ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বিচারের দাবীতে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বিক্ষোভ
১৯ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
আওয়ামী দোসর ও ফ্যাসিবাদের প্রেতাত্মা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার ট্রাস্টি এবং দোষী প্রশাসনের বহিস্কার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা মহানগরীর মজিদ সরণীতে অবস্থিত ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনের সড়কে এ বিক্ষোভ করেন তারা।
এসময় শিক্ষার্থীরা দাবি তুলে বলেন, ট্রাস্টি তৌহিদুল ইসলাম আজাদ খুলনার মেয়র নির্বাচনে (২০১৮ এবং ২০২৩) ভার্সিটিতে মিটিং করে ভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরে আওয়ামী দোসর খালেক তালুকদারের পক্ষে প্রচারণায় বাধ্য করে। ভার্সিটির ফান্ডের টাকা এই প্রচারনায় ব্যায় করে এবং ভিন্ন পন্থায় ভার্সিটি থেকে প্রচুর টাকা উত্তোলন করেছে। এর সাথে সার্বক্ষণিক প্রভাব বিস্তার করেছে ট্রাস্টি সৈয়দ মো: ওবায়দুল্লাহ রিপন, ট্রাস্টি পবিত্র কুমার সরকার।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে যে সকল শিক্ষক- ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমর্থন জানিয়েছিল, তাদের স্ক্রিনশট রেখে দিত পবিত্র কুমার সরকার ও সৈয়দ মো: ওবায়দুল্লাহ রিপন। এদের কাছ থেকে সংগ্রহ করে মেয়র অফিসে (খুলনা সিটি কর্পোরেশন) জমা দিত তৌহিদুল ইসলাম আজাদ। গণঅভ্যুত্থান সফল না হলে এ সকল শিক্ষকগণ চাকুরিচ্যুত পর্যন্ত হতে পারত।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন মৃত্যু মুখে, তখন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফেসবুক পেইজ ২-৮ আগস্ট ২০২৪ এ্যাডমিশন ফেয়ারের বিজ্ঞাপন দেয়। উক্ত তিন জন ট্রাস্টি, ভিসি এবং ট্রেজারারকে ব্যবহার করে আন্দোলনের দৃষ্টি ভিন্ন দিকে প্রভাবিত করতে এই কাজ করেছে। শিক্ষার্থীদের জীবন থেকে, তাদের বিজ্ঞাপন বড়? ফ্যাসিস্ট প্রশাসন কে এর জবাব দিতে হবে।
২০১৩ থেকে ২০২৪ পর্যন্ত ৫০ কোটি টাকার অধিক এই ট্রাস্টি বোর্ড আত্ত্বসাৎ করেছে।
প্রতিষ্ঠার ১২ বছরে পার্মানেন্ট ক্যাম্পাস না করে একের পর এক কথা শুনিয়ে টাকা আত্মসাৎ করে যাচ্ছে। অন্যদিকে তৌহিদুল ইসলাম আজাদ, ওবায়দুল্লাহ রিপন প্রায় ১ কোটি টাকার কাজ বিনা টেন্ডারে করিয়েছে। ভিসি এবং ট্রেজারার কে ব্যবহার করে।
প্রতিষ্ঠার ১২ বছরে সমাবর্তন না করে বর্তমান ফান্ড থেকে টাকা আত্মসাতের পথ খুজছে। এই টাকা আত্মসাত বন্ধ করতে পরিচালনা পরিষদে সুষ্ঠু তদন্তের আগ পর্যন্ত ছাত্র-শিক্ষক প্রতিনিধি চাই।
বর্তমান ট্রাস্টিদের ভিতর কেউ চেয়ারম্যান পদে থাকতে পারবেনা, নতুন গ্রহণযোগ্য কাউকে দিতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবের শিক্ষার্থীরা হুমকির ভিতর থাকবে এবং বর্তমান দোষী ট্রাস্টিদের বাঁচাতে চাইবে।
শিক্ষার্থীরা এসব লোকের ব্যক্তিগত অপরাধের আমলনামাও তুলে ধরে বলেন,
পবিত্র কুমার সরকার এর অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে উসকানি মূলক ফেসবুক পোস্ট রয়েছে। ২০১৯ সালে ছাত্রলীগ নেতার মাধ্যমে আইন বিভাগের সমস্যা সমাধানের কথা বলে ১৫ লাখ টাকা আত্তসাৎসহ অন্যান্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ওবায়দুল্লাহ রিপনের পারিবারিক প্রতিষ্ঠান" জেনারেল কম্পিউটার" থেকে ইলেকট্রনিক এবং কম্পিউটার যন্ত্রাংশ ভার্সিটিকে কিনতে বাধ্য করা, খালেক তালুকদারের সাথে ভার্সিটিতে এসে বিভিন্ন প্রোগ্রামে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিষদাগার করাসহ প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ করেন তারা।
তৌহিদুল ইসলাম আজাদ তার প্রতিষ্ঠান" আজাদ ইঞ্জিনিয়ারিং" খালেক তালুকদারের সাথে অবৈধভাবে ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে টাকা আত্তসাৎ (বিভিন্ন পত্রিকায় প্রকাশিত), দুদকের মামলা, পার্মানেন্ট ক্যাম্পাস এর ৫ বিঘা জমি জোর পূর্বক দখল, নিজের মেয়ে (নুজহাত নৌরি ইসলাম) কে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী প্রভাষক হিসেবে যোগদান করানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
উল্লেখ, ৫ আগস্ট সরকার পতনের পর তড়িঘড়ি করে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে সিরাজুল হক চৌধুরীকে ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান করে বিএনপি ট্যাগ দেবার চেষ্টা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৪ তলায় বসে তৌহিদুল ইসলাম আজাদ এবং ওবায়দুল্লাহ রিপন ঘোষণা দেন প্রয়োজনে বিএনপিকে টাকা দিয়ে হলেও ম্যানেজ করব। এ জন্য শিক্ষার্থীরা আরো চিন্তিত, বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করে এরা পার পেয়ে যাবে। এছাড়া সাবেক রেজিস্ট্রার এবং অর্থ ও হিসাব শাখার প্রধানও ৫ আগস্ট এর পর পদত্যাগ করে, যা সন্ধেহজনক। টাকা আত্মসাত করার জন্য আগের দুজন কে বিদায় করে নতুন হিসাব শাখার প্রধান এবং রেজিস্ট্রারকে বসানো হতে পারে বলে শিক্ষার্থীরা মনে করে।
বিক্ষোভে বক্তব্য দেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী রিফাত, রাফিদ, রাব্বি, ফরহাদ হোসেন নাহিদ, তাসিক প্রমুখ।
বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী দোসর ও ফ্যাসিবাদের প্রেতাত্মা ট্রাস্টি এবং দোষী প্রশাসনের বহিস্কার ও শাস্তির দাবিতে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর বলেন, ট্রাস্টি বোর্ড নিয়ে কথা বলার এখতিয়ার নেই আমার। তারপরও বলছি, সংস্কারের অংশ হিসেবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেককে পরিবর্তন করা হয়েছে। ৩০ জন ছাত্র আন্দোলনে নেমেছে এটা কতটা যৌক্তিক তা আমার জানা নেই।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত