কটিয়াদীতে স্বামীকে পরিকল্পিত হত্যা, স্ত্রী আটক
১৫ নভেম্বর ২০২৪, ১২:৩০ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ১২:৩০ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে শাহীন (৩৫) নামে স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ঝুমুর উরুফে ঝর্ণা আক্তারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর অনুমান সাড়ে তিনটার দিকে পৌর এলাকার পশ্চিমপাড়া মহল্লার সৌদিয়া ভবনের পাঁচতলা ভাড়া বাসায়। নিহত শাহীন উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের মো. তৈয়ব উদ্দিনের একমাত্র ছেলে। জানা যায়, শাহীন তিন কন্যা সন্তানের জনক। এক বছর পূর্বে কটিয়াদী পশ্চিমপাড়া মহল্লার আবুল হোসেনের মেয়ে দুই সন্তানের জননী ঝর্ণা আক্তারকে ঘটনাক্রমে বিয়ে করতে বাধ্য হয়। ঝর্ণা আক্তার বিয়ের পর পশ্চিমপাড়া মহল্লায় তার বাবার বাড়ির পাশে ভাড়াবাসা সৌদিয়া ভবনের পাঁচতলায় স্বামী শাহীনকে নিয়ে বসবাস করতেন। দুজনেই স্থানীয় ডায়াগনষ্টিক সেন্টারে চাকরি করে। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী ও পিতা মাতার সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। প্রথম স্ত্রী সন্তানদেরকে নিয়ে পৃথক বাসায় থাকে। মাঝে মাঝে সন্তানদেরকে দেখার জন্য পৌর এলাকার কামারকোনায় প্রথম স্ত্রীর বাসায় যেতো।
বুধবার সন্ধ্যায় সন্তানদেরকে দেখার জন্য প্রথম স্ত্রীর বাসায় গেলে এ নিয়ে ঝর্ণা আক্তার স্বামী শহীনের সাথে ঝগড়া করে। রাতে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে গভীর রাতে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে। ঘটনার পর ঝর্ণা তার মাকে সংবাদ দেয়। ভোর চারটার দিকে তার মা বাসার মালিক শাহ আলমকে ডেকে তুলে। কি হয়েছে জানতে চাইলে বলে, মেয়ের জামাই রাতে অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে নিতে হবে। শুনে বাড়ির মালিক শাহ আলমসহ ঝর্ণার মা পাঁচতলায় যান। বাড়ির মালিক শাহ আলম জানান, পাঁচতলায় শাহীনকে ফ্লোরে পড়ে থাকতে দেখেন। পাশে তার স্ত্রী বসে আছে। পরে মা মেয়ে তাকে তুলে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার স্বামী আত্মহত্যা করেছে বলে দাবী করলেও প্রথম স্ত্রী সুলতানা রাজিয়া ও শাহীনের পিতা মাতা পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে দাবী করেন। তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। শাহীনের পিতা মো. তৈয়ব উদ্দিন জানান, তিন সন্তান রেখে সে আবার বিয়ে করায় আমাদের সাথে ছেলের সম্পর্কের অবনতি ঘটে। তবে ছেলে প্রায় সময় তার মাকে বলতো ঝর্ণা তার বন্ধু বান্ধব নিয়ে ছেলেকে নির্যাতন করতো। এতে সে মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে গত কিছুদিন পূর্বে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করেছে।
কিন্তু ঝর্ণা বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নেয়নি। সামান্য ছুতানা নিয়ে শাহীনের সাথে ঝাগড়া বিবাদ করতো। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, ভোর ৫টায় তাকে হাসপাতালে নিয়ে আসে। তখন ইসিজি এবং পরীক্ষা নিরীক্ষা দেখা যায় বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে। কটিয়াদী মডেল থানার অফিসার ইন চার্জ মো.তরিকুল ইসলাম বলেন, শাহীনের লাশ হাসপাতাল থেকে নিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার গলায় নিচে একটি আঘাতের চিহ্ন রয়েছে। স্ত্রী ঝুমুর উরুফে ঝর্ণাকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন
ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি
আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন
লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব
খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার
১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান
বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির
অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা
কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি
সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত