শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে সকল হত্যার বিচার করতে হবে-কাজী দ্বীন মোহাম্মদ
২৯ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে সকল হত্যার বিচার করতে হবে। বাংলার মানুষ আজ এই স্বৈরাচারের বিচার চায়। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সাথে সমস্ত দেশটাকে লুট করে শেষ করে দিয়েছে। দেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে। সকল ন্যায় বিচার ব্যবস্থা ভেঙ্গে দিয়ে গেছে। শুধু তাই নয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ খুন করেছে। তাই দেশের জনগণ শেখ হাসিনার বিচার চায়।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে চাঁদপুরের ছেংগারচর হাইস্কুল মাঠে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ১৬ বছর আমরা কথা বলতে পারি নাই। আমাদেরকে অত্যাচার করেছে, আমাদের গুনী মানুষদের হত্যা করেছে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে দেয় নি। কিন্তু তারা আজ কোথায়। অত্যাচারী জালিমদের আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে মানুষ ভালো থাকবে উল্লেখ করে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে হবে। তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আইনের শাসন থাকবে, মানুষ খাদ্যে কষ্ট পাবে না, সুবিচার পাবে। ঘরে কোরআন ভিত্তিক আইন প্রতিষ্ঠা হবে। তাই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে জামায়াত ইসলামীর বিকল্প নেই।
তিনি আরও বলেন, আমাদের নিজামীকে হত্যা করেছে, দেলোয়ার হোসেন সাইদীকে হত্যা করেছে। ১৬ বছরে আমাদের হাজার হাজার কর্মী মেরেছে, মামলা দিয়ে হয়রানি করেছে সবশেষে গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ খুন করেছে। গত ১ আগস্ট জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল কিন্তু আল্লাহর হুকুমে ৪ দিন পরেই ৫ আগস্ট তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই স্বৈরাচারকে দেশে এনে সকল হত্যার বিচার করে শহীদদের রক্তের মূল্য দিতে হবে।
তিনি নিজ দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের যুদ্ধ শেষ হয়নি। আর যাতে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসার চিন্তা করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে হবে। এবং আল্লাহর আইন প্রতিষ্ঠায় ও জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
মতলব উত্তর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসান নাজির ও ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রবিউল আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডা. আঃ মুবিন।
আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী ইঞ্জি: আব্দুল হাই শিকদার, জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ মীর হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আঃ রহিম পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আঃ রশীদ পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ মহরম আলী, জামায়াতে ইসলামীর নেতা মুফতি মাওলানা হোসাইন আহম্মদ, অধ্যাপক মাওলানা আঃ হাকিম, মতলব উত্তর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ মাহবুব সরকার প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত মাওলানা মুহাম্মদ রবিউল আলম। এছাড়াও আরো অনেকে ইসলামী সংগীত পরিবেশন করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী