কালো গ্লাসের অন্তরে বন্ধী সাব্বিরের রঙিন স্বপ্ন
০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম
জুলাই বিপ্লবের জীবন্ত শহীদ কুমিল্লার মুরাদনগর উপজেলার সাব্বির (১৭) । পাহাড়পুর ইউনিয়নের ডেকরিপাড় গ্রামের অতি-দরিদ্র পরিবারে জন্ম তাঁর। দারিদ্রতার কষাঘাতে কাপড়ের দোকানে কাজ করতেন। পড়াশোনা অষ্টম । বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ডাকে সাড়া দিয়ে দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে ঘর থেকে বেরিয়ে যান সাব্বির। স্বপ্ন ছিল বৈষম্য দূরীকরণ ও গণতন্ত্র ফিরিয়ে আনার। এই ভাবনায় ৪ আগস্ট কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঁশকাইট কলেজ থেকে বন্ধুদের সাথে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন। সেই দিন দেশব্যাপী ছিল চরম উত্তেজনা। ছাত্রদের দাবি তখন ‘এক দফা ’। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। অন্যদিকে আওয়ামী তৃণমূলের নেতাকর্মীরা ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে অস্ত্রসজ্জিত অবস্থান রাজপথে।
এমন অস্থিতিশীল ভয়াবহ পরিস্থিতিতে ছাত্র-জনতার সাথে সকাল থেকে আন্দোলনে নেমে পড়েন সাব্বির। পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট কলেজের সামনে আওয়ামী লীগের অস্ত্রধারী ও পুলিশের ধাওয়া খেয়ে পিছু হটে ছাত্র-জনতা। পরবর্তীতে অবস্থান নেন ইলিয়টগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। তখন দুপুর ঘনিয়ে বিকেল । রাজপথে সরকার পদত্যাগের উত্তাল মিছিল। হঠাৎ মিছিলে বাঁধা সৃষ্টি করেন আওয়ামী কর্মীরা সাথে পুলিশ। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। ছাত্র-জনতার ইট পাটকেলের জবাবে পুলিশ চড়াও হয়ে নির্বিচারে ছাত্রদের ওপর গুলি চালায়। ধাওয়া- পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশের রাবার বুলেট সাব্বিরের বাম চোখে লাগে। আরেক সহযোদ্ধা রাসেল মিয়া সাব্বিরকে অচেতন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা তাকে ফিরিয়ে দেন। চিকিৎসা না পেয়ে ফিরে যান বেসরকারি ইস্টার্ন মেডিকেল হাসপাতালে। চোখে গুলি আছে সনাক্ত করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। সেখান থেকে ঢাকা জাতীয় চোখ বিজ্ঞান হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ওখানে সাব্বিরের অপারেশন হয়। দ্বিতীয় অপারেশন করা হয়েছে ঢাকা ইসলামিয়া হাসপাতালে।
বুলেটের আঘাতে সাব্বিরের জীবনের রঙিন স্বপ্নগুলো আজ অন্ধকারে নিমজ্জিত। কালো গ্লাসের আবরণে ঢাকা তার দু’চোখ। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কি যেন বলতে চায়। বলতে পারে না।
প্রতিবেদক জানতে চায় সাব্বিরের জীবনে ঘটে যাওয়া ঘটনা! তখন সাব্বির বলেন, “ কী আর বলব! আমি অটো-রিকশা চালক ক্যান্সার আক্রান্ত পিতার বড় সন্তান । বাবার স্বপ্ন ছিল আমিই সংসারের হাল ধরব। তিন ভাই এক বোনের মধ্যে আমি বড়। খুবই গরিব আমরা। তিন বেলা খেতে কষ্ট হয়। তাই অষ্টম পর্যন্ত পড়ে আর স্কুলে যাইনি। বাবা প্রায়ই অসুস্থ হয়ে পড়ে থাকেন। তিনি ব্লাড ক্যান্সারে রোগাক্রান্ত। ছোট ভাই বোনদের কথা চিন্তা করে লেখা-পড়া ছেড়ে পাঁচপুকুরিয়া বাজারে “মায়ের দোয়া” বিপণী বিতানে কর্মচারী হিসেবে কাজ নিই। সব কিছু ঠিকঠাকই চলছিল। যখনই দেশে আন্দোলন শুরু হয় তখন থেকে মনটা ওখানে পড়ে থাকে। ছেলেদের সাথে নৈতিক দাবি আদায়ের মিছিলে যেতে মন ব্যাকুল হয়ে উঠে।
সাব্বির আরও বলেন, ৪ তারিখ দোকান থেকে বেরিয়ে পড়ি। সরকার পতনের আন্দোলনে যোগ দিই। প্রথমে বাঁশকাইট কলেজে যাই সেখানে পরিস্থিতি খারাপ ছিল। উপজেলা চেয়ারম্যান কিশোর আলম সন্ত্রাসী নিয়ে দৌড়ানি দেয়। পরে ইলিয়টগঞ্জ গিয়ে রাজপথে অবস্থান করি। ওখানে সরকার পতনের মিছিল চলারত অবস্থায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের বেড়িকেটের মধ্যে পড়ি। পুলিশ ও আওয়ামী লীগ লোকজন আমাদের মারতে থাকে। তুমুল সংঘর্ষের মধ্যে এক পর্যায়ে চোখে কিছু একটা পড়ছে মনে হলো। তারপর আর কিছু বলতে পারব না।
জ্ঞান ফিরতে দেখি আমি হাসপাতালে । দু’চোখে কালো চশমা। এক চোখে কিছু আবছা দেখা যায়, আরেক চোখ বন্ধ। পৃথিবী অন্ধকার। মনটা খুব খারাপ লাগছিল। আর বুঝি দু’চোখ মেলিয়া সুন্দর পৃথিবী দেখা হবেনা। দেখা হবে না প্রিয় মানুষগুলো। কেউ আর আমায় ভালোও বাসবেনা। যখন মনের মধ্যে পাথরের মতো ভারি কষ্টগুলো জল্পনা কল্পনায় ভাসছিল তখনই পেলাম মহা-খুশির সংবাদ হাসিনা সরকারের পতন হইছে।
বর্তমানে শারীরিক অবস্থা কেমন এমন প্রশ্নে ‘ দৈনিক ইনকিলাবকে ’ সাব্বির জানান, আলহামদুলিল্লাহ চিকিৎসা চলছে। ঘাতক পুলিশের আঘাতে চোখের দুটি পর্দা ছিড়ে গেছে । আমার চিকিৎসার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সবচেয়ে বেশি সহযোগীতা পেয়েছি। তারা রীতিমত খোঁজ খবর রাখছেন। মাথায় একটি বুলেট রয়েগেছে। তাই মাথা প্রচন্ড ব্যথা করে। ওটা বাহির করতে ডাক্তার বলেছেন অনেক বড় একটা অপারেশন করা লাগবে। চিকিৎসকরা কোন ফি নিচ্ছেনা। চিকিৎসা ফ্রি করে দিয়েছে । এক মাস পর পর চিকিৎসার জন্য ঢাকা যেতে হয়। কিন্তু গাড়ি ভাড়া দিয়ে যাওয়ার পয়সা থাকেনা।
সাব্বিরের বাবা রনি মিয়া বলেন, ‘‘ ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আমার ছেলেকে ফার্মগেইট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চোখের অপারেশন করিয়েছেন, কিন্তু গুলি লাগা চোখ দিয়ে দেখতে পারে না সাব্বির। ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমার কেড়ে নিলো আওয়ামী পুলিশ। ছেলের উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।
মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রহমান উজ্জ্বল ও নাহিদুল ইসলাম নাঈম জানান, সাব্বির আমাদের জীবন্ত শহীদ । ফ্যাসিস্ট সরকারের পুলিশ শান্তিপূর্ণ ‘এক দফা’ আন্দোলনের মিছিলে গুলি করে সাব্বিরের সুন্দর জীবনটাকে অন্ধকার করে দিয়েছে। আমরা এই ভাইটির পাশে আছি। তাঁর পরিবারের সার্বিক খোঁজ খবর নিচ্ছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসি-সুয়ারেসের সাথে আবার এক হচ্ছেন নেইমার
হাসপাতালের ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে
ধামরাইয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
সংবিধান কারও বাপের না: হাসনাত আবদুল্লাহ
ঝিকরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা
ওয়াকারুর সাথে যুক্ত হলেন আফরান নিশো
লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব , জরুরি অবস্থা ঘোষণা
সচিবালয় গেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, তদন্তে কমিটি
সহদেবপুর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি ঘর পুড়ে ছাই
মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে ব্যবহার করতে পারবেন ৪৪ টাকা
অস্কার প্রতিযোগিতায় শক্ত অবস্থানে বাংলা ছবি 'পুতুল'
ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক
মার্কিন কংগ্রেসে অভিবাসন আইন নিয়ে উত্তপ্ত বিতর্ক, নতুন বিল পাশ
মির্জাগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
দেশীয় ফ্রিজ এসি-মোটরসাইকেল শিল্পে কর বৃদ্ধি, বাড়তে পারে দাম
বাজারে চালের ঘাটতি নেই, দাম বৃদ্ধি অযৌক্তিক: বাণিজ্য উপদেষ্টা
এবার অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩
‘শয়তানও মনে হয় শেখ হাসিনার কাছে হার মানবে’
আসছে একাধিক শৈত্যপ্রবাহ , জানাল আবহাওয়া অফিস
ঘুষের মামলায় অধ্যক্ষ মুস্তাফিজ ও শিক্ষানুরাগী মান্নান কারাগারে