যশোরে বাড়ছে অপরাধ, এক মাসে খুন 10
১১ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
যশোরে এক মাসে অন্তত 10 জন খুন হয়েছে। বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, সহিংসতা, হামলার ঘটনা। আইনশৃংখলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বেড়েছে এসব অপরাধ প্রবণতা। এতে জনমনে বিরাজ করছে চরম আতংক। নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।
জানা যায়, গত ২৫ দিনে যশোর জেলায় অন্তত 10 জন খুন হয়েছেন। এরমধ্যে ২ নভেম্বর যশোর শহরের ধর্মতলা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন আসাদুল ইসলাম আসাদ। ৩০ অক্টোবর যশোর শহরের শেখহাটি আদর্শপাড়ায় শাহানারা বেগম সানা নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করে নিজ বাসার ভাড়াটিয়া। ২৯ অক্টোর রাতে চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন আশার ভাই আনিসুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আরও দুইজন জখম হন। ২২ অক্টোর চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় শওকত আলী নামেক এক বিএনপি কর্মী গুরুতর জখম হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও তিনজন। ১৪ অক্টোবর যশোর শহরের বকচর এলাকায় রাণী চানাচুর কোম্পানির ক্যাম্পাসের মধ্যে মিলন নামে এক গরু খামার কর্মচারীকে গলা কাটা লাশ উদ্ধার করা হয়। ১১ অক্টোবর সদর উপজেলার গোয়ালদহ গ্রামের ইটভাটার সামনে নুর নাজমা নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করে তার প্রাক্তন স্বামী। একইদিন বেনাপোল চাত্রের বিলের মাছের ঘের থেকে অহিদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৮ অক্টোবর যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামে সাইফুল ইসলাম সাগর নামে এক ব্যক্তিকে হাতুড়িপেটা করে হত্যা করে দুর্বৃত্তরা। শুধু হত্যাকাণ্ড নয়, চুরি, ছিনতাই চাঁদাবাজি, হামলা, লুটপাটের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কিছুটা তৎপর হলেও অন্য অপরাধ দমনে তেমন আগ্রহ নেই বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। লুটপাট, হামলা, ভাংচুর ও চাঁদাবাজির ঘটনায় থানায় অভিযোগ দিলেও অধিকাংশ ক্ষেত্রে মামলা রেকর্ড হচ্ছে না। কিছু ঘটনায় সাধারণ ডায়েরি নিলেও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে বিচারপ্রার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা।
নাম প্রকাশে অনিচ্ছিুক মনিরামপুরের এক ব্যক্তি বলেন, হামলা চালিয়ে আমার অফিস ভাংজচুর করা হয়েছে। থানায় অভিযোগ দিতে গেলেও নেয়া হয়নি। এ ঘটনায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা সম্পৃক্ত থাকায় পুলিশ অভিযোগ নিচ্ছে না।’
চৌগাছার একাধিক মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জানান, দফায় দফায় বাওড়ের মাছ লুট, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু মামলা রেকর্ড হয়নি। অপরাধীরা প্রকাশ্যে বেপরোয়া আচরণ করছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে যশোর পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, বিগত ১৫ বছর নানা অপকর্মে জড়িয়ে পড়েছিল পুলিশ। সরকার পরিবর্তনের পর পুলিশের মনোবল ভেঙে গেছে। এখনো পুলিশ ঠিক মত কাজ করছে না। এজন্য আইনশৃংখলার চরম অবনতি হয়েছে। খুন, চুরি, ছিনতাই, দখল, লুটপাট বৃদ্ধি পেয়েছে। যা কোনভাবেই কাম্য নয়। পুলিশের মনোবল বাড়াতে হবে, আস্থা ফেরাতে হবে। অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, সেগুলো আমরা পর্যলোচনা করেছি। হত্যাকাণ্ডগুলো কোন নির্দিষ্ট ঘটনায় ঘটেনি। পারিবারিক, জমিজমা পূর্বশত্রুতার ভিত্তিতে অধিংকাশ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের তৎপরতার কারণে কিছু হত্যাকাণ্ড প্রতিরোধ করতে পেরেছি। আর যেগুলো প্রতিরোধ করতে পারিনি, সেই হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করতে পেরেছি। পুলিশের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত