ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার এলাকায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার। এই কাঁচাবাজারটি ঘিরে স্থানীয় প্রভাবশালীরা মহাসড়কের পাশে সরকারি খালি জমি দখল করে স্থাপনা গড়ে তুলে অবৈধভাবে ভাড়া আদায় করে আসছিল। বিভিন্ন সময়ে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন ও সড়ক বিভাগ থেকে বলা হলেও এসবে কর্ণপাত করে না দখলদাররা।
অবশেষে শুক্রবার ( ৮ নভেম্বর) এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে নিমসার বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানের অংশ হিসেবে প্রথম ধাপে নিমসার বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এদিন সকাল ১০টায় জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন এবং সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম।
অভিযোগ রয়েছে, মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে ভাড়া আদায় করছিল একটি অসাধু চক্র। এ ছাড়া প্রতিবার দখল উচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা ও প্রশাসনের সিদ্ধান্তে এই বাজার থেকে খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।
সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন জানান, সাধারণ মানুষের ভোগান্তি রোধেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এক দিনে সম্ভব না হলে আমরা আবারও এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করব। তারপরও মহাসড়কের জায়গায় কেউ যেন অবৈধভাবে দোকানপাট তৈরি করে যানজট কিংবা ভোগান্তি সৃষ্টি না করে।
সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে নিমসার বাজারকে কেন্দ্র করে অবৈধভাবে দোকানপাট তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। এসব বিষয়ে সড়ক বিভাগ কিংবা প্রশাসন কারো কোনো অনুমতি নেই। এ ছাড়া অস্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের বিভাজক ব্যবহার করা হচ্ছিল। যে কারণে প্রতিনিয়ত এই এলাকায় যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০ শতাংশই নারী-শিশু : জাতিসংঘ
সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে যুব অধিকার পরিষদের মশাল মিছিল
দেশে আর কোন ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেয়া হবে না -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
যশোরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক
সেনা পরিচালক পেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে ব্র্যাকের কমিউনিটি ভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু
ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারীদের এদেশে স্থান দেয়া হবে না
নিজ নগরেই ৯ বছর মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, গড়েছেন অঢেল সম্পদ
বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : উপদেষ্টা রিজওয়ানা হাসান
মানুষের যে আশা-প্রত্যাশা ছিল তিন মাসে তা খুব একটা পূরণ হয়নি: শামসুজ্জামান দুদু
২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে: দুলু
ট্রাম্পের জয়ে পতিত স্বৈরাচার হাসিনার আরেক ষড়যন্ত্র ফাঁস
বালু ব্যবসায়ীকে নিয়ে প্রতিবেদন করায় শিবচরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
এই বাংলাদেশে যতবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে জনগণ বিএনপিকেই জয়যুক্ত করেছে -এবিএম মোশাররফ হোসেন
বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার কায়েম হতে দেওয়া হবে না -পীর সাহেব চরমোনাই
ডিভোর্সী মেয়েকে বিয়ে করায় ফ্যামিলি মেনে না নেওয়া প্রসঙ্গে?
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ নিয়ে আলোচনা
জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না -মোস্তফা
বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সা. এর জীবনাদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই
'আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা নীতিন চৌহান'