মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
১২ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকার একটি অফিসে এ হামলার ঘটনা ঘটে।
সমন্বয়ক রাসেল আহমেদ জানিয়েছেন, ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা এ হামলা চালিয়েছে।
চট্টগ্রাম নগর দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) শাকিলা সোলতানা সাংবাদিকদের বলেন, ‘সমন্বয়কদের ওপর হামলার একটা অভিযোগ শুনেছি।
আমরা বিস্তারিত খবর নিচ্ছি। সমন্বয়কদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিকেল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা। পরে পথসভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ।
কক্সবাজারে গুলিতে নিহত খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর খুলনার দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠে জানাজা শেষে কৃষি কলেজ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় কেসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এর আগে কক্সবাজার থেকে শনিবার ভোররাতে টিপুর মরদেহ দেয়ানার বাড়িতে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন হোটেল সি গালের সামনে টিপুকে গুলিতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার দুপুরে টিপুর বোনের স্বামী ইউনূছ আলী শেখ কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করেছেন। তবে ঘটনার পরপরই কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর হাসান ইফতেখার চালু এবং কক্সবাজারের ব্যবসায়ী ও শহরের টেকপাড়া এলাকার নুরুল কবির ভট্টুকে গ্রেপ্তার করে র্যাব-১৫।
তবে চালুর কক্ষে থাকা রিমি ওরফে রেমি জয়া ওরফে ডা. রেমী মণ্ডলকে খুঁজে পায়নি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
পুলিশ বলছে, রহস্যময়ী ওই নারীকে গ্রেপ্তার করতে পারলেই হত্যার কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। অপসারিত কাউন্সিলর হাসান ইফতেখার চালুর ওই হত্যার সঙ্গে জড়িত থাকা না থাকার বিষয়টি এখনো পরিষ্কার না হলেও তার বিরুদ্ধে খুলনায় অন্যান্য মামলা থাকায় তিনি যে দায় আপাতত এড়াতে পারছেন না, সেটিও অনেকটা স্পষ্ট।
জনশ্রুতি রয়েছে, হাসান ইফতেখার চালু সেফ নামের একটি এনজিওর সব সম্পত্তি নিজের নামে আমমোক্তারনামা দলিল করে নিয়ে সেগুলো পর্যায়ক্রমে বিক্রি করে প্রচুর অর্থের মালিক হয়েছেন।
সরকার পতনের পর পাওনাদারদের পক্ষ থেকে একাধিক মামলা করা হয়। এর ফলে চালু ঢাকা-কক্সবাজারসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
টিপু হত্যার তিন কারণ : স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন ও আন্ডারওয়ার্ল্ডের সম্পৃক্ততা এই তিনটি কারণে কাউন্সিলর টিপু হত্যা হতে পারে বলে মনে করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
হোটেল গোল্ডেন হিলের ‘অতিথি লিপিবদ্ধ বই’-এ দেখা গেছে, আটক ইফতেখার, নিহত গোলাম রব্বানী টিপুর সঙ্গে রেমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে ওঠেন। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আসা হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান।
রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন হোটেল সি গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। তার পর থেকে রেমি পলাতক।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী