ডিএসবির এক এসআইকে ক্লােজড করলেন সিলেটে এসপি, নৈপথ্যে চোরাই পণ্যের তথ্য!
১৬ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
পুলিশের বিশেষ শাখার ( ডিএসবি) এক এসআই কে ক্লােজড করেছেন সিলেট জেলা পুলিশ সুপার। একই সাথে ক্লোজড এর তালিকায় রয়েছেন আরও দু'জন কর্মকর্তা। তারা হচ্ছেন কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সজিব দেব রায় ও এএসআই মো: জাহিদুল ইসলাম। মুলত জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুসতাকিম আহমদ ফরহাদের চোরাই চিনির তথ্য থানা পুলিশকে প্রদানের রোষানলে পড়ে ক্লোজড এর মুখে পড়েছেন ডিএসবির এসআই দেলোয়ার। এই ক্লোজড কান্ডে মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করে স্থানীয় চোরাকারবারীরা। গত ৫ নভেম্বর সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে ওই ৩ কর্মকর্তাকে সংযুক্ত করা হয় জেলা পুলিশ লাইন্সে। একাধিক সূত্র নিশ্চিত করেছে, চিনির চালান আটকানোর পর এসআই দেলোয়ারকে মোবাইলে কল দিয়ে চালান ছেড়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন যুবদল নেতা ফরহাদ। কিন্তু এতে এসআই দেলোয়ার অপারগতা দেখালে, পুলিশের উর্ধ্বতনদের দিয়ে সায়েস্তা করানোর হুমকি দেন ফরহাদ। সেকারনে এই উর্ধ্বতন কর্মকর্তা কে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে স্থানীয় চোরাকারবারীদের সূত্র নিশ্চিত করেছে স্থাণীয় কোম্পানীগঞ্জ -গোয়াইনঘাট থানার সার্কেল এএসপি সাহিদুর রহমানের নাম। এমনকি চলমান সময়ে চোরাকারবারীদের নিয়ন্ত্রক তিনি। এ দুই থানার নবাগত ওসি দু'জন মাঠ পুলিশিংয়ে অনভিজ্ঞ । অথচ প্রাকৃতিক সম্পদ ও চোরাকারবারীদের অভরায়ণ্য এই দুই থানা এলাকা। সম্পদ বা ক্রাইম মোকাবেলায় এরা একেবারে আনাড়ী। সেই সুযোগ তাদের উপর চড়ি ঘুরিয়ে চোরাকারবারীদের নিজস্ব ছকে নিয়ন্ত্রণ করে অর্থ ধান্ধ্যায় ব্যস্ত হয়ে উঠছেন ওই এএসপি। এমনকি তার দায়িত্বরত এলাকার চোরাকারবারকে অন্ধকারে রাখতে পথের কাঁটা দূরীকরণে চালিয়ে যাচ্ছেন বহুমুখী কূট কৌশল। সেকারেন এই এলাকায় চোরাইপণ্য জব্ধে অভিযান নেই বললেই চলে। পুলিশ ফোর্স নিস্ক্রিয়, ডিএসপির নজরদারীও থমকে দিতে এসআই দেলোয়ারকে ক্লোজড করিয়ে বার্তা দিলেন অন্যদের তিনি। তার এহেন কার্যক্রমে পুলিশের ড্যামেজ ইমেজ পুনরুদ্ধারকে করেছে প্রশ্নবিদ্ধ। কারন এখনকার বাস্তবতা হলো কর্তব্য করলে বাঁঁশ। সেকারনে কতিপয় অসৎ পুলিশের চক্রান্তে তুলনামুলক সৎ কর্মকর্তারা শিকার হচ্ছেন হেনস্তাসহ মানসিক টর্চারের। এতে কর্তব্য কর্মের প্রতি আগ্রহ হারিয়ে হাতপাও গুটিয়ে বসাকে শ্রেয় মনে করছেন।
একাধিক সূত্র মতে, ক্লোজড নিদের্শনার অন্যতম পুলিশ কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার সজিব দেব রায়ের বিরুদ্ধে রয়েছে মামলা বাণিজ্য ছাড়াও তার বিরুদ্ধে ভারতীয় কাপড়, চিনি, চকলেট-কসমেটিক্স ও সাদাপাথরের লাইনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ । অভিযোগ রয়েছে ভারতীয় চোরাচালানীদের কাছ থেকে মাসোহারা ও চিনির বস্তা প্রতি টাকা নিতেন এসআই সজিব। কাঠালবাড়ী-লম্বাখান্দির পশ্চিম হাওরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারীদের কাছ থেকেও থানার একজন এসআই এর মাধ্যমে প্রতিরাতে ৫০ হাজার টাকা আনতেন। অন্যদিকে, আওয়ামীলীগ নেতাদের নামে দায়েরকৃত মামলার আসামিদের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এসবের হিসাব কষতে মাসিক বেতনে মান্না নামের একজন সহকারীও রয়েছে তার।
জানা যায়, ৩ নভেম্বর দিবাগত রাত ২টায় ডিএসবি’র এসআই মো. দেলোয়ার হোসেনের কাছে ফোন আসে তেলিখাল বাজারে ২টি ট্রাকে চিনি লোড হবে। এমন খবর পেয়ে ডিএসবি’র এসআই মো. দেলোয়ার হোসেন ও এএসআই জহিরুল ইসলাম সেখানে যান। গিয়ে দেখেন ২টি ট্রাকে চিনি বোঝাই করা হচ্ছে। তাদের দেখে চিনি চোরাকারবারিরা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এসময় রাত্রিকালীন জরুরি ডিউটিতে থাকা পুলিশের টিমকে কল করেন এসআই দেলোয়ার। তাদেরকে না পেয়ে সেকেন্ড অফিসার এসআই সজিব দেব রায়কে কল দেন তিনি। পরে সেকেন্ড অফিসার জরুরি ডিউটিতে থাকা এএসআই জালাল উদ্দিনকে সেখানে পাঠান। এর কিছুক্ষণ পর সেকেন্ড অফিসার নিজেও সেখানে চলে যান। এরপর সকাল ১০টায় গাড়ি ২টি থানায় নিয়ে আসেন তারা। এসময় গাড়ির একজন লেবারকে আটক করা হয়। এ ঘটনায় লেবার সহ ২জনের নাম উল্লেখ করে ৪ নভেম্বর বেলা ১.৩০ মিনিটে থানায় মামলা দায়ের করা হয়।
এর আগে ভারতীয় চিনি আটকের বিষয়ে এসআই সজিব দেব রায় ৩৩ জনের নামে মনগড়া একটি এজাহার তৈরি করেন। এই এজাহার থেকে নাম বাদ দেওয়ার জন্য টাকা দাবির অডিও রেকর্ড ফাঁস হয় তার। পরদিন তাকে সহ ক্লোজড করা হয় আরো ২ পুলিশ সদস্যকে।
সুত্র আরও জানায়, এ ঘটনায় এসআই সজিব ৩৩ জনের নাম উল্লেখ করে একটি এজাহার তৈরি করেন। এই এজাহারের কপি তার এক বিশেষ সহকারীকে দিয়ে আসামিদের কাছে পাঠান। আসামিরা এজাহারে তাদের নাম দেখে হতভম্ব হয়ে পড়েন। তখন ওই বিশেষ সহকারী তাদের অভয় দেন যে টাকা দিলে মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া যাবে। এদিকে মামলা দিনে ১.৩০ মিনিটে রেকর্ড হওয়ার খবর গোপন রেখে রাত ৯টায় ৩৩ জনের নামের তালিকা সেকেন্ড অফিসার বিশেষ সহকারীকে দিয়ে ওই এলাকায় পাঠিয়ে ছিলেন। তখন তারা একটি বাড়িতে একত্রিত হয়ে সেকেন্ড অফিসারের সাথে ফোনে কথা বলেন। এসময় মামলা থেকে ১৯ জনের নাম বাদ দেওয়ার জন্য জনপ্রতি ১০ হাজার টাকা দাবি করেন তিনি। লাউড স্পিকারে সকলের সামনে তার সাথে টাকার বিষয়ে কথা বলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার দিলোয়ার মিয়া।
উত্তর রনিখাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার দিলোয়ার মিয়ার সাথে এসআই সজিব দেব রায় এর দরকষাকষির একটি অডিও রেকর্ড হাতে আসে এই প্রতিবেদকের। এতে এসআই সজিবকে বলতে শুনা যায় ‘দ্রুত যা করার করেন।’ তখন ফোনের ওপর প্রান্তে থাকা দিলোয়ার মেম্বার বলেন ‘আমরা এখানে ১৮-১৯ জন আছি, কত দেওয়া যায় একটু সীমিত করে যদি বলেন।’ সজিব বলেন ‘১৯ জনের কাছ থেকে ১০ হাজার করে নেন।’ তখন মেম্বার বলেন ‘ওরা মরে যাবে এত টাকা দিতে পারবে না।’
সজিব বলেন ‘তাহলে আপনে মুরব্বি মানুষ আপনিই বলেন।’ মেম্বার বলেন ‘তারা আমাকে ধরছে যে ২০ হাজার টাকা দিবে আর যাতে তাদেরকে হয়রানি করা না হয়।’ তখন এসআই সজিব ১৯ জনের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিতে বলেন মেম্বারকে।
কোম্পানীগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান বলেন, পুলিশ সুপার ৩ পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে সংযুক্তির আদেশ দিয়েছেন। কিন্তু কি কারণে তা আমার জানা নাই। তারা ইতিমধ্যে সিলেট পুলিশ লাইন্সে চলে গেছেন।
স্থানীয় সূত্র বলছে, ক্লোজড কান্ডের পর সেই এলাকায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা কাজের স্পিহা হারিয়ে ফেলছেন। অপরাধী বা অপরাধের আলামতের উপর অভিযানে পুরস্কারের পরিবর্তে তিরস্কারের ঘটনায় তারা চিন্তিত ও উদ্বিগ্ন। বিশেষ করে অপরাধীদের সহযোগী হয়ে উর্ধ্বতন কথিত কর্মকর্তাদের চোর পুলিশ খেলার বলি হতে রাজি নন তারা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সবার আগে সকলের সুস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে- খুলনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা
যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বিমানে বন্দুক হামলা
জেলেনস্কি বিশ্বাস করেন ট্রাম্পের সময়েই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি হবে
"বিচ্ছেদের পর প্রথমবারের মতো মঞ্চ মাতালেন জেনিফার লোপেজ"
প্রতিদিনই বাংলাদেশকে সংস্কার করা দরকার : মান্না
পুলিশ সংস্কার প্রস্তাবনা জমা দিল বিএনপি
বিশ্বব্যাপী ফ্যাশন আইকন ৮০ বছরের দাদির নতুন জীবনের গল্প
শিবালয়ে নৌকা থেকে পানিতে পড়ে এক ব্যাক্তির মৃত্যু
সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা, সাংবাদিকসহ আহত ২০
অস্ট্রেলিয়াকে অল্পতেই আটকে দিল পাকিস্তান
খুলনায় নিয়মিত আন্তর্জাতিক খেলাধুলা অনুষ্ঠিত হবে- আজিজুল বারী হেলাল
পবিপ্রবিতে মাদকসহ বহিরাগত ৩ যুবক আটক
স্বৈরাচারী দোসরদের বিচার দাবিসহ ভিসি বরাবর ইবি ছাত্রদলের ১৯ দফা
ইবনেসিনা ট্রাস্ট কোন রাজনৈতিক দল ও ধর্মের নয়,এটি সবার প্রতিষ্ঠান - অধ্যাপক আ ন ম আব্দুজ জাহের
দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
নিউজিল্যান্ডে বিতর্কিত বিলের বিরোধিতায় সংসদে উত্তেজনা
সিরাজদিখানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
হবিগঞ্জে বিজিবি'র অভিযান : কাপড়, কসমেটিকস্ সহ ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে - অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
একটি নৃশংস হত্যাকাণ্ড ও অভিবাসন বিতর্কে উত্তাল যুক্তরাষ্ট্র