টঙ্গীতে সাদ পন্থিদের হামলায় নিহতদের বিচারের দাবিতে উত্তরায় বিক্ষোভ মিছিল
১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে উত্তরার রাজপথে আলেম উলামায়ে কেরামদের বিক্ষোভ মিছিল।
টঙ্গী ইজতেমা ময়দানের গভীর রাতে মুসুল্লিদের উপর হামলাকারী সাদীয়ানী সন্রাসীদের বিচার চেয়ে বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা আইম্মা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়।
আজ দুপুর ২টার সময় বৃহত্তর উত্তরার বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে সহস্রাধিক আলেম ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থী উত্তরা জসিমউদদীন মোড়ে এসে মিলিত হয়। এসময় তারা শান্তি পূর্ণ মিছিল নিয়ে উত্তরা বিএনএস সেন্টার এলাকায় আসে। সেখানে তাদের সাথে দক্ষিণখান,উত্তরখান, আজমপুর তুরাগ এলাকার শত শত আলেম ওলামা এসে যোগ দেয়।
দুপুর ২ টা ৪০ মিনিটের সময় গতকাল ইজতেমা ময়দানে নিহত শহীদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া করেন। দোয়া শেষে তারা নিরপরাধ মুসুল্লি হত্যাকারীদের বিচার দাবি করেন। এ সময় তারা বলেন, দিয়েছিতো রক্ত আরো দিবো রক্ত, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, এমন স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে তোলেন এবং হত্যাকারী সাদ বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিক্ষোভ মিছিলের কারণে বিমানবন্দর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।এ সময় বিএনএস সেন্টার থেকে বিমানবন্দর পর্যন্ত ঢাকার প্রবেশ পথ ও ঢাকা থেকে বের হওয়ার পথে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় চরম ভোগান্তিতে পড়েন পরিবহন যাত্রীরা।
বিমানবন্দর মহাসড়কে আলেম ওলামাদের বিক্ষোভ মিছিলের খবর পেয়ে
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান তার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এসময় তিনি, মহাসড়কে যানচলাচল সচল রাখতে বিমানবন্দর মহাসড়ক ছেড়ে দিতে আলেম ওলামাদের অনুরোধ করেন।
থানা পুলিশের অনুরোধে বিক্ষোভকারী আলেম ওলামাগণ ১০ মিনিটের মধ্যে বিমানবন্দর মহাসড়ক ছেড়ে দেন। ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সহযোগিতায় ধীরে ধীরে বিমানবন্দর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
গতকাল ১৮ই ডিসেম্বর বুধবার ভোর চারটার দিকে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়।
সংঘর্ষে নিহতরা হলেন,মাওলানা জুবায়েরের অনুসারী কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার আমিনুল ইসলাম বাচ্চু (৫৫) ও ঢাকা জেলার বেরাইদ এলাকার বেলাল (৬০), বগুড়া জেলার তাইজুল ইসলাম (৬৫)।
টঙ্গী ইজতেমা ময়দানের বুধবার ভোর থেকে ইজতেমা মাঠের কয়েকটি প্রবেশ ফটকে দুই পক্ষের সংঘর্ষে আনুমানিক ৪০ থেকে ৫০ জন আহত হন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়,মাওলানা জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে আয়োজিত গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত জোড় ইজতেমা পালন করেন কয়েক হাজার মুসল্লি।
এরপর দ্বিতীয় ধাপে আগামী ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরে জোড় ইজতেমায় আয়োজনের অনুমতি চায় ভারতের মাওলানা সাদ কান্ধলভির আয়োজক কমিটির (বাংলাদেশ) শীর্ষ মুরব্বিরা।
সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে দ্বিতীয় দফায় জোড় ইজতেমার অনুমতি দেওয়া হয়নি মাওলানা সাদ অনুসারীদের।
গত মঙ্গলবার সকাল দশটার দিকে ভারতের মাওলানা সাদ কান্ধলভির ইজতেমা আয়োজক কমিটির কয়েকজন শীর্ষ মুরব্বি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। জানা যায়,সেখানে আলোচনা শেষে দুপুরে ইজতেমা ময়দানের পশ্চিম পাশে বিশ্ব ইজতেমা মসজিদে ফেরার পথে টঙ্গীর মুন্নু গেট এলাকায় পৌঁছলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সাদ অনুসারীদের একটি প্রাইভেট কার ভাঙচুর করেন।
এ সময় প্রাইভেটকারে থাকা সাদ অনুসারীদের পাঁচজন আহত হন। এ ঘটনার পর থেকেই দুই পক্ষের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সব ঘটনায় জোড় ইজতেমার আয়োজন অনিশ্চিত হয়ে পড়ায় গত মঙ্গলবার বিকেল থেকেই তুরাগ নদীর পারে টঙ্গী বিশ্ব ইজতেমা জামে মসজিদে জড়ো হতে থাকেন কয়েক হাজার সাদ অনুসারী। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাত থেকেই ইজতেমা ময়দানের প্রায় সকল প্রবেশপথে জড়ো হয়ে কড়া পাহারা দিতে শুরু করে জুবায়ের পন্থীরা। বুধবার ভোরে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা ইজতেমা ময়দানের কয়েকটি প্রবেশপথ দিয়ে ময়দানে জোরপূর্বক ঢোকার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অন্তত ৪০-৫০ জন আহত হন।
এদের মধ্যে ১১ জনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারী ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ইজতেমা ময়দানে আমাদের ঘুমন্ত সাথীদের ওপর হামলা করে কয়েকজনকে হত্যা করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিস সুত্রে জানা যায়,মঙ্গলবার দিবাগত রাত থেকেই দুই পক্ষের অনুসারীরা পৃথকভাবে ইজতেমা ময়দানের ভেতরে ও বাইরে জড়ো হতে থাকে। বুধবার ভোরে সংঘর্ষে জড়ান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাবলীগ জামাতের যোবায়ের ও সাদ পন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল টঙ্গীতে ৪ প্লাটুন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এ ছাড়াও সেখানে থানা পুলিশ, আনসার সদস্য, অতিরিক্ত পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছিলো।
ইজতেমা ময়দান দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিসি ( মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান গতকাল দুপুরে রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ,পশ্চিম এলাকায় যে কোন প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিসি ( মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এর বিজ্ঞপ্তির পর পরই গতকাল টঙ্গী ইজতেমা মাঠ থেকে ধীরে ধীরে মুসুল্লিরা চলে যায়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফ্যাসিস্ট হাসিনা হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা : হযরত আলী মিঞা
পাত্র বিদেশে থাকাবস্থায় দেশে তার জন্য পাত্রী ঠিক করে রাখা প্রসঙ্গে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পাম্প হাউজে পানি সেচ উদ্বোধনের ১০ মিনিটেই বন্ধ
রামগড়ে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী