ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীত সঙ্গী রোগ-বালাই
০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দিন দিন শীতের প্রকোপ বাড়ছে। কয়েক দিন ধরে হিমেল হাওয়া ও কুয়াশায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
সোমবার (৯ ডিসেম্বর) জেলায় মোবাইলে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা গড়ার সাথে সাথে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। উত্তর থেকে ধেয়ে আসা ঠান্ডা হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। বিশেষ করে ভোরে ও রাতে শীতের কারণে মানুষজনকে ভাড়ি কাপড় পরে ঘর থেকে বের হতে হচ্ছে।
এদিকে জেলার রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল কমে গেছে। বিশেষ করে কৃষক ও দিনমজুরদের দুর্ভোগ বেড়েছে। এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার ধানচাষি মো. নাজমুল হোসেন বলেন, ধান কাটার মৌসুম চলছে। কিন্তু ভোর বেলা শীতের কারণে মাঠে নামা যাচ্ছে না। সকালে কাজ শুরু করতে দেরি হচ্ছে। ফলে সময়মতো কাজ শেষ করা কঠিন হয়ে পড়ছে।
শীতের কারণে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শহরের স্টেশন রোড এলাকার চা-বিক্রেতা মুনির হোসেন বলেন, শীতের কারণে বিক্রিও কমে গেছে। লোকজন একটু কম বাইরে বের হচ্ছে। তবে যে সকল চা দোকানে পিঠা-পুলি বিক্রিয় করছে তাদের বেচা-কেনা বেশ ভাল হচ্ছে। অন্যদিকে ঠান্ডা আবহাওয়ার কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শাহীন আমাদের দৈনিক ইনকিলাব জেলা সংবাদদাতা মাসুদ রানা পলক এর সাথে কথা হলে জানান, শীতের শুরুতেই হাসপাতালে সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে গেছে। প্রায় প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের সংকট দেখা দিচ্ছে।
দেখা গেছে, জেলার সিমান্তবর্তী এলাকাগুলোতে শীতবস্ত্রের অভাবে মানুষ বেশি কষ্ট পাচ্ছে। বিভিন্ন বেসরকারি সংগঠন ও জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে শীতবস্ত্র বিতরণের। তবে এখন পর্যন্ত যেভাবে শীতবস্ত বিতরণ হওয়া উচিত সেভাবে হচ্ছে না। নিতান্তই অনেক কম তবে এ জেলায় নি¤œআয়ের শীতার্ত মানুষের সংখ্যা বেশি।
জেলা প্রশাসক ইসরাত ফারজানা আমাদের দৈনিক ইনকিলাব জেলা সংবাদদাতা মাসুদ রানা পলক এর সাথে কথা হলে বলেন, শীতার্তদের সহায়তায় আমরা কম্বল বিতরণ শুরু করেছি। তবে চাহিদার তুলনায় সেটা যথেষ্ট নয়।
স্থানীয় সংগঠনগুলো শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালালেও সেটা সবার কাছে পৌঁছাচ্ছে না বলে জানান সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল কুদ্দুস আলী। তিনি বলেন, শীতের প্রকোপ বেশি হলেও সহায়তা কম পাওয়া যায়।
এদিকে শীতের তীব্রতায় কৃষি ক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করেছে। বিশেষ করে ধান, গম ও আলুর চাষে এর প্রভাব পড়ছে। শীতে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
জেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে শীত আরও বাড়তে পারে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম আমাদের দৈনিক ইনকিলাব জেলা সংবাদদাতা মাসুদ রানা পলক এর সাথে কথা হলে জানান, কৃষকদের শীত সহনশীল পদ্ধতিতে ফসল উৎপাদনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শস্য খেতে পানি সংরক্ষণ ও সেচের ব্যবস্থা করতে বলা হয়েছে।
ঠাকুরগাঁও সহ দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে। বর্তমানে এখানে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আগামী কয়েক দিনে এটি আরও কমতে পারে। শীতের সক্রিয়তায় রাত ও সকালের তাপমাত্রা দ্রুত কমছে। বিশেষ করে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাস এবং কুয়াশার ঘনত্ব এ অবস্থাকে দীর্ঘায়িত করছে। মানুষকে শীত মোকাবিলায় সচেতন থাকার পাশাপাশি গরম পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’
আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি
কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা
বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির
৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
'নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল'
শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন
নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না জনগণ: সারজিস আলম
কালিয়াকৈরে শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও মালামাল লুটপাট
সিংগাইরে ভোক্তা অধিকারের অভিযানে অর্থদন্ড
ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোড়ারকান্দা দরবার শরীফের ওয়াজ মাহফিল ১৭-১৮ জানুয়ারি
সাটুরিয়ায় ৭০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরন, দুই বিক্রেতাকে জরিমানা
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাহাদত হোসেনের ইন্তেকাল
দুর্বার রাজশাহীকে বিসিবির কড়া বার্তা
কুষ্টিয়া সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি