মাদারীপুরে টর্চলাইটের আলো চোখে দেওয়াকে কেন্দ্র করে ২ যুবককে কুপিয়ে জখম
২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
মাদারীপুরে পারিবারিক বিরোধ ও চোখে লাইট দেওয়াকে কেন্দ্র করে শান্ত ফকির (২৫) ও রোহান হাসানকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদকাসক্ত কয়েক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় ডিসির ব্রিজ ও চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। পরে পথচারী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ইমাম ফকির নামের এক যুবক। এ সময় সোহান ফকির ওই যুবককে চোখের উপরে লাইটের আলো দেন। চোখের উপর থেকে লাইট নিচে নেমে আসতে বলায় ইমাম ফকির ক্ষিপ্ত হয়ে সোহানকে মারধর করতে আসে।
এ ঘটনার পর, ইমামের পরিবার সোহানের পরিবারকে বিষয়টি জানালে সোহান আরো ক্ষিপ্ত হয়ে কয়েকজন লোক নিয়ে ইমাম ফকিরকে মারধর করেন। পরবর্তীতে উভয় পরিবারের মধ্যে মীমাংসা হলেও সোহান আরো বেশি ক্ষুব্ধ হয়ে যান। এরপর, সোহান ফকির ও তার সহযোগীরা শান্ত ফকিরকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। শান্ত ফকির চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ডিসির ব্রিজ এলাকায় প্রথমে মারধরের শিকার হন। সেখানে থেকে শান্ত পালিয়ে গেলে, সোহান ও তার লোকজন চর কালিকাপুর বিদ্যালয়ের পাশে তাকে ঘিরে ফেলে এবং কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা শান্ত ফকিরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর স্বজন ও এলাকাবাসী দ্রুত বিচার দাবি করেছেন। স্থানীয়রা জানান, সোহান ফকির সবসময় মানুষের সাথে খারাপ আচরণ করে এবং যে যুবককে মারধর করেছে, তার কোনো অন্যায় ছিল না। আমরা সোহানের কঠিন বিচার চাই।
ভুক্তভোগী পরিবার জানায়, সোহান ফকির মাদকাসক্ত এবং তার পরিবার কয়েকটি মামলার আসামি। তারা প্রায়ই মানুষের সাথে মারামারি ও খারাপ আচরণ করে থাকে। তারা দাবি করেন, "আমার ছেলের সাথে যে ঘটনা ঘটেছে, আমরা এর কঠিন বিচার চাই।"
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত সোহান ফকিরকে বারবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক