আব্বুকে তো মসজিদের পাশে কবরে রাখলো, এখন কে আমাকে চকলেট কিনে দিবে?
১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ এএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ এএম
আব্বুকে আমাদের বাড়ির পাশে মসজিদের কাছে কবর দিয়ে রাখা হয়েছে। এখন কে আমাকে খেলনা ও চকলেট কিনে দিবে? এখন থেকে আর কেউ আমাকে চকলেট ও খেলনা কিনে দেবে না! বাবাকে হারানোর পর এভাবেই কথাগুলো বলছিল সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম রুবেলের চার বছর বয়সী একমাত্র কন্যা সাবিহা।
সাবিহা বিলাপ করতে করতে আরও বলছেন', 'আব্বু প্রতিদিন রাতে আমার জন্য খেলনা ও চকলেট কিনে নিয়ে বাসায় আসতো। যদি রাতে দোকান খোলা না পেতেন, তাহলে সকালে ঘুম থেকে ওঠেই আগে আমার চকলেট কিনে আনতো। আব্বু আমাকে অনেক আদর করতো। ঘাতক কাভার্ড ভ্যান আমার আব্বুকে চাপা দিয়ে মেরে ফেলেছে।'
গত শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ২টার দিতে দায়িত্ব পালনকালে কর্মস্থল গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের আড়পাড়া এলাকায় কাভার্ড ভ্যান চাপায় নিহত হন এসআই সাইফুল ইসলাম রুবেল। তিনি গোপালগঞ্জে ডিএসবিতে কর্মরত ছিলেন। নিহত রুবেল ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।
দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন সাইফুল ইসলাম রুবেল। স্ত্রীসহ তার চার বছর বয়সী এক মেয়ে ও আড়াই মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় নকুলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানের রুবেলের মরদেহ দাফন করা হয়।
জানাজার পর সরেজমিনে রুবেলের বাড়িতে গিয়ে দেখা যায়, অকালে পরিবারের ছোট সন্তানকে হারিয়ে পাগলের মতো হৃদয় বিদারক আত্মবিলাপ করে আঁচল ভেজাচ্ছেন তার মা। স্বামী হারানোর বেদনায় কাতর হয়ে শিশু ছেলেকে কোলে নিয়ে বসে আছেন স্ত্রী তাহানি আক্তার সুরভী। বাড়িতে আত্মীয়স্বজন যারা আসছে, তাদের জড়িয়ে ধরে অঝোরে কাঁদছেন রুবেলের বড় ভাই বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাসেল মাহমুদ ও বোন নাজমা সুলতানা। মোটকথা পুরো পরিবারে শোকের মাতম চলছে। পাড়া-প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
রুবেলের মা সুফিয়া বেগম বলেন, আমরা ছেলের সাথে আমি গোপালগঞ্জে থাকতাম। তবে সেখান থেকে বদলি হওয়ার কারণে দুই চার দিনের মধ্যে রুবেলের ঢাকার কর্মস্থলে যোগদানের কথা ছিল। তাই শনিবার দুপুরে বাসায় আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া হয়। সেই জন্য সকালে নিজ হাতে বাজার করে আনে। দুপুরে রান্না-বান্নার কাজ শেষে রুবেলকে নিয়ে একসাথে খাবো বলে অপেক্ষায় ছিলাম। এরই মধ্যে খবর পাই, আমার ছেলেকে ঘাতক কাভার্ড ভ্যান চাপা দিয়ে মেরে ফেলেছে। অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছিলাম। এই দেশ ও দেশের মানুষের সেবা করার জন্য। এভাবে তাকে হারাতে হবে জানা ছিল না।
স্ত্রী তাহানি আক্তার সুরভী বলেন, আমার মেয়ের পর ছেলে হওয়ায় অনেক খুশি হয়েছিল রুবেল। ছেলে-মেয়ে ছাড়া কিচ্ছু বুঝতেন না তিনি। এখন আমার ছেলে-মেয়ের কি হবে? ওদের কে মানুষ করবে! সেই চিন্তায় আছি।
রুবেলের বড় ভাই শিক্ষক রাসেল মাহমুদ বলেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। তিনি আমাদের তিন ভাই-বোনকে উচ্চ শিক্ষিত করে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত করার চেষ্টা করেছেন। বাবার স্বপ্ন পূরণের জন্য অনার্স-মাস্টার্স শেষে করে ২০১৩ সালে সরাসরি পুলিশের এসআই পদে যোগদান করেন রুবেল। ইতিমধ্যে ওসি হওয়ার জন্য পরীক্ষা ও ট্রেনিং শেষ করেছিল তিনি। আমার ভাইয়ের স্বপ্ন ছিল ওসি হওয়ার এবং ছেলে-মেয়েকে মানুষের মতো মানুষ করার। তবে তার স্বপ্ন সড়কে পিষ্ট হয়ে গেল।
স্থানীয় সাইফুল ইসলাম ফারুক বলেন, রুবেল অত্যন্ত ভদ্র ছেলে ছিল। পুলিশের চাকরি করে দেশ সেবার পাশাপাশি ছুটিতে বাড়িতে এসেও তিনি বসে থাকতেন না। গ্রামের যুব সমাজকে মাদক থেকে ফেরাতে তিনি তাদের নিয়ে খেলাধুলায় মেতে ওঠতেন।
রুবেলের ব্যাচমেট কবিরুল হক বলেন, সাইফুল ইসলাম রুবেল খুব ধার্মিক, হাস্যজ্জ্বল ও সবার জন্য উপকারী মনোভাবের ছিলো। রুবেল সবসময় সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করতো এবং আমাদের সবাইকে ভালো কাজে উৎসাহিত করতো। ওর মৃত্যুতে আমরা পুরো ৩৪-তম আউটসাইট ক্যাডেট (এসআই) পরিবারের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, এসআই সাইফুল ইসলাম রুবেল গত শনিবার দুপুর ২টার দিকে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের আড়পাড়া এলাকায় গিয়েছিলেন। সেখানে ওলামা দলের কর্মী সম্মেলন হচ্ছিল। এর পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। একপর্যায়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম রুবেল নিহত হন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি