গোয়ালন্দে আলোচিত হত্যা মামলার আসামী গ্রেফতার
০৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পিএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত আলমগীর কবির হত্যা মামলা আসামী হেলাল মোল্লা (৪৯) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে গোয়ালন্দ উপজেলার বরাট বাজার এলাকার কাশিমা গ্রামে মৃত মুন্তাজ ও মরিয়মেন ছেলে।
শনিবার ৭ ডিসেম্বর বিকেলে বিষয়টি নিশ্চিত গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে,রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ন অপরাধ উদঘাটনে সদা বদ্ধ পরিকর। ইতোমধ্যে রাজবাড়ী জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রুততার সাথে উদঘাটন করা হয়েছে। গত ইং-০৪/১২/২০২৪ তারিখ পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এবং অফিসার ইনচার্জ গোয়ালন্দঘাট থানা, রাজবাড়ীর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব উত্তম কুমার ঘোষ, এসআই (নিঃ) আমিনুল হক, এসআই(নিঃ)/সিহাব আহমেদ সংগীয় ফোর্স সহ লক্ষীপুর জেলার রামগঞ্জ থানা ও মুন্সীগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করিয়া মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন কুন্ডের বাজার সাকিনস্থ জনৈক সজিব এর ঢালাই কারখানা হইতে ০৬/১২/২০২৪ খ্রিঃ তারিখ রাত ০২:৪০ ঘটিকার সময় আসামী ১। হেলাল মোল্লা (৪৯), পিতা- মৃত মুন্তাজ মোল্লা, মাতা- মৃত মরিয়ম বেগম, সাং- কাশিমা, পোঃ-বরাট বাজার. থানা- গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী হেলাল মোল্লার আপন ছোট ভাই হারুন মোল্লা (৪০)পিতা- মৃত মুন্তাজ মোল্লা, মাতা- মৃত মরিয়ম বেগম, সাং- কাশিমা, পোঃ-বরাট বাজার. থানা- গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী, এর শ্বশুর বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকায় পরিবার নিয়ে বসবাস করিত। অত্র মামলার মৃত ভিকটিম মোঃ আলমগীর কবির (৪৮), পিতা- মৃত আবুল কালাম মোল্লা, সাং- ধুতরাহাটি, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর। ভিকটিম আলমগীর কবির রসুলপুর বাজারে বিকাশের দোকান ছিল। সেই সুবাদে ভিকটিম আলমগীর কবির এর সাথে আসামী হারুন মোল্লার পরিচয় হয়।
গত ৩০/০৮/২০২৪ তারিখ বেলা অনুমান ১১:০০ ঘটিকার সময় আসামী হারুন মোল্লা ও ভিকটিম নিজ বাড়ী থেকে পাসপোর্ট করার জন্য ফরিদপুর শহরের উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে একই তারিখ বেলা অনুমান ০১:০০ ঘটিকার সময় তাহার পরিবারের লোকজন ভিকটিম আলমগীর কবির এর মোবাইল বন্ধ পায়। গ্রেফতারকৃত আসামী হেলাল মোল্লা গত ৩০/০৮/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৪:০০ ঘটিকার সময় তার নিজ বাড়ীতে ঘুমিয়ে থাকে। তাহার ভাই আসামী হারুন মোল্লা তাহাকে ঘুম থেকে উঠাইয়া বাড়ির সামনে রাস্তার উপর নিয়ে আসে। তখন অজ্ঞাত অটোর মধ্যে পিছনের সিটে ভিকটিম আলমগীর কবির অজ্ঞান অবস্থায় বসা ছিল। তখন হারুন হেলাল মোল্লাকে বলে ভাই ওকে ধর ঘরে নিয়ে যাই, সে অসুস্থ্। তখন হেলাল মোল্লা ও হারুন মোল্লা ভিকটিম আলমগীর কবিরকে ধরাধরি করিয়া হেলাল মোল্লার ঘরে নিয়ে চৌকির উপর শোয়ায়। একপর্যায়ে হেলাল হারুনকে জিজ্ঞাসা করে কে উনি। হারুন জানায় যে, নাম আলমগীর, বাড়ি নগরকান্দায়, ওকে মেরে ফেলতে হবে, না মারলে আমাকে মেরে ফেলবে। সেই মোতাবেক হেলাল ও হারুন একটি ভ্যান ভাড়া করে নিয়ে আসে। পরে ঘর হইতে ভিকটিম আলমগীর কবিরকে ধরে ভ্যানে উঠায়, তখন সন্ধ্যা ০৭:০০ বাজে। আসামী হারুন মোল্লা তার ভাই হেলাল এর ঘর থেকে বটি ও একটি ওড়না নিয়ে আসে। হেলাল ভ্যান চালিয়ে আলমগীরকে হত্যা করার জন্য তাহাকে নিয়ে জমিদার ব্রীজ,বেড়িবাধ ও বিভিন্ন এলাকায় প্রায় ২ ঘন্টা ঘোরাঘুরি করিয়া কোথাও সুযোগ না পাইয়া বিএনপি বটতলা হইতে পেয়ার আলী মোড়ে যাওয়ার রাস্তায় জনৈক কাদের এর কলাবাগানের কাছে নিয়ে যায়। প্রথমে হারুন ও হেলাল ধরাধরি করিয়া ভ্যান থেকে নামিয়ে রাস্তার ঢালে শোয়ায়। হারুন ওড়না দিয়ে দুই পা বেধে বুকের উপর চাপ দিয়ে ধরে। তাহাদের সাথে থাকা বটি দিয়ে আসামী হেলাল মোল্লা বাম হাতে বটি নিয়ে ডান হাত দিয়ে থুতনিতে ধরিয়া ভিকটিম আলমগীর কবির এর গলায় অনেকবার পোচ দেয়। তখন ভিকটিম আলমগীর কবির এর গলা কেটে রক্ত বের হয়। আসামী হেলাল মোল্লা গলায় বটি দিয়ে পোচ দেয়ার সময় হেলাল মোল্লার ডান হাতের মধ্যমা ও তর্জনী দুটি আঙ্গুল হালকা কেটে যায়। আসামী হেলাল মোল্লা বটি রাস্তার পাশে ফেলিয়া দেয়। পরবর্তীতে আসামী হেলাল মোল্লা ও হারুন মোল্লা ভ্যানটি নিয়ে আমজাদ চেয়ারম্যানের পুকুরের কাছে গিয়ে হেলাল মোল্লা গোসল করে এবং হারুন মোল্লা হাত,মুখ ধৌত করে। পরে আসামী হারুন মোল্লা রাজবাড়ীর দিকে চলিয়া যায় ও হেলাল মোল্লা ভ্যানটি উম্বারের নিকট বুঝাইয়া দিয়ে নিজ বাড়িতে চলিয়া যায়। তখন রাত প্রায় ১১:০০ ঘটিকা বাজে। পরে আসামী হেলাল মোল্লা ঢাকা চলিয়া যায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও ওড়না উদ্ধার করা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বরগুনায় গভীররাতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত
গোয়েন্দা পরিচয়ে চট্টগ্রামের অভিজাত খুলশী এলাকায় দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা, আটক ১১
ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকার পর পুনরায় পৌনে ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে
মার্কিন ভিসা জটিলতা, ভারতীয়দের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১ জনকে কারাদন্ড
ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ছাত্রদল নেতার মৃত্যু
ভারতে এক দিনের জন্য ১০ সংসদ সদস্য সাসপেন্ড
কোরআন অবমাননায় এই প্রথম মামলা হলো ডেনমার্কে
খেলাধুলা ছাত্র ও যুব সমাজকে মাদকসহ বিভিন্ন আসক্তি থেকে দূরে রাখে: জসিম উদ্দিন
এবার ৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে হামাস
বৈরুতে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস পুনরায় চালু
সুইজারল্যান্ডে চার দিনের সফরে ৪৭টি বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
ভালুকার প্রবীণ সাংবাদিক হাদিস আর নেই
বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশু : ইউনিসেফ
বিএনপি যশোর জেলার শার্শা উপজেলা শাখার ১১ বিশিষ্ট আংশিক কমিটি গঠন
আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক গ্রেফতার
বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে: উপদেষ্টা নাহিদ
নেতানিয়াহুর পদত্যাগ চান ৬২ শতাংশেরও বেশি ইসরায়েলি : জরিপ
সাউথ ইষ্ট ব্যাংকের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এমএ কাসেমকে ফুলের শুভেচ্ছা