অরক্ষিত সোনারগাঁয়ের মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও বিজয় পার্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম
চুরি হয়ে গেছে অধিকাংশ সরঞ্জাম
যথাযথ তদারকি ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে উদ্বোধনের এক বছর না পেরুতেই চুরি হয়ে গেছে সোনারগাঁয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর ও বিজয় পার্কের অধিকাংশ সরঞ্জাম। গত বছর অক্টোবর মাসে এ স্মৃতি জাদুঘর ও বিজয় পার্কটি উদ্বোধন করা হয়।
১৯৭১ সালে সোনারগাঁ উপজেলার প্রত্যন্ত এলাকা সনমান্দী ইউনিয়নের সনমান্দী প্রাইমারী স্কুল মাঠে মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারীদের প্রশিক্ষণের জন্য একটি উপ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়। সেই উপ প্রশিক্ষণ কেন্দ্রের স্মৃতি ধরে রাখতেই স্থানীয় মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এ স্মৃতি জাদুঘর ও বিজয় পার্কটি নির্মান করা হয়েছে। তবে এ স্থাপনাটির কোথাও লিপিবদ্ধ নেই কি কারণে এটি নির্মিত হয়েছে।
সরেজমিন স্মৃতি জাদুঘর ও বিজয় পার্কটি ঘুরে দেখা গেছে, এ স্থাপনাটিতে প্রবেশ মুখের কলাবসিবল গেইট খুলে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া প্রবেশ মুখের দুপাশে নির্মিত দুটি টয়লেট ও ওয়াশরুমের দরজা, থাই গ্লাসের পার্টিশন, তিনটি সিরামিকের বেসিন, ছয়টি পানির কল, চারটি লুকিং গ্লাস, দুটি সিলিং ফ্যান, দুটি ফোকাস লাইট, ১২টি রঙ্গিণ লাইট, স্থাপনাটির দেয়াল কেটে নিয়ে গেছে মূল্যবান বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক সুইচ, শিশুদের জন্য স্থাপিত এস এস এর তৈরি একটি দোলনার বিভিন্ন অংশ ও একটি স্লিপারের বিভিন্ন অংশ চুরি হয়ে গেছে। এছাড়া বিজয় পার্কে নির্মিত স্মৃতি স্তম্ভের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। ওয়াশ রুমগুলোতে স্থানীয়রা জ্বালানীর জন্য ব্যবহৃত গাছের পাতা সংরক্ষণে রেখেছেন।
এলাকাবাসী জানান, রাত হলেই এখানে নেশাখোরদের আড্ডা বসে। মূলত এ নেশাখোররাই এসব সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। এছাড়া এ স্থাপনাটিতে শিশুদের জন্য দোলনা ও স্লিপার বসানোর কারণে শিশুরা এখানে অবাধে খেলাধূলা করার ফলে স্মৃতি স্তম্ভের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা জানান, এটি নামে মুক্তিযুদ্ধ জাদুঘর হলেও এখানে দুটি টয়লেট, একটি স্মৃতি স্তম্ভ, শিশুদের জন্য একটি দোলনা ও একটি স্লিপার ছাড়া জাদুঘর বলতে আর কিছুই নেই।
মুক্তিযুদ্ধ জাদুঘর ও বিজয় পার্ক নির্মানের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাদিম এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধাকারী রফিকুল ইসলাম নান্নু জানান, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মান প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করেছে। কাজ শেষ হওয়ার পর এটি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বুঝিয়ে দেয়া হয়েছে।
মুক্তিযোদ্ধার সন্তান কবি শাহেদ কায়েস জানান, মুক্তিযুদ্ধের সময় এখানে একটি উপ প্রশিক্ষণ ছিল সেই স্মৃতি রক্ষার্থে এখানে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ কিন্তু এখানে নাম দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর অথচ এখানে কোন জাদুঘরই নেই। এটা হতাশাজনক। এ প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে যারা ছিলেন তাদের ছবি ও পরিচিতি দিয়ে একটি কক্ষে জাদুঘর নির্মাণ করা যেত কিন্তু এটা না করে করা হয়েছে বিজয় পার্ক বিষয়টি দুঃখজনক।
সনমান্দী ইউনিয়নের স্থানীয বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, ১৯৭১ সালে যারা ভারতে প্রশিক্ষণের সুযোগ পায়নি তাদের জন্য ২নং সেক্টর কমান্ডার এটিএম হায়দারের অনুমতিক্রমে সনমান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি উপ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। আমরা সেই স্মৃতি ধরে রাখতে এখানে একটি স্মৃতি স্তম্ভ নির্মানের দাবি করেছিলাম। পরবর্তীতে স্কুল মাঠের পাশে পাঁচ শতক জমির উপর মুক্তিযুদ্ধ জাদুঘর ও বিজয় পার্ক নির্মান করা হয়। এটি নির্মানের পর প্রশাসনের কাছে আবেদন করেছিলাম যাতে এখানে একজন পাহারাদার নিয়োগ করা হয়। কিন্তু এখানে কোন পাহারাদার নিয়োগ করা হয়নি তাই নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এখানকার বেশিরভাগ জিনিসপত্রই চুরি হয়ে গেছে।
১৯৭১ সালে গড়ে তোলা মুক্তিযোদ্ধাদের উপ প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ছেলে সহকারী অধ্যাপক সেলিম হায়দার জানান, এখানে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বিজয় পার্ক নির্মান করা হয়েছে কিন্তু এটি উদ্বোধনের সময় স্থানীয় মুক্তিযোদ্ধাদেরকে দাওয়াত করা হয়নি। এখানে স্মৃতি স্তম্ভ নির্মাণ করাটাই যৌক্তিক ছিল কিন্তু বিজয় পার্ক করার কোন যৌক্তিকতা নেই।
এছাড়া এখানে উদ্বোধনী ফলক থাকলেও স্থাপনাটির কোথাও উপ প্রশিক্ষণ কেন্দ্রের কোন ইতিহাস লিপিবদ্ধ নেই। কি কারণে এ স্থাপনা নির্মান করা হয়েছে আগত দর্শনার্থীরা এ বিষয়ে কিছুই জানার সুযোগ নেই।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না: শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান