ফরিদগঞ্জে সংবাদকর্মীর মেয়েকে অপহরণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, মারাত্মক আহত
২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
ফরিদগঞ্জে গভীর রাতে সাংবাদিক কন্যাকে ধারালো অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা। ব্যর্থ হয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। ধারালো অস্ত্র দ্বারা তার হাতে, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাত দুই ঘটিকার সময় এ ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ পৌর এলাকাধীন পূর্ব বড়ালী গ্রামে ভুক্তভোগীর নিজ বসত ঘরে। ঘটনার শিকার মেয়েটি স্থানীয় শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এঘটনায় মো. মমীন হোসেন ওরপে গাজী মমিন সাংবাদিক সোমাবার (২৬ নভেম্বর) নিজে বাদী হয়ে থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী জানিয়েছে, রাত আনুমানিক দুইটার পর ঘুমন্ত কন্যাকে মাথায় হাত বুলিয়ে জাগিয়ে তোলা হয়। চোখ মেলতেই তার মুখ চেপে ধরে দুর্বৃত্তরা। তারা সংখ্যায় তিনজন যুবক বলে কন্যা জানিয়েছেন। এসময় তাকে পাকা বসত ঘরের বাইরে যাওয়ার জন্য চাপসৃষ্টি করতে থাকে। ভুক্তভোগী মেয়েটি রাজি না হলে বেশ কিছু সময় তার সঙ্গে ধ্বস্তাধ্বস্তি চলে। এক পর্যায়ে তারা বসত ঘরের বাইরে নিয়ে যায়। ওই সময় পাশের বাড়িতে লোকজন ও পুলিশের উপস্থিতি দেখে অপহরণ চেষ্টা কারীদের দু’জন আড়ালে চলে যায়। মুখ চেপে ধরে রাখা অপর একজনের হাতে সজোরে কামড় বসিয়ে দিলে ওই ব্যক্তি তাকে ছাড়তে বাধ্য হয়। ছাড়া পেয়ে তিনি ঘরে গিয়ে মাকে ডেকে তুলেন ও ঘটনা জানান। অপর কক্ষে ঘুমিয়ে থাকা বাবা গাজী মমিনকে ডেকে তুললে তিনি ছুটে গিয়ে বাড়ির অন্যান্যদের ডেকে তুলে বাইরে খোঁজাখুঁজি করেন। তিনি কাউকে পাননি। এরপর তিনি থানা পুলিশকে জানালে এসআই. আমজাদ ও এসআই. খোকন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে যান ও ঘটনার বর্ণনা শোনেন। পরে গাজী মমিন তার কন্যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন।
গাজী মমিনের মেয়ে জানিয়েছেন, ঘরের বিতরে ৩ জনের একটি দল তাকে জোর করে বাহিরে নিয়ে যেতে চায়। সে চিৎকার দিতে চাইলে তার মুখ চেপে ধরে রাখা হয়। এই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার মাথার চুল কেটে দেওয়া হয়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত কয়েকদিন যাবত বিদ্যালয়ে যাওয়ার পথে দু’জন যুবক তাকে নানা কটু কথা বলেছে। জানতে চাইলে তিনি বলেছেন, বাবা মাকে লজ্জায় বলিনি। তবে, রাতেই একটি কাগজে পথে উত্যাক্ত করার ঘটনা লিখে রেখেছি, সকালে মা-বাবার হাতে দেওয়ার জন্য। কিন্তু, তার আগেই আমার ওপর নির্যাতন চালানো হলো।
গাজী মমিন ও তার স্ত্রীর সঙ্গে আলাপ করে ধারণা করা হচ্ছে কেউ রাতে ঘরের ভেতরে আগে থেকে অবস্থান করছিলেন। রাত ৯ ঘটিকা নাগাদ গাজী মমিনের কন্যা ও রাত ১২ টা ঘটিকা নাগাদ বাবা মা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। গাজী মমিন দৈনিক আজকের পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি। এ ছাড়াও, স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণ ও নিউজ ২১ বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) শাহ আলম বলেছেন, আমরা প্রাথমিক তদন্ত করেছি ও খোঁজ খবর নিচ্ছি। এ ছাড়া, গাজী মমিন লিখিত অভিযোগ পেয়েছি। অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনায় গাজী মমিনের মেয়ের শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও পূর্ব বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ, পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘসহ স্থানীয় সচেতন মহলের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছে।
এ ঘটনায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। তারা, সহকর্মীর কন্যার ওপর পরিচালিত নির্যাতকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নেয়ার জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের সাথে দেখা করে, আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায়, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেছেন, আমি ঘটনা শুনেছি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান
চট্টগ্রামে ইসকনের সহিংসতা এক আইনজীবী নিহত
গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২
জুলাই গণঅভ্যুত্থানের ২৫ শহীদ পরিবার ৮ লাখ টাকা করে পেলেন
বিজয়ের স্মৃতি সজীম শাইন,
প্রশ্নের জেরে সাংবাদিকদের ওপর চড়াও হলেন ন্যাশনালের শিক্ষার্থী-ডাক্তাররা
কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আইসিসি'র প্রধান কৌঁসুলি
সিলেটজুড়ে আমজনতার অভাবনীয় সমর্থনে রয়েছে বিএনপি : অটুটে দরকার ব্যবসায়ী রাজনীতিকদের নিয়ন্ত্রণ
আফগানিস্তানে স্থায়ী শান্তি চায় রাশিয়া, যুক্তরাষ্ট্রকে সহায়তার আহ্বান
খুনি হাসিনা আমাকে নয় বছরের কারাদণ্ড দিয়েছিলেন: টুকু
ধর্মীয় কারনে বিয়ে করতে পারছেন না উর্বশী, আড়াই বছরের জন্য নিষিদ্ধ বিয়ে
শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ
ইসকনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা
নকলায় নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন সিলেট
চাকরির বাজারে টিকে থাকতে পড়াশোনার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি : খুবি উপাচার্য
‘আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে’ : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বিজিবি মোতায়েন
পঞ্চগড়ে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড