ছাতকে সাত ইউপি চেয়ারম্যান লাপাত্তা, সেবা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা
০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পিএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পিএম
পাঁচ আগষ্টের পর থেকে ছাতক উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৭ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত। আওয়ামীলীগের দায়িত্বশীল এসব জনপ্রতিনিধিরা মামলা ও গ্রেফতারের ভয়ে নিজ নিজ কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন দীর্ঘদিন ধরো। কোন কোন জনপ্রতিনিধিরা কিছুদিন কার্যালয়ে আসা-যাওয়া করলেও এক সময়ে তারা আত্মগোপনে চলে যান। বর্তমানে দুইজন আছেন প্রবাসে একজন কারাগারে। এ কারণে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে স্থানীয় ভূক্তভোগি জন-সাধারণরা কাঙ্খিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন।
খোজ নিয়ে জানাযায়, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ছাতক উপজেলা। জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগের শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যায়। সেই সাথে পাঁচ আগষ্টের পর ছাতক উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের একই ঘরোনার চেয়ারম্যানরাও চলে যান আত্মগোপনে। অন্তরবর্তী সরকার গঠনের পর পৌরসভা মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পর্যাক্রমে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ চলে যান যুক্তরাজ্য। জেলা আওয়ামীলীগ নেতা পৌর মেয়র আবুল কালাম চৌধুরীও এলাকায় নেই। উপজেলা যখন জনপ্রতিনিধিত্বহীন হয়ে পড়ে তখন ইউনিয়র পরিষদের একাধিক চেয়ারম্যানরাও চলে যান আত্মগোপনে। মামলা মোকদ্দমায় ইতোমধ্যে একাধিক চেয়ারম্যান কারাভোগ করে অন্যান্য মামলার গ্রেফতারের ভয়ে এলাকা ছাড়া।
১৩ ইউনিয়নের মধ্যে কর্মস্থলে উপস্থিত আছেন, ছাতক সদর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল খালিক রাজা, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
কানাডায় গিয়ে প্রায় এক বছর ধরে চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত অনুপস্থিত। তার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান আবদুল মতিন। এছাড়া কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করে জামিনে এসে আরেক মামলায় গ্রেফতারের ভয়ে আছেন আত্মগোপনে। সিলেটের একটি মামলায় র্যাবের হাতে তিনি গ্রেফতারের পর কালারুকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান মো. তাজ উদ্দিন। দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মামলায় কারাগারে থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান মহিবুর রহমান তালুকদার (জাহাঙ্গীর)। উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ একটি মামলায় সিলেটে র্যাবের হাতে গ্রেফতারের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন প্যানেল চেয়ারম্যান খালেদ আহমদ খলিল। তবে খলিল বলেন, চেয়ারম্যান গ্রেফতার হওয়ায় জনগনের সেবা দিতে তিনি ৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তিনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। জামিনে এসে এর পর থেকে বর্তমানে চেয়ারম্যান বিল্লাল আহমদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। স্থানীয় একাধিক নাগরিকরা বলছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল চেয়ারম্যানকে তারা ইউনিয়ন পরিষদে কার্যক্রমে দেখছেন না, যে কারণে কাঙ্খিত সেবাও পাচ্ছেনা। সিংচাপউড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. শাহেল মামলার আসামি হয়ে আত্মগোপনে যাওয়ায় এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান আবদুল ওয়াদুদ, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ আত্মগোপনে থাকায় ওই পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন প্যানেল চেয়ারম্যান আজাদ মিয়া।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুন্দর আলী যুক্তরাজ্যে যাওয়ায় এখানের প্যানেল চেয়ারম্যানও প্রবাসে থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেউ নেই। তবে ইউপি সদস্য আলমগীর কবির ও ইউপি সদস্যা জেসমিন বেগম জানিয়েছেন, গত বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম প্রশাসক হিসেবে এসেছেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আত্মগোপনে থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে জনগনের সেবা প্রদান করা হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঈশ্বরগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে মধ্যরাতে শীতার্তদের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব
অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে পিটুনি দিল বিএনপি নেতা
নোবিপ্রবির সঙ্গে চীনের শিহেজী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
বড় ধামাকা নিয়ে আসছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
রাষ্ট্রীয় সম্মানে ভুষিত হলেন বীর প্রতীক আজাদ আলী
বান্দরবানে পিতা পুত্র সহ সাতজন কে অপহরণ করেছে উপজাতিয় সন্ত্রাসীরা। মুক্তিপণ দাবি
ভৈরবে পরিত্যক্ত আ. লীগের অফিস থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা
ঠাকুরগাঁওয়ে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক
টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান
কলাপাড়ায় সংরক্ষিত কুটার কুড়ে শত্রুতা মূলক আগুন
ভালুকায় মাদরাসা শিক্ষকের বাড়িতে ডাকাতি স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, আহত ৪
কানায় কানায় পূর্ণ ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর ঈসালে সওয়ার মাহফিল
কাপ্তাইয়ে সাক্রাছড়ি জলাশয়ে মাছ চাষ করে স্বাবলম্বী অমল কান্তি তঞ্চঙ্গ্যা
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
তানজানিয়ায় মারবার্গ ভাইরাস সন্দেহে ৮ জনের মৃত্যু, ডব্লিউএইচওর সতর্কতা জারি
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা