রাজবাড়ীর গোয়ালন্দে এসিআই সীডের নতুন বেগুনের জাত “পার্পল স্টার” ও “পার্পল বল” এর বাম্পার ফলন হয়েছে। বেগুনের উচ্চ ফলন পেয়ে চাষীরা অধিক লাভবান হয়েছেন। অনেকে আগামীতে পার্পল স্টার ও পার্পল বল জাতের বেগুন লাগানোর আগ্রহ প্রকাশ করছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে,দৌলতদিয়া,দেবগ্রাম ও উজানচর ইউনিয়নের চরঅঞ্চলে কৃষকেরা হাজার হাজার একর জমিতে পার্পল স্টার ও পার্পল বল জাতের বেগুন চাষ করেছে। এতে বাম্পার ফলন হয়েছে।
বদের আলী শেখ নামের এক কৃষক বলেন, এসিআই সীড কর্তৃক দুইটি হাইব্রীড বেগুনের জাত পার্পল স্টার ও পার্পল বল লাগানোর উৎসাহ দেয়। একাধিকবার এই এলাকার কৃষকদের নিয়ে মাঠ দিবস করেছে। তাদের প্রতি বিশ্বাস করে এবার ৩বিঘা জমিতে পার্পল স্টার ও পার্পল বল জাতের বেগুন লাগিয়েছি। পার্পল স্টার জাতের বেগুন অনেক লম্বা ও মোটা। পার্পল বল জাতের বেগুন গোল বলের মত। বেগুন গুলো বিচি কম, ওজনে বেশি। তিনি বলেন, শুধু লম্বা, মোটা বা স্বাস্থ্যবান নয়। প্রতিটি গাছে অসংখ্য বেগুন ধরেছে। বেগুনের কালারও অনেক ভাল।
চরঅঞ্চলের আরেক কৃষক আব্দুল মান্নান বলেন, স্থানীয় কৃষি কর্মকর্তা ও আদ-দ্বীন কৃষি ভান্ডারের মালিক ডিলার হুমায়ন আহমেদ এর পরামর্শে আমি এবার ৫বিঘা জমিতে এসিআই সীডের নতুন বেগুনের জাত পার্পল স্টার ও পার্পল বেগুন লাগিয়েছি। বিগত বছর গুলোর চেয়ে এবার তিন গুন বেশি বেগুন ধরেছে। বেগুন গুলো অনেক লম্বা ও স্বাস্থ্যবান হয়েছে। কালারও অন্য বেগুনের চেয়ে অনেক ভাল। তিনি বলেন, এবার বেগুনে আমি অনেক লাভবান হব।
লাল মিয়া নামের অন্য এক কৃষক বলেন, আমি বদের আলী শেখ ও আব্দুল মান্নানের বেগুন দেখতে এসেছি। বেগুন দেখে মন ভরে গেছে। তিনি বলেন আমি একজন কৃষক। প্রতি বছর ৩৫ বিঘা জমিতে বিভিন্ন প্রকার সবজি আবাদ করি। এসিআই সীড কোম্পানীর লোক আমাদের নিয়ে একাধিকবার মাঠ দিবস পালন করেছে। তারপরও আমি আগ্রহ পাইনি। কিন্ত বদের আলী শেখ ও আব্দুল মান্নানের বেগুন দেখে আমি অবাক হয়েছি। কারণ একই শ্রম ও ব্যয় করে তারা আমাদের চেয়ে দ্বিগুন লাভবান হবে। সুতরাং আমি আগামী বছর এসিআই সীড কোম্পানীর পার্পল স্টার ও পার্পল বল জাতের বেগুন লাগাবো। অন্যকে লাগানোর পরামর্শ দেব।
এসময় একাধিক নারী কৃষক বলেন, এসিআই সীডের নতুন হাইব্রিড বেগুনের জাত পার্পল স্টার ও পার্পল বল জেলার সাধারণ কৃষকদের মাঝে সারা ফেলেছে। কারণ এই বেগুন গুলোর প্রতিটির ওজন ১৩০ থেকে ১৫০ গ্রাম ওজনের। আকর্ষণীয় কালার হওয়ায় বাজারে আলাদা নজর রয়েছে।
এসিআই সীড এর জোনাল সেলস ম্যানেজার মো. আনোয়ার হোসেন বলেন, নতুন এই জাতের আকর্ষণীয় বৈশিষ্ট্য ও বাম্পার ফলন কৃষকদের অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে নিয়ে যাবে। এধরনের উদ্ভাবনী জাত বাজারে আনা কৃষকদের জন্য আর্শীবাদস্বরূপ। এসিআই সীডের উদ্যোগ কৃষি উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে।
গোয়ালন্দ কৃষি কর্মকর্তা মো. খোকনুজ্জামান জানান, পার্পল স্টার ও পার্পল বল বেগুনের বাম্পার ফলন হয়েছে। তবে এসিআই সীডের নতুন হাইব্রিড বেগুনের জাত পার্পল স্টার ও পার্পল বল কৃষকের মাঝে সারা ফেলেছে। নতুন হাইব্রীড জাতের এই বেগুন গুলোর নজর কারা কালার ও স্বাস্থ্যবান। এতে কৃষক অনেক লাভবান হবে। এ বছরেই এই উপজেলায় প্রথম ২০ হেক্টর জমিতে পার্পল স্টার ও পার্পল বল বেগুন আবাদ হয়েছে।