কসাই থেকে নদীখেকো জাফর
১২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদি টেকেরহাট বাজার এলাকার বাসিন্দা জাফর শেখ। পশু জবাই করে বিক্রি করা তার পেশা। এলাকায় পরিচিত জাফর কসাই নামে। এলাকার প্রভাবশালী ব্যক্তিও তিনি। বছর দুই আগে বাজারের দোকানের পেছনে কুমার নদের জমি নিজের মামার জমি দাবি করে নির্মাণ শুরু করেন বহুতল ভবনেরকাজ। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে বন্ধ করে দেয়া হয় ভবন নির্মাণেরকাজ। কিছুদিন পর আবার নির্মাণ কাজ শুরু করলে আবারও বন্ধ করে দেয় প্রশাসন।
এভাবেই একটু একটু করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন জাফর কসাই। সরেজমিনে গিয়ে দেখা গেছে, শংকরদি টেকেরহাট বাজারের দোকানের পেছনে আড়িয়াল খাঁ নদের জমির উপর বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। ফাউন্ডেশন ও গ্রেডবিমের কাজ শেষ করে প্রথম তলার ছাদ পর্যন্ত পিলারের কাজ শেষ হয়েছে। এখনচলছে সিঁড়ির কাজ। প্রায় ৪ শতাংশ জুড়ে ভবনের কাজ শুরু করলেও দুই দিকেপ্রসারিত করার ব্যবস্থা রাখা হয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে যাতে আরও জমি দখলে নেয়া যায়।
বাজার কমিটির সদস্য নাজির আহম্মেদ বলেন, ‘যেখানে ভবন নির্মাণ করছে ওই জমি জাফর কসাইদের মায়ের। নদী ভেঙে এ পর্যন্ত এসেছে। তাই মনে হয় নদীর পাড়ে এই ভবন তৈরি করছে। তহসিলদার এসে কাজ বন্ধ করতে বলেছে। কিন্তু সে কাজ বন্ধ না করে অন্যায় করছে।’বাজারের ব্যবসায়ী ও শংকরদির বাসিন্দা জহুরুল আলম, কেরামত আলী, ইসমাইল মোল্লা জানান, ‘মামাদের জমিতে ভবন করছে বলে দাবি করে জাফর কসাই। তারা জানে না এই জমি জাফর কসাইদের মামাদের নাকি সরকারি সম্পত্তি। তবে ছোটবেলা দেখেছি এখানে কৃষি জমি ছিল। এ জমিতে বিভিন্ন ফসল হতো।
এই জমি বাজার কমিটি দাবি করলে বাজার কমিটিকে জমি দেয়া হয়। তাই বাজার কমিটি টিনের ঘর তুলে ব্যবসায়ীদের ব্যবসা করতে দিয়েছে। প্রকৃতপক্ষে জমির মালিক জাফর কসাই না বাজার কমিটি না সরকার সেটা জানা নেই আমাদের।’ জাফর কসাই বলেন, ‘এই জমি আমার মায়ের সম্পত্তি। নদীর অপরপাড়েও আমাদের মায়ের জমি আছে। আমি আমার জমিতে ভবন নির্মাণ করছি। নাজির এসে দেখে গেছে। সে আমাকে বাধাও দেয় নাই আবার করতেও বলে নাই। আমি আপাতত কাজ বন্ধ রেখেছি।’
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুল হক বলেন, ‘স্থানীয় অনেকেই বিভিন্ন সময় কুমার নদের জমি দখল করেছেন। জেলা প্রশাসকের নির্দেশে কুমার নদ দখল মুক্ত করতে দখলের স্থানগুলো চিহ্নিত করে প্রতিবেদন দেয়া হয়েছে। তবে এখন জাফর কসাই নামের কেউ নদের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি দেখবো।’
তিনি আরো বলেন, ‘যদি কেউ সরকারি কোনো জমি বা নদী দখল করার চেষ্টা করে তাহলে আমরা বাধা দেবো। দখলদারদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাধা দেয়া ছাড়া আর কোনো আইনি ব্যবস্থা নেয়া যায় কিনা তা আমার জানা নেই।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুরাদনগরে শীতার্ত মানুষের মাঝে পীরসাহেব চরমোনাই'র পক্ষ থেকে কম্বল বিতরণ
লিটনকে সেরা ছন্দে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চাই: প্রধান নির্বাচক
লক্ষ্মীপুরে রঙ-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে শিশুখাদ্য, ২ ফ্যাক্টরি সিলগালা
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ