ফরিদপুর -নগরকান্দায়- সালথার প্রায় কোটি টাকা ব্যয়ে পরিকল্পনাহীন তিন সেতু নির্মাণ: রাস্তা না থাকায় দুর্ভোগ
১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম
ফরিদপুরের সালথা ও নগরকান্দায় অপ্রয়োজনীয় জায়গায় প্রায় কোটি টাকা খরচ করে পরিকল্পনাহীন তিনটি সেতু নির্মাণ করা হয়েছে। সেতু তিনটির দুপাশে মাটিভরাটসহ রাস্তা না থাকায় এলাকাবাসীর কোনো উপকারে আসছে না। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে সেতুর দ্পুাশে থাকা বেশ কয়েকটি গ্রামের মানুষ। বর্ষার পানি আসার আগে সেতুগুলোর দুপাশে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সোমবার (১৫ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সালথার ভাওয়াল ইউনিয়নের শেষ সীমানায় থাকা তুগোলদিয়া গ্রাম ও মাঝারদিয়া ইউনিয়নের শেষ সীমানায় থাকা কুমারপট্টি গ্রামের মধ্যদিয়ে বয়ে যাওয়ায় বেদাখালী খালের ওপর ৩০ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়েছে। যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের আলমগীর মিয়ার বাড়ির সামনের পাকা সড়কের পশ্চিম পাশে অপ্রয়োজনীয় জায়গায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে আরেকটি সেতু নির্মাণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট প্রকল্পের অধীনে ২০১৮-২০১৯ অর্থবছরে সেতু দুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেতু দুটির দুপাশে রাস্তা নির্মাণ করা হয়নি।
স্থানীয় তুলোগদিয়া গ্রামের বাসিন্দা মো. রহিম,ইরফান ইনকিলাব কে বলেন, বেদাখালী খালের ওপর সেতুটি ৫-৬ বছর আগে নির্মাণ করা হয়েছে। তবে দুপাশে রাস্তা নেই। এমনকি সেতুর গোড়ে মাটিও ভরাট করা হয়নি। খামখা একটি সেতু নির্মাণ করে রাখা হয়েছে, যা আমাদের কোনো কাজে লাগে না। বর্ষার সময় সেতুর দুইপাশের বাঁশের সাঁকো তৈরি করে কয়েকটি গ্রামের মানুষের পারাপার হতে হয়। ছোট বাচ্চারা তো ভয়ে এই সেতু পারই হয় না। বর্ষার পানির আসার আগে সেতুটির দুপাশে রাস্তার নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।
খারদিয়া গ্রামের বাসিন্দা মোন্তাজ মিয়া, ও কবির বকুল ইনকিলাব কে বলেন, খারদিয়া গ্রামের আলমগীর মিয়ার বাড়ির সামনের সড়কের পাশে সেতুটি নির্মাণের কোনো প্রয়োজন ছিল না। শুধু শুধু সরকারের টাকা অপচয় করে একটি সেতু নির্মাণ করা হয়েছে। তারপর আবার সেতুর দুইপাশে কোনো রাস্তা নির্মাণ করা হয়নি। রাস্তা থাকলে মানুষ ওই সেতু পার হয়ে অন্তত মাঠে যেতে পারতো। এভাবে সরকারি টাকা নষ্ট করা ঠিক না।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী গণমাধ্যম কে বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে খোজ-খবর নিয়ে ওই সেতু দুটির দুপাশে রাস্তার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
অপরদিকে চলতি অর্থবছরে নগরকান্দা উপজেলা সদরের নগরকান্দা-মাঝারদিয়া সড়কের ছাগদী এলাকায় প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। সেখানে গিয়ে দেখা যায়, সেতুটির কাজ প্রায় শেষের দিকে। সড়কের পাশে থাকা খাদের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর একপাশে পাকা সড়ক সংযুক্ত থাকলেও অপরপাশে কোনো রাস্তা নেই। আছে ফসলি জমি। এমনকি কোনো গ্রামও নেই। তাহলে কাদের চলাচলের জন্য সেতুটি নির্মাণ করা হচ্ছে, তা কারো জানা নেই। স্থানীয়রা বলেন, সেতুটির দুপাশে কোনো বসতি নেই। অতএব সেতুটি কারো কোনো কাজে আসবে না।
তবে রবিবার (১৫ ডিসেম্বর) সকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, সেতুটির দক্ষিনপাশে একটি কবরস্থান রয়েছে। সেখানে যাওয়ার জন্য সরকারি হালটও আছে। সেতুর নির্মাণ কাজ শেষে ওই হালটের ওপর রাস্তা নির্মাণ করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না: শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান