অভাবে খিটখিটে মেজাজ তুচ্ছ ঘটনায় জড়িয়ে পড়ছে সংঘর্ষে সিলেটে কোম্পানীগঞ্জের মানুষ
১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
# দুই দফায় সংঘর্ষে আহত প্রায় ২ শতাধিক
# পরিস্থিতি নিয়ন্ত্রনে মাঠে সেনাবাহিনীও
অভাব- অনটনে কিভাবে বখে যায় অতীতে সমৃদ্ধ এক জনপদের মানুষ তার উদাহরণ, সিলেটের প্রাকৃতিক সম্পদে ভরপুর কোম্পানীগঞ্জ। কর্মহীন লাখ লাখ মানুষ এই জনপদে। বেকারত্ব যে অভিশাপ এই জনপদকে প্রতিদিন ক্ষত বিক্ষত করছে। তুচ্ছ ঘটনায় মারামারি, ঝগড়া, রক্তারক্তি, চুরি-ডাকাতি, ছিনতাই, চোরাচালানের রাজ্য যেন এই জনপদ। অথচ এখানকার মানুষ পাথর কোয়ারী কেন্দ্রিক জনজীবন প্রাণচাঞ্চল্যময় ছিল। এখন তা কেবল অতীত। সেকারনে এখানকার বিপুল জনগোষ্টি দূর্বিসহ এক জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে। গত শনিবার মোবাইল চার্জকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রামবাসী রাতে জড়িয়ে পড়ে সংঘর্ষে। এরই জের ধরে আজ রোববার সকালে ফের মাইকে ঘোষণা দিয়ে আবারও সংঘর্ষের জড়ায় দুই গ্রামের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ পর্যন্ত সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.কামরুজ্জামান রাসেল।
জানা যায়, শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে উপজেলা বর্ণি গ্রামের এক ব্যক্তি ও কাঁঠালবাড়ী গ্রামের ১ ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এই কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। সেখানে মারধরের ঘটনায় বর্ণি গ্রামের লোকজন সড়কে গাড়ি আটকে অবরোধ করেন। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজনের মধ্যে দেশি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ও সংঘর্ষে অন্তত ৫২ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তখন পরিস্থিতি শান্ত করে।
পরে রোববার সকালে মাইকে ঘোষণা দিয়ে ও সেটা ফেসবুকে প্রচার করে আজ আবারো সংঘর্ষে লিপ্ত হন বর্ণি ও কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দারা। সংঘর্ষের এই ঘটনা এক পর্যায়ে সিলেটি-আবাদিতে রূপ নেয়। বর্ণি ও কোম্পানীগঞ্জ গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র-শস্ত্র সহ থানা সদরে গেলে সেখানে কাঁঠালবাড়ি ও আশপাশ এলাকার বাসিন্দারাও সংঘর্ষে জড়ান। এসময় এক পক্ষ অপর পক্ষকে বৃষ্টির মতো চারদিকে থেকে ইটপাটকেল ছুঁড়েন। এই উত্তপ্ত পরিস্থিতি পুলিশ শান্ত করতে না পেরে পরে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে শান্ত করে। এসময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হয়ে আরো প্রায় ৭০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন।
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান জানান, শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫২ জন চিকিৎসা নিয়েছেন আর রোববার ৬০ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১ জন এখানে ভর্তি আছেন আর ওসমানী হাসপাতালে ৫ জনকে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা ততটা গুরুতর না ৷ এছাড়া আরো ১০ জনের মতো চিকিৎসা নিয়েছেন কিন্তু নাম-পরিচয় দেন নি।
এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, শনিবার রাতে কোম্পানীগঞ্জে একটি দোকানে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুজনের কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। এসময় বেশকিছু দোকান ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আহত হন অন্তত ৫০ জন। রাতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিকে কাজ করছেন সংশ্লিষ্টরা। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের মুরব্বীদের নিয়ে দুইপক্ষের সাথে মিটিং করেন। এবিষয়ে আবিদা সুলতানা জানান, মিটিংয়ে দুইপক্ষকেই সংযত থাকার আহবান জানানো হয়। তারা আর কোনো সংঘাতে জড়াবেন না বলে জানিয়েছেন এবং কোনো ঝামেলা হলে তার দায়-দায়িত্ব তারাই নিবেন বলে কথা দেন। তারা যার যার গ্রামে গিয়ে সবাইকে এটা জানিয়ে দিবেন যাতে আর কোনো বিশৃঙ্খলা না ঘটে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না: শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা