নভেম্বরেই পুরোপুরি চালু হচ্ছে পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প
০৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ এএম
অপেক্ষার পালা প্রায় শেষ। 'পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের’ পুরো ১৭২ কিলোমিটার রেলপথেই হুইসেল বাজিয়ে ট্রেন ছুটবে এ মাসেই। ফলে ঢাকা থেকে পদ্মা সেতু এবং গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোর-খুলনা রেলপথে যাতায়াতের দূরত্বের সময় কমবে প্রায় সাড়ে ৩ ঘন্টার মতো এবং যশোর-বেনাপোল রেলপথে ৪ ঘন্টার মতো। প্রতিটি সেকশনে পথ কমবে প্রায় অর্ধেকের বেশি। ফলে এই পথের এক এক জোড়া ট্রেনকে দুইবার চালানোর কথাও ভাবছে বাংলাদেশ রেলওয়ে।
গত বছরের ১০ অক্টোবর পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে প্রথম বাণিজ্যিক আন্তঃনগর ট্রেন চালানো হয় ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশন পর্যন্ত। সে সময় পুরো প্রকল্পের ১৭২ কিলোমিটার রেলপথের মধ্যে উদ্বোধন করা মাত্র ৮২ কিলোমিটার। ভাঙ্গা জংশন স্টেশন থেকে মুকসুদপুর, লোহাগড়া, নড়াইল হয়ে প্রকল্পের বাকি ৯০ কিলোমিটার রেলপথ ইতিমধ্যে প্রস্তুত। ফলে প্রকল্পের পূর্ণাঙ্গ রেলপথে আগামী ২০ নভেম্বরের মধ্যে ট্রেন চালাতে চায় বাংলাদেশ রেলওয়ে। যদিও প্রকল্পটিতে লুপ লাইন ও সাইড লাইন রয়েছে ৪৩ দশমিক ২ কিলোমিটার। ফলে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মোট রেলপথের দৈর্ঘ্য ২১৫ দশমিক ২ কিলোমিটার।
ট্রেনগুলো 'প্রভাতি' ও 'গোধূলী' নাম দিয়ে চালানো হতে পারে। এই পরিকল্পনার মধ্যে আছে খুলনা-ঢাকা-খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস।
প্রকল্পের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা থেকে পদ্মা সেতু, ভাঙ্গা, রাজাবাড়ী, চুয়াডাঙ্গা ও যশোর হয়ে খুলনার দূরত্ব ৪১২ কিলোমিটার। কিন্তু নড়াইল হয়ে যশোরের পদ্মবিলা জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রকল্পের রেলপথটি ১৭২ কিলোমিটার। ফলে এই পথে খুলনা যেতে দূরত্ব কমে দাঁড়াবে ২৪০ কিলোমিটার। যা সময়ের হিসেবে সাড়ে ৩ ঘন্টা কম লাগবে। বর্তমান পথে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ৪১২ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে ৭ ঘন্টা ৩৫ মিনিট। প্রকল্পের রেলপথ দিয়ে ট্রেনটি ৪ ঘন্টার মধ্যে খুলনা পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে বর্তমান রুটে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৩৬৫ কিলোমিটার রেলপথ পাড়ি দিতেও সময় লাগে ৭ ঘন্টা ৩৫ মিনিট। প্রকল্পের পথ দিয়ে যশোর হয়ে বেনাপোল যেতে ট্রেনটিকে পাড়ি দিতে হবে ১৯৩ কিলোমিটার পথ। ফলে এই পথে ট্রেনটির বেনাপোল যেতে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘন্টা। সময় সাশ্রয় হবে ৪ ঘন্টা।
প্রকল্পের রেলপথটি ঘন্টায় ১২০ কিলোমিটার গতির ব্রডগেজ লাইন। যদিও ঢাকা থেকে পদ্মবিলা জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত যাওয়ার পর প্রকল্পের একটি শাখা লাইন যশোরের রূপদিয়া এবং অন্য একটি শাখা লাইন খুলনার সিঙ্গিয়া স্টেশনে যুক্ত করা হয়েছে। ফলে খুলনার ট্রেনগুলো পদ্মবিলা হয়ে সিঙ্গিয়া হয়ে খুলনা স্টেশনে যাবে। যদিও পদ্মবিলা থেকে রূপদিয়া হয়ে যশোরের দূরত্ব ১৮ কিলোমিটার।
পুরো প্রকল্প উদ্বোধনের বিষয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন বলেন, “পুরো প্রকল্পে ভাঙ্গা স্টেশনে সিগনালিংয়ের কাজ এখনও চলছে। এটি এই সপ্তাহেই শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসেই। আমরা আগামী ২০ নভেম্বরের মধ্যে একটি তারিখ নির্ধারণ করেছি।”
এদিকে রেল ভবনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন রেলপথে সময় কম লাগায় সকাল-বিকাল করে একই ট্রেনকে দুইবার চালানোর কথা ভাবছে রেলওয়ে। ট্রেনগুলো 'প্রভাতি' ও 'গোধূলী' নাম দিয়ে চালানো হতে পারে। এই পরিকল্পনার মধ্যে আছে খুলনা-ঢাকা-খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস। এছাড়া আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে বেনাপোল পর্যন্ত চালানো হতে পারে।
সার্বিক বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, “এই নভেম্বরেই পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প পুরোপুরি চালু হচ্ছে। ফলে ঢাকা-খুলনা রেলপথের দূরত্ব কমবে। এতে শুধু যাত্রীরা লাভবান হবেন তা নয়, রেলওয়েও লাভবান হবে। যাত্রার সময় কমে গেলে এই রেলপথের ট্রেনগুলোকে আমরা দিনে দুইবার করেও পরিচালনা করতে পারব। বিষয়টি এখনও পরিকল্পনায় রয়েছে।”
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে?
প্রবাসীর স্ত্রীকে রাত্রিযাপনের প্রস্তাব পুলিশ কর্মকর্তার
ট্রাম্প ঘনিষ্ঠ ভারতীয় বংশদ্ভূত ‘কাশ প্যাটেল’কি পরবর্তী সিআইএ-প্রধান?
মহিষের গুঁতোয় নারীর মৃত্যু, আহত ৩
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান
যৌক্তিক সময়ে নির্বাচন দেবে সরকার, আশা ফখরুলের
এনাম দম্পতির সম্পদের খোঁজে দুদক আদম ব্যবসার আড়ালে হুন্ডি!
মারা গেলেন নাইজেরিয়ার সেনাপ্রধান
দাম কমাতে পেঁয়াজ আমদানিতে শুল্ক-করাদি সম্পূর্ণ প্রত্যাহার
‘সাত দিনের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনলে আন্দোলন’
শুক্রবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া
নির্বাচনে জয়ী ট্রাম্পের সাথে ‘বড় পরিকল্পনা’ রয়েছে বললেন হাঙ্গেরির প্রেসিডেন্ট
ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা, ইসকনদের নিয়ে যা বলছে নেটিজেনরা
৬ দিনের রিমান্ডে আমির হোসেন আমু
বন্দরে ৮৮০০ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
ঘরে বসে পাসপোর্টের জন্য আঙুলের ছাপ দিলেন সাবেক স্পিকার, ব্যাপক সমালোচনা
কর ফাঁকির অভিযোগে ফ্রান্স ও ডেনমার্কের নেটফ্লিক্সের অফিসে তল্লাশি
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
'ক্যারিয়ারে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন'
সম্পর্ক এগিয়ে নেয়ার লক্ষ্যে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ট্রুডো-ম্যাঁক্রো