গোপালগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ
০৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পিএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পিএম
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম পিসি হাইস্কুলের প্রধান শিক্ষক নীহার রঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে।
প্রধান শিক্ষকের আর্থিক অনিয়মসহ নানা দুর্নীতির কারণে হাইস্কুলটি দিনে দিনে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সীমাহীন এসকল অনিয়ম ও দুর্নীতির কবল থেকে বিদ্যালয়টিকে রক্ষাসহ শিক্ষার সুযোগ সমুন্নত রাখতে প্রধানশিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সম্প্রতি জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার এবং পরিদর্শন ও নিরীক্ষা বিভাগের পরিচালক বরাবরে অভিযোগ করেছেন ওই স্কুলেরই প্রাক্তন সভাপতি অধীর কুমার দাস।
অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক নীহার রঞ্জন বিশ্বাস স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায়ের পর কোন রশিদ না দিয়েই তিনি দীর্ঘদিন ধরেই তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিয়ম-নীতি উপেক্ষা করে ম্যানেজিং কমিটির কোন অনুমোদন ছাড়াই স্কুলের জমিজমা বন্ধক ও লীজ এবং স্কুলের পুরনো ঘর বিক্রিসহ নানাভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন। যা কখনও স্কুলের আয়ের ফান্ডে জমা করেন না বলেও অভিযোগ রয়েছে।
স্কুলটিতে দীর্ঘদিন কর্মচারী সংকটে কার্যক্রম পরিচালনায় সমস্যা বিরাজ করছে। এজন্য কর্মচারী নিয়োগের উদ্যোগ নিলে প্রধানশিক্ষক ও তার ভগ্নীপতি বহুগ্রাম ইউনিয়নেরই চেয়ারম্যান পরিতোষ সরকার সহ একটি অসাধু চক্র আদালতের জাল নিষেধাজ্ঞা তৈরি করে নিয়োগ-প্রক্রিয়া বন্ধ করে দেয়। পরে আদালত অনুমতি দিলে নিয়োগের দিনে সঙ্ঘবদ্ধ চক্রটি ভাড়াটে মাস্তান দিয়ে সভাপতির বাড়িতেও হামলা চালায়। এমনকি পরবর্তীতে ইউএনও (স্কুলের বর্তমান সভাপতি) ওই নিয়োগের উদ্যোগ নিলে অসাধু চক্রটি ইউএনও’কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিয়োগ বানচাল করে।
সম্প্রতি তারই পিশেতো-ভাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ সরকার অবসরে গেলে পদটি শূন্য হয়। সে পদেও একজনকে নিয়োগ দেবে বলে মোটা অংকের টাকায় চুক্তিবদ্ধ হয়েছে প্রধান শিক্ষকসহ অসাধু চক্রটি। এ চক্রটি এলাকার বিভিন্ন স্কুলের নিয়োগ-বাণিজ্যের লেনদেনের সঙ্গে জড়িত। আর স্কুলেরই আরেক শিক্ষক বিপুল দাস এবং এলাকার অসাধু ব্যক্তি বরুণ দাসের মধ্যস্থতায় প্রধান শিক্ষক এসব লেনদেন করে থাকেন বলে।
বিষয়টি নিয়ে সরেজমিন গেলে সাংবাদিকদের কাছে স্থানীয় লোকজনসহ স্কুলের বিভিন্ন সময়ের কমিটির সদস্যরাও একইধরণের অভিযোগ করেছেন। তারা জানান, ২০০৯ সাল থেকে প্রধানশিক্ষক পদে থেকে পিশেতো-ভাই সহকারী প্রধানশিক্ষক ও ভগ্নীপতি ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে গড়ে তোলা তার এ সিন্ডিকেটের এসব অনিয়ম ও দুর্নীতির কারণে স্কুলটি দিনে দিনে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তাই স্কুলটির ভবিষ্যৎ নিয়ে এলাকার সব অভিভাবক ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।
অসাধু চক্র এবং নিয়োগ-বাণিজ্যের বিষয়ে অস্বীকার করে প্রধানশিক্ষক নীহার রঞ্জন বিশ্বাস সাংবাদিকদের জানান, স্কুলের ১০ কাঠা জমি বন্ধকের ৬০ হাজার টাকা স্কুলের আরেকটি জমির মামলা চালাতে খরচ হয়ে যায়, যা ব্যাংক হিসাবে যায়নি। এছাড়া স্কুলের ১৪ বিঘা আবাদী জমি এবছর ১ লাখ ৩১ হাজার টাকায় এবং পুকুরটি ৮ হাজার টাকায় একসনা বন্দোবস্ত দেয়া হয়েছে। শিক্ষার্থীরা বেতনের টাকা একসঙ্গে দেয়না বিধায় তাদেরকে রশিদ দেয়া হয় না। তবে, স্কুলের বিরাজমান নানা সমস্যার জন্য শেষপর্যন্ত সাংবাদিকদের কাছে তিনি নিজেকেই দায়ী করেন।
এব্যাপারে প্রধানশিক্ষকের ভগ্নীপতি বহুগ্রাম ইউপি-চেয়ারম্যান পরিতোষ সরকার সাংবাদিকদের বলেন, একসময় আমি পিসি হাইস্কুলের ডোনার-মেম্বার ছিলাম। স্কুলটির সঙ্গে আমাকে জড়িয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। কোন ধরণের নিয়োগ-বাণিজ্যের সঙ্গে আমি জড়িত নই। আমিও আরেকটি স্কুলের প্রধানশিক্ষক। এলাকার চেয়ারম্যান হিসেবে পিসি হাইস্কুলের সঙ্গে যোগাযোগ থাকলেও সেখানকার আভ্যন্তরীণ কোন বিষয়ের সঙ্গে আমি সম্পৃক্ত নই।
এব্যাপারে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসারের দায়িত্বে নিয়োজিত সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম ইনকিলাবকে বলেন, যেহেতু আমি ভারপ্রাপ্তের দায়িত্বে আছি; তাই বিষয়টি নতুন শিক্ষা অফিসার এসে দেখবেন। তারপরও অভিযোগটি পেয়ে ইতোমধ্যে আমি স্কুলটি পরিদর্শন করেছি। প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদসহ বিষয়টি তদন্ত করছি। তিনি যে দায়ী নন, এব্যাপারে উপযুক্ত কাগজপত্র ও প্রমাণাদি চাওয়া হয়েছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রিপোর্ট পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের