমন্দিরে বছরে তিনটি উৎসব ধুমধামের সঙ্গে আয়োজন করা হয়। গ্রামের স্কুলশিক্ষক অমূল্য রায় (৪০) বলেন, ‘আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, এই মন্দিরে বিষ্ণুমূর্তিসহ অনেক মূর্তি ছিল।’

চিনি মসজিদ:
নীলফামারী জেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দক্ষিণে সৈয়দপুর উপজেলা শহরে চিনি মসজিদের অবস্থান। চীনামাটির রঙিন উজ্জ্বল পাথরের টুকরা দিয়ে চিনির দানার মতো নিখুঁত কাজ করার জন্য মসজিদটি চিনি মসজিদ নামে পরিচিত। ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে যে কয়টি মসজিদ রয়েছে, চিনি মসজিদ তার অন্যতম। শৈল্পিক কারুকাজ ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী হিসেবে চিনি মসজিদের আছে বিশেষ খ্যাতি। প্রতি শুক্রবার দেশ-বিদেশের ধর্মপ্রাণ অনেক মুসলমান এখানে জুমার নামাজ আদায় করতে আসেন। ১৮৮৩ সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামের দুই ব্যক্তি সৈয়দপুরের ইসলামবাগে শণ ও বাঁশ দিয়ে প্রথম একটি মসজিদ নির্মাণ করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় এটি টিনে রূপান্তরিত হয়। এরপর তাঁরা তহবিল সংগ্রহ করে নান্দনিক এই মসজিদ নির্মাণ করেন।

সৈয়দপুর রেলওয়ে কারখানা:
১৮৭০ সালে ১১০ একর জমির ওপর সৈয়দপুরে গড়ে ওঠে দেশের প্রাচীন ও বৃহৎ রেলওয়ে কারখানা। ব্রিটিশ শাসনামলে নির্মিত এ রেল কারখানার ২৬টি উপকারখানায় আট শতাধিক শ্রমিক কাজ করেন। রেলের ছোট-বড় যন্ত্রাংশ থেকে শুরু করে ব্রডগেজ ও মিটারগেজ লাইনের বগি মেরামতসহ সব কাজ করা হয় এই কারখানায়। এখানে রয়েছে একটি রেলওয়ে কারখানা জাদুঘর।

 

এখানে আছে ব্রিটিশ রানির শত বছরের বিলাসবহুল সেলুন কোচ। ব্রিটেনের রানি এলিজাবেথের ভারতবর্ষ ভ্রমণের সময় ১৯২৭ সালে তৈরি হওয়া বিলাসবহুল ট্রেনের কোচ প্রেসিডেন্ট সেলুন কোচটি বর্তমানে সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপে সংরক্ষিত আছে। দেশভাগের পর ব্রিটিশ সরকার তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েকে এই সেলুন কোচটি উপহার দেয়। এর পর থেকে এটি শুধু রাষ্ট্রপতির জন্য বরাদ্দ থাকায় এর নামকরণ হয় ‘রেলওয়ে রাষ্ট্রপতি সেলুন’।
এ ছাড়া সৈয়দপুর রেল কারখানার প্রবেশমুখে চোখে পড়বে বাংলাদেশে প্রথম আসা কয়লাচালিত লোকেমোটিভ বা ইঞ্জিন। ইংল্যান্ডের ভলকান কোম্পানির তৈরি এই ইঞ্জিনসহ একই ধরনের তিনটি ইঞ্জিন আছে সেখানে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মির্জাপুরে গভীর রাতে দিনমুজুরদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও এসিল্যান্ড
কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন
কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে  মতবিনিময়
দোয়ারাবাজারে সমাজসেবা দিবস পালিত
বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদ রনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আরও

আরও পড়ুন

মির্জাপুরে গভীর রাতে দিনমুজুরদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও এসিল্যান্ড

মির্জাপুরে গভীর রাতে দিনমুজুরদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও এসিল্যান্ড

আচমকাই নিজের নাম পাল্টে ফেললেন ইলন মাস্ক, কিন্তু কেন?

আচমকাই নিজের নাম পাল্টে ফেললেন ইলন মাস্ক, কিন্তু কেন?

শীতার্ত মানুষের পাশে দাঁড়ান: খেলাফত মজলিস

শীতার্ত মানুষের পাশে দাঁড়ান: খেলাফত মজলিস

কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন

কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন

এবার নিউইয়র্কের নৈশ ক্লাবে বন্দুকধারীর হামলা

এবার নিউইয়র্কের নৈশ ক্লাবে বন্দুকধারীর হামলা

কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে  মতবিনিময়

কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে  মতবিনিময়

দোয়ারাবাজারে সমাজসেবা দিবস পালিত

দোয়ারাবাজারে সমাজসেবা দিবস পালিত

গাজায় ইসরাইলের হত্যার শিকার ২ বছরের কম বয়সি ১১০০ শিশু

গাজায় ইসরাইলের হত্যার শিকার ২ বছরের কম বয়সি ১১০০ শিশু

বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদ রনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদ রনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনোহরগঞ্জে যুবদলের সাংগঠনিক সভায় ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

মনোহরগঞ্জে যুবদলের সাংগঠনিক সভায় ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

মোদির কুশপুত্তলিকায় শিখদের জুতাপেটা করার ভিডিও ভাইরাল

মোদির কুশপুত্তলিকায় শিখদের জুতাপেটা করার ভিডিও ভাইরাল

সাত দেশ থেকে আসবে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল

সাত দেশ থেকে আসবে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল

আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলার  প্রস্তুতির আহবান জানালেন- সিকৃবি ভিসি

আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলার  প্রস্তুতির আহবান জানালেন- সিকৃবি ভিসি

নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: ওয়াহাব আকন্দ

বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: ওয়াহাব আকন্দ

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ

‘বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই,  সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান’: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান’: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শীতাতপ বাস মালিক সমিতির রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্বে আরেফ রব্বানী

শীতাতপ বাস মালিক সমিতির রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্বে আরেফ রব্বানী

এবার ওএসডি হলেন ৪ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

এবার ওএসডি হলেন ৪ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন

নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন