সিন্ডিকেটের চক্রান্তে ভেস্তে গেল রাবির পরিত্যক্ত বাসের নিলাম
০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর ৯টি বাস ও ৩টি মাইক্রোবাস নিলামে তুললেও সিন্ডিকেটের চাপে তা বাতিল হয়েছে। ন্যায্যমূল্য না পাওয়ায় দীর্ঘ ৭-৮ বছর ধরে যানগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
পরিবহন দপ্তরের সূত্র জানায়, ১৮ নভেম্বর নিলামের দরপত্র জমার কথা থাকলেও সিন্ডিকেটের কারণে প্রত্যাশিত দরপত্র জমা পড়েনি। যেখানে একেকটি বাসের সম্ভাব্য মূল্য ১০ লাখ টাকা, সেখানে দরপত্রে দেওয়া হয়েছে মাত্র ১-১.৫ লাখ টাকা। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিলাম বাতিল করতে বাধ্য হয়।
সরেজমিনে দেখা গেছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের পেছনে ও পরিবহন দপ্তরে পরিত্যক্ত গাড়িগুলো জং ধরা, ধুলায় ঢাকা, এবং যন্ত্রাংশ খসে পড়া অবস্থায় পড়ে আছে।
জানা যায় ২০১৮ সালে সর্বশেষ নিলামে ৫টি অচল বাস বিক্রি করে ৫ লাখ টাকার বেশি আয় হলেও, এরপর থেকে নতুন কোনো নিলাম সফল হয়নি।
২০১৬ সালে নিলাম শুরু করে গাড়িগুলো রিমুভেবল ঘোষণা করা হয়। পুরাতন বাসগুলোর যন্ত্রাংশের অভাব, উচ্চ জ্বালানি ও মেরামত খরচ, ফিটনেস ঘাটতিসহ বিভিন্ন কারণে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হলেও সিন্ডিকেটের চাপে নিলাম কার্যক্রম বারবার ব্যর্থ হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক সরকার বলেন, "বাস নিলামে তোলার পর স্থানীয় সিন্ডিকেট চক্র পুরো নিলামকে এক হাতে করে নেয়। তাঁরা নিজেদের মতো করে বক্সে দাম ফেলে। ফলে আশানুরূপ দাম পাচ্ছি না এমনকি ১০ লক্ষ টাকার একটা বাস উনারা মাত্র দেড় লক্ষ টাকার দরপত্র করছে। এ টেন্ডার যারা ফেলে তাদেরকে স্বেচ্ছায় ফেলতে দেয়না। তাঁরা যদি স্বাধীন ভাবে ফেলতে পারতো তাহলে আমরা অ্যাকুরেট দামটা পেতাম। এ সিন্ডিকেট ভাঙ্গতে আমরা প্লান করছি।"
তিনি আরো বলেন, "বিশ্ববিদ্যালয়ের পরিবহনে ৮০ শতাংশ জনবল ফাঁকা থাকা এবং আমাদের পর্যাপ্ত ড্রাইভার না থাকায় ৭-৮ টি বাস বসে থাকে। এক্ষেত্রে আমরা যদি পুরাতন বাসগুলো বিক্রি করতে পারি তাহলে নতুন বাস আনতে পারবো।"
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, "বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সিন্ডিকেট কখনোই গ্রহণযোগ্য নয়। দরপত্রে এ ধরণের সিন্ডিকেটের কারণে নিলামটি বাতিল করা হয়েছে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পদ। নিলাম আমরা আবার তোলবো এখন কিভাবে করা যায় আর এ জোটের বিষয়ে পরিস্কার ইনফরমেশন পেলে ব্যবস্থা নিবো।"
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত