সালাম মুর্শেদীর ৪ মামলার জামিন নামঞ্জুর
২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পিএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পিএম
খুলনা ৪ আসনের সংসদ সদস্য সালাম মুর্শেদীকে ৪টি মামলায় খুলনার দু’টি পৃথক আদালত কারাগারে প্রেরণ করেছেন। এর আগে তার আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে তাকে পৃথক দু’টি আদালতের বিচারক হলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তাকিয়া সুলতানা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো: আলতাফ মাহমুদ। হাজিরা শেষে দুপুর ১২টায় আসামিকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়। আব্দুস সালাম মুর্শিদিকে দিঘোলিয়া ৩ টি ও ফুলতলার ১ টি মামলায় আদালতে তোলা হয়।
এ সময় আদালত প্রাঙ্গনে উৎসুক জনতা সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদিকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এবং চোর চোর স্লোগান দেয়। তাদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।
আদালত সূত্রে জানাযায়, ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে ফুলতলা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবুর নেতৃত্বে প্রায় ২ হাজার নেতাকর্মী খুলনা ডাকবাংলা মোড়ে দলের বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য নদী পথে ট্রলারযোগে রওনা হয়। তাদের কিছু নেতাকর্মী চন্দনীমহল (কাটাবন) ঘাটে অবস্থান করছে এমন সংবাদ পান বিএনপি’র ওই নেতা। বেলা সাড়ে ১১ টার দিকে ট্রলার ওই স্থানে পৌঁছানোর সাথে সাথে আওয়ামী সরকারের সন্ত্রাসীরা তাদের ওপর শর্টগান, কাটা রাইফেল, বন্দুক, পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, রড, জি আই পাইপ, চা-পাতি, বোমা, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ মামলার বাদী বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু বলেন, সেদিন আমরা শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেওয়ার জন্য ট্রলারযোগে খুলনায় যাচ্ছিলাম। ওইদিন আসামিরা আমাদের ট্রলারে উঠে আমাদের ওপর অমানবিক অত্যাচার করে। আমাদের লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে তারা। ইচ্ছামতো মারধর করে। আমাদের লক্ষ্য করে গুলি করতে থাকে। আমাদের অনেক নেতাকর্মী তাদের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন। অনেককে মারধর করে নদীতে ফেলে দেয়া হয়। পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসলে এবং সরকারের পতন হলে তিনি দিঘলিয়া থানায় ২০২৪ সালের ৪ অক্টোবর এ হামলার ঘটনায় মামলা দায়ের করেন, যার নং-৩। এ ঘটনায় তিনি সাবেক সংসদ সদস্য শেখ হেলালসহ ২১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় খুলনা ৪ আসনের সাবেক সংসদ সালাম মুশের্দী ৯ নং আসামি। শুনেছি তার আইনজীবীরা জামিন নেওয়ার জন্য আদালতে আবেদন করেছিল। কিন্তু আদালত না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এ হামলার বিচার চান বলে আরও জানিয়েছেন।
অপর মামলা থেকে জানাযায়, ২০২২ সালের ২৫ আগষ্ট বিএনপি নেতা আজিজুল বারী হেলাল খুলনার দিঘলিয়ায় আসেন। এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহেল পারভেজ দলীয় নেতাকর্মি নিয়ে ফেরীঘাটের সামনে অবস্থান করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের সন্ত্রাসী ও অস্ত্রধারীরা অতর্কিতভাবে সালাম মুশের্দীর নির্দেশে তাদের ওপর হামলা চালায়।
উপস্থিত নেতাকর্মিদের ছত্রভঙ্গ করার জন্য গুলি ও বোমা নিক্ষেপ করতে থাকে। এ সময়ে বিএনপি’র কিছু নেতাকর্মি গুরুতর আহত হন। এ ঘটনায় বিএনপি’র ওয়ার্ড নেতা সালাম মুশের্দীকে এক নম্বর আসামি করে ৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার নং-১১।
অপর একটি মামলা থেকে জানাযায়, ২০২২ সালের ২৫ আগস্ট বিএনপি নেতা খায়রুল ইসলাম মোল্লা দিঘলিয়া উপজেলার পুটিমারী বটতলার মোড়ে দলীয় কর্মসূচী শেষে খুলনার উদ্দেশ্যে নগরঘাট ফেরিঘাটের রাস্তায় পৌঁছান। সন্ধ্যা ৬ টার দিকে সালাম মুর্শেদীর নেতৃত্বে প্রায় ৮০-৯০ জন সন্ত্রাসী বিএনপি নেতাকে ঘিরে ফেলে। তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
তার নির্দেশে এ মামলার ২ নং আসামি মো. তৌহিদুল মোল্লা তাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে হত্যার উদ্দেশ্যে গুলিও করা হয়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। সন্ত্রাসী পৈচাশিক উল্লাস করতে থাকে। সে সময় তারা ‘ধর ধর বিএনপি, ধরে ধরে জবাই কর’ বলে শ্লোগান দিতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বছরের ২৯ আগস্ট এ হামলার ঘটনায় তিনি সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীসহ ৮৩ জনের নাম উল্লেখ করে দিঘলিয়া থানায় মামলা (মামলা নং ১৪) দায়ের করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম