বঙ্গবন্ধু বাদ দিয়ে তিন মাস পর খুললো গাজীপুরের সাফারি পার্ক
১৫ নভেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম
পুরো মেরামত শেষ না হলেও পর্যটন মৌসুম বিবেচনায় আংশিক খুলো দেওয়া হলো গাজীপুরের সাফারি পার্ক। তবে বিনোদন কেন্দ্রটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’ নাম থেকে বদলে ‘সাফারি পার্ক, গাজীপুর’ নতুন নাম দেওয়া হয়েছে।
এর আগ গত পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিনোদন কেন্দ্রটিতে ব্যাপক ভাঙচুর-লুটপাটের পর থেকে জীববৈচিত্র্যসমৃদ্ধ পার্কটি বন্ধ ছিল।
শুক্রবার সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হয়।
সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, পার্কটি আক্রান্ত হওয়ায় তিন মাস ১১ দিন বন্ধ ছিল। এসময় মেরামত কাজ পুরোপুরি শেষ না হলেও পর্যটন মৌসুম বিবেচনায় দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হয়েছে।
তিনি জানান, পাঁচ আগস্ট পার্কটিতে হামলা চালিয়ে মূল ফটক, শেখ মুজিবুর রহমানের মুরাল, প্রাণী জাদুঘর, পাখিশালা ও পার্ক অফিসসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। লুটপাট করা হয় নানা সরঞ্জাম। এমন বাস্তবতায় পার্কটি বন্ধ রাখা হয়। টানা মেরামত কাজ করে খুলে দেওয়ার খবরে পর্যটক আসতে শুরু করেছেন।
তিনি জানান, সেদিন পার্কে ভাঙচুর ও লুটপাটে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। ফলে ওই দিনই অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর টানা সংস্কারকাজ চালানো হয়েছে। কিছু কাজ এখনও শেষ হয়নি।
এখন থেকে পার্কটি নিয়মিত খোলা থাকবে জানিয়ে তিনি বলেন, পার্কের মূল ফটকসহ বিভিন্ন অংশের ইজারা প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পার্কের কার্যক্রম চলবে। সাফারি পার্কের বন্ধ থাকা চারটি বিভাগ ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, প্রজাপতি কর্নার, ফেন্সি ডার্ক গার্ডেন ও শিশু পার্ক সংস্কারকাজ শেষে শিগগিরই খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা এবং সদর উপজেলার পীরুজালী ইউনিয়নের চার হাজার ৯০৯ একর বনভূমি ছোট-বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত এ সাফারি পার্ক। এর মধ্যে তিন হাজার ৮১০ একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসরাইল ও হামাসের মধ্যে কেন মধ্যস্থতা করতে পারলো না কাতার?
মোদীকে বহনকারী প্লেনে যান্ত্রিক ত্রুটি, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
বেনাপোল -সেনা সদস্যরা চিহ্নিত ৩ সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও ধারালো ছোরাসহ গ্রেফতার করেছে
কোম্পানীগঞ্জে জলদস্যুদের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত, গ্রেফতার-৫
সুন্দরবনের দুবলা চরে রাস মেলায় ২ ট্রলারে সংঘর্ষে ৩ জন আহত
একাই ১০ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে কাম্বোজ
সিলেটে ৬৩ লক্ষ ৮১ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করলো বিজিবি
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, জাতীয় পার্টির টিপু কারাগারে
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৭ নভেম্বর
ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড দলে নেই এজাজ
সিলেটে জেলা পুলিশের চোখ বাঁধা : শত শত বস্তা ভারতীয় চিনি ধরলো এসএমপি পুলিশ
সৈয়দপুরে ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন
গুমের শিকার হওয়া পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে
ফ্যাসিস্ট আমলে তুলসী গ্যাবার্ডের করা পুরানো রেজুলেশন নিয়ে এবার ভারতীয় মিডিয়ার বাংলাদেশ-বিরোধী মিথ্যাচার
এবার সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ডাক সাদপন্থীদের
এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা আছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে: মাহমুদুর রহমান
চিফ প্রসিকিউটর নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন নুর
শহীদদের রক্তের সঠিক মূল্যায়ন করা না হলে আল্লাহর গজব আসতে পারে জুমার খুৎবা পূর্ব বয়ানে খতিব মুফতি আব্দুল মালেক
সংকট নিরসনে সংস্কার কার্যক্রম চলছে : অর্থ উপদেষ্টা
বগুড়ায় চাঞ্চল্যকর সালমা হত্যা নিয়ে র্যাব ও পুলিশের বিপরীত অবস্থান নিয়ে ধুম্রজাল