সুরমা-কুশিয়ারার জন্য ১৭৮৫ কোটি টাকার প্রকল্প
২৩ নভেম্বর ২০২৪, ০২:১১ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০২:১১ পিএম
সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ পয়েন্টে এসে ভারত থেকে নেমে আসা বরাক নদী দুই অংশে ভাগ হয়ে সুরমা-কুশিয়ারা নামধারণ করে দুইদিক দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। কখনো নদী দুটি সীমান্ত নদী হিসেবে, আবার কখনো বাংলাদেশের অভ্যন্তর দিয়ে প্রবাহিত হয়েছে। বর্ষায় ফুলেফেঁপে ওঠা নদী দুটির পানি তলানিতে ঠেকে শীতমৌসুমে। আর এই সময় শুরু হয় ভাঙন। এবার শুষ্কমৌসুমের শুরুতেই সুরমা-কুশিয়ারার অন্তত অর্ধশতাধিক স্থানে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। বিশেষ করে কুশিয়ারা নদীর ভাঙনে সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম, জনপদ, কৃষিজমি, সড়কসহ বিভিন্ন অবকাঠামো বিলীন হয়ে গেছে। শত মানুষ বাড়িঘর ও জমি হারিয়ে রয়েছে অন্যের আশ্রয়ে। অব্যাহত ভাঙনে এরই মধ্যে জকিগঞ্জের সীমানা পরিবর্তন হয়ে গেছে। এখানেই শেষ নয়, কুশিয়ারা নদী জকিগঞ্জের দিকে এমনভাবে ঢুকেছে যে, এই উপজেলার মানচিত্রই বদলে গিয়েছে।
এর মধ্যে কুশিয়ারা নদীর ৪১ কিলোমিটার সীমান্ত নদী। প্রতিবছর বাংলাদেশের প্রান্ত ভেঙে বড় বড় চর জাগছে ভারত অংশে। এতে ভিটেমাটিহারা হচ্ছেন বাংলাদেশ অংশের মানুষ, অন্যদিকে চর এলাকা ভোগ করছে ভারত।
এখন ভাঙন ও বন্যারোধে দুই নদীর সুরক্ষা বাঁধ নির্মাণ ও নাব্যতা বৃদ্ধিতে ১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রকল্প তৈরি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শিগগির এই প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রতিবছর শুষ্ক মৌসুমে সুরমা ও কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। এবার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। শুষ্ক মৌসুমের শুরুতেই ভাঙন দেখা দিয়েছে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে।
এর মধ্যে জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই, ছবড়িয়া, মানিকপুর, বাখরশাল, শষ্যকুঁড়ি গ্রাম রয়েছে মারাত্মক ঝুঁকিতে। তাছাড়া পৌরসভার মাইজকান্দি, জকিগঞ্জ বাজার, ছয়লেন, নরসিংহপুর ও হাইদ্রাবন্দ গ্রাম রয়েছে ভাঙনের ঝুঁকি। তাছাড়া ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন খলাছড়া ইউনিয়নের ভুঁইয়ারমুড়া, পশ্চিম লোহারমহল, কাপনা, গাগলাজুর, সোনাপুর, বেউর, সুলতানপুর ইউনিয়নের খাদিমান, অজরগ্রাম, সুলতানপুর, ইছাপুর, গঙ্গাজল, ভক্তিপুর, সহিদাবাদ, রহিমপুর, বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি, উত্তরকুল, লাড়িগ্রাম, আমলশীদ, বারঠাকুরী, বিন্নাপাড়া, ছালেহপুর, কসকনকপুর ইউনিয়নের বলরামেরচক, হাজিগঞ্জ, মুন্সিপাড়া, মিয়াগুল, চেকপোস্ট, মৌলভীরচক, বিয়াবাইল, ইনামতি, মানিকপুর ইউনিয়নের হরাইত্রিলোচন, আকাশমল্লিক, বাল্লা, রঘুরচক, কাজলসার ইউনিয়নের নালুহাটি, বড়বন্দ, আটগ্রাম, বারহাল ইউনিয়নের চক, নিজগ্রাম, পুটিজুরি, চককোনাগ্রাম, নোয়াগ্রাম, বিরশ্রী ইউনিয়নের সোনাপুর, পিয়াইপুর, পীরনগর, লক্ষ্মীবাজার, বড়চালিয়া, উজিরপুর, কোনাগ্রাম, মাজরগ্রাম, লাফাকোনা, বড়পাথর, জামডহর, সুপ্রাকান্দি।
কুশিয়ারার ভাঙন কবলিত রারাই গ্রামের এক বাসিন্দা বলেন, 'একসময় আমাদের গ্রামটি অনেক বড় ছিল। নদীর ডাইক অনেক দূরে ছিল। নদীর তীরে বিশাল মাঠে ছেলেরা খেলাধুলা করে সাঁতার দিয়ে একসময় ঐ পাড়ে চলে যেত। এখন নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ি চলে এসেছে।' তিনি বলেন, 'এরই মধ্যে শত লোকের বাড়ি নদীতে চলে গেছে। তারা এখন অন্যের দয়ার ওপর বাস করছেন।'
পাউবো সিলেট অফিসের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সুরমা-কুশিয়ারার ভাঙন ও বন্যারোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় দুই নদীর ১০৫ কিলোমিটার ড্রেজিং ও ৮ কিলোমিটার বাঁধ মেরামত করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রকল্পটি প্রায় প্রস্তুত হয়ে গেছে, শিগগির মন্ত্রণালয়ে পাঠানো হবে। বাংলাদেশ প্রান্তে ভাঙন ও ভারত অংশে চর জেগে ওঠা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের অংশে নদীর পাড়েই জনবসতি। আর সকল বাড়িতেই পুকুর রয়েছে। পুকুরের সাথে নদীর সংযোগ থাকায় মাটি ও বালু নিচে নেমে যায়। এতে ভাঙন দেখা দেয়। অন্যদিকে, ভারত অংশে নদীরপাড় থেকে প্রায় ৫শ’ মিটার দূরে জনবসতি হওয়ায় ওইপ্রান্ত না ভেঙে চর জাগছে।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জমিয়ত সভাপতি রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক
অনুপ্রবেশ তত্ত্বে কাজ হল না, ঝাড়খণ্ডে ক্ষমতায় ফিরছে ইন্ডিয়া
পতিত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে পালিয়ে গেছে; মাওলানা শাহজাহান আল মাদানী
পঞ্চম কিস্তি আসতে চলছে জনপ্রিয় সিরিজ 'আউটার ব্যাংকস' এর, কি আছে সিরিজটিতে?
জয়সোয়ালের রেকর্ডে পার্থে ভারতের দাপুটে দিন
ভোটবাক্স বোঝালো মমতাতেই ভরসা বাংলার
সংসদে আরও এক গান্ধী, অভিষেকেই বড় জয়ের পথে প্রিয়াঙ্কা
ছ’মাসেই পুরো বদল! মহারাষ্ট্রে ঝড় বিজেপির
আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ
জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনে গুলি করা সেই তৌহিদ গ্রেপ্তার
রমজানে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গণ-আন্দোলনে শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা হবে : সারজিস আলম
অনুমোদিত ৩৫০% নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরন করল ওয়ালটন
আমতলীতে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা। আহত -২
শিবালয়ে পরকিয়া প্রেমের বলি নুরজাহান ৪দিন পর পাষ-প্রেমিক আলিফ গ্রেফতার
ভূঞাপুর শহরের প্রাণকেন্দ্রে ময়লা-আবর্জনার ভাগার
শাহজাহান ওমরের বিরুদ্ধে আরও এক মামলা
ধর্মগ্রন্থের পরে সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো - বিটিভি মহা পরিচালক
নেতানিয়াহুকে গ্রেপ্তারে ‘প্রস্তুত’ ইউরোপের যে ৭টি দেশ
প্রথম বার চার দরজার বিলাসবহুল গাড়ি আনছে জাগুয়ার