ফরিদগঞ্জে সংবাদকর্মীর মেয়েকে অপহরণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, মারাত্মক আহত
২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
ফরিদগঞ্জে গভীর রাতে সাংবাদিক কন্যাকে ধারালো অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা। ব্যর্থ হয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। ধারালো অস্ত্র দ্বারা তার হাতে, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাত দুই ঘটিকার সময় এ ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ পৌর এলাকাধীন পূর্ব বড়ালী গ্রামে ভুক্তভোগীর নিজ বসত ঘরে। ঘটনার শিকার মেয়েটি স্থানীয় শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এঘটনায় মো. মমীন হোসেন ওরপে গাজী মমিন সাংবাদিক সোমাবার (২৬ নভেম্বর) নিজে বাদী হয়ে থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী জানিয়েছে, রাত আনুমানিক দুইটার পর ঘুমন্ত কন্যাকে মাথায় হাত বুলিয়ে জাগিয়ে তোলা হয়। চোখ মেলতেই তার মুখ চেপে ধরে দুর্বৃত্তরা। তারা সংখ্যায় তিনজন যুবক বলে কন্যা জানিয়েছেন। এসময় তাকে পাকা বসত ঘরের বাইরে যাওয়ার জন্য চাপসৃষ্টি করতে থাকে। ভুক্তভোগী মেয়েটি রাজি না হলে বেশ কিছু সময় তার সঙ্গে ধ্বস্তাধ্বস্তি চলে। এক পর্যায়ে তারা বসত ঘরের বাইরে নিয়ে যায়। ওই সময় পাশের বাড়িতে লোকজন ও পুলিশের উপস্থিতি দেখে অপহরণ চেষ্টা কারীদের দু’জন আড়ালে চলে যায়। মুখ চেপে ধরে রাখা অপর একজনের হাতে সজোরে কামড় বসিয়ে দিলে ওই ব্যক্তি তাকে ছাড়তে বাধ্য হয়। ছাড়া পেয়ে তিনি ঘরে গিয়ে মাকে ডেকে তুলেন ও ঘটনা জানান। অপর কক্ষে ঘুমিয়ে থাকা বাবা গাজী মমিনকে ডেকে তুললে তিনি ছুটে গিয়ে বাড়ির অন্যান্যদের ডেকে তুলে বাইরে খোঁজাখুঁজি করেন। তিনি কাউকে পাননি। এরপর তিনি থানা পুলিশকে জানালে এসআই. আমজাদ ও এসআই. খোকন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে যান ও ঘটনার বর্ণনা শোনেন। পরে গাজী মমিন তার কন্যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন।
গাজী মমিনের মেয়ে জানিয়েছেন, ঘরের বিতরে ৩ জনের একটি দল তাকে জোর করে বাহিরে নিয়ে যেতে চায়। সে চিৎকার দিতে চাইলে তার মুখ চেপে ধরে রাখা হয়। এই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার মাথার চুল কেটে দেওয়া হয়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত কয়েকদিন যাবত বিদ্যালয়ে যাওয়ার পথে দু’জন যুবক তাকে নানা কটু কথা বলেছে। জানতে চাইলে তিনি বলেছেন, বাবা মাকে লজ্জায় বলিনি। তবে, রাতেই একটি কাগজে পথে উত্যাক্ত করার ঘটনা লিখে রেখেছি, সকালে মা-বাবার হাতে দেওয়ার জন্য। কিন্তু, তার আগেই আমার ওপর নির্যাতন চালানো হলো।
গাজী মমিন ও তার স্ত্রীর সঙ্গে আলাপ করে ধারণা করা হচ্ছে কেউ রাতে ঘরের ভেতরে আগে থেকে অবস্থান করছিলেন। রাত ৯ ঘটিকা নাগাদ গাজী মমিনের কন্যা ও রাত ১২ টা ঘটিকা নাগাদ বাবা মা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। গাজী মমিন দৈনিক আজকের পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি। এ ছাড়াও, স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণ ও নিউজ ২১ বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) শাহ আলম বলেছেন, আমরা প্রাথমিক তদন্ত করেছি ও খোঁজ খবর নিচ্ছি। এ ছাড়া, গাজী মমিন লিখিত অভিযোগ পেয়েছি। অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনায় গাজী মমিনের মেয়ের শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও পূর্ব বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ, পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘসহ স্থানীয় সচেতন মহলের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছে।
এ ঘটনায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। তারা, সহকর্মীর কন্যার ওপর পরিচালিত নির্যাতকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নেয়ার জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের সাথে দেখা করে, আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায়, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেছেন, আমি ঘটনা শুনেছি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
মিয়ানমারে সামরিক বাহিনীর হামলা , রাখাইনে ৪০ জন নিহত
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা
শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহাসড়কে বৈষম্য বিরোধীদের ব্লকেড কর্মসূচি পালন
‘মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে’
আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগের পলাতক নেতার নৈশভোজ
এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু ও সা. সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ
সুশাসন প্রতিষ্ঠার কারণে দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর
শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০