যশোরে বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট!
০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
যশোর বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে। এদিকে, বাজারে আমন ধানের চাল উঠলেও দাম মোটেও কমেনি। সবজির দাম কিছুটা কমলেও আলু ও পেঁয়াজের দাম বেশি। রবিবার বড় বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।
বড় বাজারে দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেল সহজে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা বলছেন বোতলজাত সয়াবিন তেল সরবরাহের শর্ত হিসেবে কোম্পানিরা তাদের অন্যান্য প্রোডাক্ট কিনতে বাধ্য করছে। এক বিক্রেতা বলেন, তাকে বোতলজাত সয়াবিন তেল কিনতে কোম্পানির ১০ কেজির প্যাকেট নাজিরশাইল চাল নিতে হয়েছে। তিনি জানান দোকান থেকে তেল বিক্রি হয়ে গেছে, কিন্তু পড়ে রয়েছে নাজিরশাইল চাল। আরেক বিক্রেতা জানান, তাকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে একই কোম্পানির প্রোডাক্ট ৫০ মিলি লিটারের এক বোতল সরিষার তেল কিনতে হয়েছে। বিক্রেতারা তাদের দোকানে বেচাকেনা স্বাভাবিক রাখতে কোম্পানিগুলোর শর্ত মানতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ফর্টিফাইড সয়াবিন তেলের যশোরের বিক্রয় প্রতিনিধি মো. বিপুল হোসেন এ প্রতিবেদককে জানান, বাজারে খোলা সয়াবিন তেলের দাম প্রতি কেজি ১৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সেখানে তাদের বোতলজাত সয়াবিন তেলের এক লিটার ১৬৭ টাকায় বিক্রি করে লোকসান হচ্ছে। এ কারণে কোম্পানি উৎপাদন কমিয়ে দিয়েছে।
এদিকে আমন ধানের নতুন স্বর্ণা চাল বড় বাজারে চলে এসেছে। তবে এখনও অন্যান্য চালের দামের ওপর এর কোনো প্রভাব পড়েনি। আগের সেই বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে। রবিবার বড় বাজারে বাংলামতি চাল প্রতি কেজি মানভেদে ৮০-৮৬ টাকা, মিনিকেট চাল ৬৪-৭২ টাকা, কাজললতা চাল ৬০-৬৬ টাকা, ্িবআর-২৮ চাল ৫৬-৬২ টাকা, বিআর-৬৩ চাল ৬৮-৭২ টাকা, স্বর্ণা (নূরজাহান) চাল ৫২ টাকা ও হীরা চাল ৪৮ টাকা দরে বিক্রি হয়েছে।
এছাড়া বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে গত সপ্তাহ থেকে কিছুটা দাম কমলেও এখনও অনেক সবজিই ৫০-৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। রবিবার বড় বাজারে টমেটো প্রতি কেজি ১২০ টাকা, উচ্ছে ১০০ টাকা, গাজর ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, শসা ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, শিম ৫০ টাকা, লাউ প্রতিটি ৫০ টাকা দরে বিক্রি হয়েছে।
বাজারে দেশি আলুর পাশাপাশি আমদানি করা আলুর দামও ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকা। বিক্রেতারা বলছেন হিমাগারে আলুর মজুদ কমে যাওয়ায় বেশি দামে বিক্রি হচ্ছে। তাছাড়া বাজারে দেশি পেঁয়াজের কেজি ১২০ টাকা, আমদানি করা পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত