যশোরে যৌনকর্মীর সাথে মোবাইলে কথা বলায় বাস হেল্পার বাপ্পি খুন, আটক ১
১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৩ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫৮ এএম
যশোরে যৌনকর্মী প্রেমিকার সাথে মোবাইল ফোনে কথা বলায় বাসের মধ্যে লুকিয়ে থাকা ঘুমন্ত হেলপার বাপ্পিকে (২৩) ছুরিকাঘাতে খুন করে তারই সহকর্মী আরেক হেলপার রানা সরদার (২১)। রানা যশোর সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মৃত আরিফুল সরদারের ছেলে। পুলিশের হাতে আটক হওয়ার পর রানা সরদার এই হত্যার কারণ জানায়।
এছাড়া আটক রানা যশোরের জুডিশিয়াল আদালতের বিচারক গোলাম কিবরিয়ার কাছে এই হত্যার কথা স্বীকার করেছে। আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে।
পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের লোহাপট্টি এলাকার যৌনপল্লীতে বসবাসকারী সাদিয়া আক্তার পপির সাথে মাস দেড়েক আগে পরিচয় হয় রানা সরদারের। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রানা ও নিহত বাপ্পি একই বাসের হেলপার। ফলে রানাও তার সহকর্মী বাপির সাথেও সাদিয়া আক্তার পপির পরিচয় করিয়ে দেয়। মাঝে মধ্যে রানা ওই যৌনপল্লীতে যাতায়াত করতো। পরিচয়ের সূত্রধরে নিহত বাপ্পিও মোবাইল ফোনে কথা বলতো যৌনকর্মী পপির সাথে। এই বিষয়টি বুঝতে পারে রানা। বেশ কয়েকদিন দুইজনের ফোন ব্যস্ত থাকায় রানার সন্দেহ হয়। সে মনে করতো তাকে বাদ দিয়ে বাপ্পির সাথে পপির প্রেমের সম্পর্ক হয়েছে। এই নিয়ে দুইজনের মধ্যে বাকবিতন্ডাও হয়েছে। ফলে রানা ক্ষোভে বাপ্পিকে হত্যার পরিকল্পনা করে।
তারা দুইজনেই যে বাসের (সরদার ট্রাভেলস ঢাকা মেট্টো-ব-১৫-৯৭৯৮) হেলপার সেই বাসটি ১৫ নভেম্বর রাতে মনিহার এলাকার তালতলা মনির উদ্দিন পেট্রোল পাম্পের সামনে রাস্তার ওপর রাখা ছিলো। বাসের চালক ও সুপারভাইজার বাড়িতে চলে যান। বাসের মধ্যে একাই ছিলেন নিহত বাপ্পি। পরিকল্পনা অনুযায়ী, ১৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসের জানাল দিয়ে ঢোকে রানা। সাথে নেয় একটি চাকু। বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন বাপ্পি। ঘুমন্ত বাপ্পিকে চাকু দিয়ে আঘাত করে রানা। একের পর এক চাকু দিয়ে আঘাত করায় বাপ্পি নিস্তেজ হয়ে পড়ে। ফলে বাসের মধ্যেই চাকু ফেলে রানা ফের জানালা দিয়ে বাইরে বের হয় এবং পালিয়ে যায়। ১৬ নভেম্বর সকালে চালক এনামুল হোসেন এবং সুপারভাইজার উজ্জল ঢাকায় যাওয়ার জন্য বাসের কাছে যায়।
কিন্তু দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উকি মেরে দেখেন ইঞ্জিন কভারের ওপর রক্ত লেগে আছে। সে সময় বাসের ম্যানেজারসহ শ্রমিক নেতাদের সংবাদ দেন। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের দরজা খুলে বাপ্পির মরদেহ দেখতে পায়। সেখান থেকে একটি রক্তমাখা চাকুও উদ্ধার করে। পুলিশ বাসটি জব্দ করে থানায় নেয় এবং হেফাজতে নেয় চালক ও সুপারভাইজারকে।
ডিবি পুলিশ জানিয়েছে, তারা ঘটনা জানার পরপরই হত্যার মোটিভ উদঘাটনের জন্য তৎপর হয়। তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগা মোড় থেকে গত শনিবার বিকেলে রানাকে মোবাইল ফোনসহ আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এই হত্যার কথা স্বীকার করে।
এই ঘটনায় নিহতের পিতা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস আলী কোতয়ালি থানায় রানাসহ অজ্ঞাত ২/৩ জনের নামে একটি হত্যা মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটক রানাকে রোববার বিকেলে আদালতে হাজির করা হয়। সে আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রুশ ব্যালে তারকা ভ্লাদিমির শক্লিয়ারভের মর্মান্তিক মৃত্যু
জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে কাপ্তাইয়ের কবিরুল ইসলাম
হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ
হাসিনার সব অপরাধের সহযোগী ছিলো মন্ত্রী-এমপিরা : চিফ প্রসিকিউটর
বায়ুদূষণে চরম বিপর্যস্ত দিল্লি, এবার বন্ধ হলো স্কুল-নির্মাণকাজ
"গায়িকা জোজোর ছেলে চকলেট ভেবে গিলে ফেলেছে বুলেট"
সাংবাদিকদের নামে মামলা গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ ও নিন্দা
ইসরায়েলি হামলায় নিহত ১১১, ‘গণহত্যা’ দাবি করে তদন্তের আহ্বান পোপ ফ্রান্সিসের
বেতনের দাবিতে বেক্সিমকো শ্রমিকদের তৃতীয় দিনের মতো অবরোধ, সড়কে যৌথবাহিনী
১৩৭ একর জায়গাজুড়ে নির্মিত হলমার্ক এখন ধ্বংসস্তূপ, সব যন্ত্রপাতি লুট
লক্ষ্মীপুরের মাওলানা আব্দুল হান্নান আর নেই
ঢাবিতে ভর্তি: ১৪ দিনে সোয়া দুই লাখ আবেদন, বেশি বিজ্ঞানে
কখনো ভাবিনি নারীদের অধিকার এত সহজে হারিয়ে যাবে : মালালা
কিশোরগঞ্জে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
অস্ট্রিয়ার জাতীয় দিবসে অনারারি কনস্যুলেট, ঢাকার শুভেচ্ছা!
গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ১৩ আসামিকে
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১০ এবং ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়
আন্তর্জাতিক বিজ্ঞাপনে নজর কেড়েছে শাহরুখ খান
কেরানীগঞ্জ প্রেস ক্লাব থেকে রায়হান ও ইউসুফ বহিষ্কার
যশোর শহরে ফের ভেজাল লুব্রিকেন্ট কারখানার সন্ধান, জরিমানা ও কারখানা সীলগালা